বিশ্বকাপ বাছাই
উইমেন’স বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্স উপহার দেয়ার স্বীকৃতি পেয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই দুইজন। বল হাতে আলো ছড়ানো রাবেয়া খান আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
প্রতিযোগিতাটির সেরা একাদশ রোববার (২০ এপ্রিল) প্রকাশ করে আইসিসি। যেখানে সর্বোচ্চ চার জন রাখা হয়েছে পাকিস্তান থেকে। তিন জন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুই জন স্কটল্যান্ডের। বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট হলেও শ্রেয়তর রান রেটে এগিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে বাংলাদেশ।
একাদশের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের মুনিবা আলি। অলরাউন্ডার ম্যাথিউস পাঁচ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ২৪০ রান। অফ স্পিনে নিয়েছেন আসরের সর্বোচ্চ ১৩ উইকেট। চারটি ক্যাচও নিয়েছেন তিনি।
আর মুনিবা দুই ফিফটিতে করেছেন ২২৩ রান, সর্বোচ্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৭১। ক্যাচ নিয়েছেন দুটি।
আরেক টপ অর্ডার ব্যাটার হিসেবে রাখা হয়েছে শারমিনকে। তিন ফিফটিতে ২৬৬ রান করেছেন তিনি, যা আসরে দ্বিতীয় সর্বোচ্চ। নিয়েছেন একটি ক্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড পুঁজি গড়ার পথে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শারমিন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ রান করেন তিনি। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২৪ রান করে।
আসরের সর্বোচ্চ ২৯৩ রান করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। দুটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন তিনি। পেস বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট।
একাদশের উইকেটরক্ষক নিগার দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন তিনটি। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেছেন তিনি।
থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রান করেন নিগার। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ ও স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করেন তিনি। ওই তিনটি ম্যাচ জিতেই মূলত বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান ও পাকিস্তান ম্যাচে ১ রান করেন নিগার। ওই ম্যাচ দুটি হারে বাংলাদেশ।
একাদশের অধিনায়ক পাকিস্তানের ফাতিমা সানা। এই অলরাউন্ডার ব্যাট হাতে ১০৭ রান করেছেন। আর পেস বোলিংয়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেট।
একাদশে জায়গা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বাকি দুজন হলেন- চিনেল হেনরি ও আলিয়াহ অ্যালাইন।
হেনরি ১৭১ রান করার পাশাপাশি পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন একটি। চারটি ক্যাচও নিয়েছেন তিনি। পেসার অ্যালাইন নিয়েছেন ১২ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ৬৩ রান। একাদশের আরেক স্কটিশ অফ স্পিনিং অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজার ৭৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১০টি।
পাকিস্তানের বাকি দুজন হলেন- দুই বাঁহাতি স্পিনার নাস্রা সান্ধু ও সাদিয়া ইকবাল। নাস্রা আসরে ১০ উইকেট নিয়েছেন। আর সাদিয়ার শিকার ৯টি। দ্বাদশ ক্রিকেটার রাবেয়া লেগ স্পিনে ৬ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৩.৭২ করে। তার সেরা বোলিং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট।
উইমেন’স বিশ্বকাপ বাছাই পর্বের একাদশ: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
দ্বাদশ ক্রিকেটার: রাবেয়া খান (বাংলাদেশ)।
বিশ্বকাপ বাছাই
রোববার, ২০ এপ্রিল ২০২৫
উইমেন’স বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্স উপহার দেয়ার স্বীকৃতি পেয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই দুইজন। বল হাতে আলো ছড়ানো রাবেয়া খান আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
প্রতিযোগিতাটির সেরা একাদশ রোববার (২০ এপ্রিল) প্রকাশ করে আইসিসি। যেখানে সর্বোচ্চ চার জন রাখা হয়েছে পাকিস্তান থেকে। তিন জন আছেন ওয়েস্ট ইন্ডিজের ও দুই জন স্কটল্যান্ডের। বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট হলেও শ্রেয়তর রান রেটে এগিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে বাংলাদেশ।
একাদশের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের মুনিবা আলি। অলরাউন্ডার ম্যাথিউস পাঁচ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ২৪০ রান। অফ স্পিনে নিয়েছেন আসরের সর্বোচ্চ ১৩ উইকেট। চারটি ক্যাচও নিয়েছেন তিনি।
আর মুনিবা দুই ফিফটিতে করেছেন ২২৩ রান, সর্বোচ্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৭১। ক্যাচ নিয়েছেন দুটি।
আরেক টপ অর্ডার ব্যাটার হিসেবে রাখা হয়েছে শারমিনকে। তিন ফিফটিতে ২৬৬ রান করেছেন তিনি, যা আসরে দ্বিতীয় সর্বোচ্চ। নিয়েছেন একটি ক্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড পুঁজি গড়ার পথে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেন শারমিন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৭ রান করেন তিনি। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ২৪ রান করে।
আসরের সর্বোচ্চ ২৯৩ রান করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস। দুটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও করেছেন তিনি। পেস বোলিংয়ে নিয়েছেন ৬ উইকেট।
একাদশের উইকেটরক্ষক নিগার দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন তিনটি। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ ২৪১ রান করেছেন তিনি।
থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রান করেন নিগার। এই ইনিংসের পথে ৭৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে দেশের হয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ ও স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৩ রান করেন তিনি। ওই তিনটি ম্যাচ জিতেই মূলত বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান ও পাকিস্তান ম্যাচে ১ রান করেন নিগার। ওই ম্যাচ দুটি হারে বাংলাদেশ।
একাদশের অধিনায়ক পাকিস্তানের ফাতিমা সানা। এই অলরাউন্ডার ব্যাট হাতে ১০৭ রান করেছেন। আর পেস বোলিংয়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ উইকেট।
একাদশে জায়গা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বাকি দুজন হলেন- চিনেল হেনরি ও আলিয়াহ অ্যালাইন।
হেনরি ১৭১ রান করার পাশাপাশি পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন একটি। চারটি ক্যাচও নিয়েছেন তিনি। পেসার অ্যালাইন নিয়েছেন ১২ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ৬৩ রান। একাদশের আরেক স্কটিশ অফ স্পিনিং অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজার ৭৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১০টি।
পাকিস্তানের বাকি দুজন হলেন- দুই বাঁহাতি স্পিনার নাস্রা সান্ধু ও সাদিয়া ইকবাল। নাস্রা আসরে ১০ উইকেট নিয়েছেন। আর সাদিয়ার শিকার ৯টি। দ্বাদশ ক্রিকেটার রাবেয়া লেগ স্পিনে ৬ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৩.৭২ করে। তার সেরা বোলিং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট।
উইমেন’স বিশ্বকাপ বাছাই পর্বের একাদশ: হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আক্তার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাস্রা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
দ্বাদশ ক্রিকেটার: রাবেয়া খান (বাংলাদেশ)।