সাউথ এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে সোমবার নেপাল যাচ্ছে বাংলাদেশ টিটি দল। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ও ১৫ দুই বিভাগের বালক ও বালিকা গ্রুপে পদকের জন্য লড়বেন লাল সবুজের ক্রীড়াবিদরা। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিভাগে বালক গ্রুপে পদকের প্রত্যাশা করছেন কোচ খোন্দকার মোস্তফা বিল্লাহ। রোববার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আগে রামহিম ও হৃদয়ের মতো সেরা খেলোয়াড়রা ছিল। এবার বয়স বেশি হওয়ার কারণে তারা নেই। তারপরও আমরা পদক জয়ের প্রত্যাশা করছি।’
গত ২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুর্নগঠন করে। দশ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সেই প্রতিযোগিতা থেকেই বাছাইকৃতরা যাচ্ছে নেপালে। গত কয়েক বছরে অবশ্য টেবিল টেনিসে জুনিয়র পর্যায়ে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এসেছে। ইনডোর স্টেডিয়ামে এক সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনে রাখতে চায়। খেলোয়াড়দের অনুশীলন রাখার পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পরখও করবে ফেডারেশন। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ (সনেট) এই নীতিকে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ পলিসি আখ্যা দিয়ে বলেন, ‘খেলাধূলায় প্রশিক্ষণের বিকল্প নেই।’
ফেডারেশনের বিগত সময়ের আর্থিক বিষয়াদি তদন্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমএইচ জামান।
তার উদ্যোগেই মূলত আর্থিক সংকটের মধ্যে কর্মকাণ্ড চলছে। খেলাটির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান এই সভাপতি।
রোববার, ২০ এপ্রিল ২০২৫
সাউথ এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে সোমবার নেপাল যাচ্ছে বাংলাদেশ টিটি দল। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ও ১৫ দুই বিভাগের বালক ও বালিকা গ্রুপে পদকের জন্য লড়বেন লাল সবুজের ক্রীড়াবিদরা। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিভাগে বালক গ্রুপে পদকের প্রত্যাশা করছেন কোচ খোন্দকার মোস্তফা বিল্লাহ। রোববার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আগে রামহিম ও হৃদয়ের মতো সেরা খেলোয়াড়রা ছিল। এবার বয়স বেশি হওয়ার কারণে তারা নেই। তারপরও আমরা পদক জয়ের প্রত্যাশা করছি।’
গত ২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুর্নগঠন করে। দশ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সেই প্রতিযোগিতা থেকেই বাছাইকৃতরা যাচ্ছে নেপালে। গত কয়েক বছরে অবশ্য টেবিল টেনিসে জুনিয়র পর্যায়ে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এসেছে। ইনডোর স্টেডিয়ামে এক সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনে রাখতে চায়। খেলোয়াড়দের অনুশীলন রাখার পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পরখও করবে ফেডারেশন। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ (সনেট) এই নীতিকে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ পলিসি আখ্যা দিয়ে বলেন, ‘খেলাধূলায় প্রশিক্ষণের বিকল্প নেই।’
ফেডারেশনের বিগত সময়ের আর্থিক বিষয়াদি তদন্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমএইচ জামান।
তার উদ্যোগেই মূলত আর্থিক সংকটের মধ্যে কর্মকাণ্ড চলছে। খেলাটির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান এই সভাপতি।