নেপালে দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে অংশ নিয়েছে বাংলাদেশ। রোববার,(২৭ এপ্রিল ২০২৫) শেষ হওয়া আসরে লাল-সবুজের প্রতিনিধিরা ৭টি ব্রোঞ্জ জিতেছে। কিন্তু আগেরবারের মতো এশিয়ান টেবিল টেনিসের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে। বছরতিনেক আগে সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিলেন রামহীম বম লিয়ন ও মো. হৃদয়রা।
এছাড়া ২০২৩ সালে দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে এশিয়ান যুব টিটি চ্যাম্পিয়নশিপেও খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তারা। এবার অবশ্য একই ধারাবাহিকতা থাকেনি। নেপালে চলমান এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান টিটিতে যেতে ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৯) ছেলে-মেয়ে দলগত দুই বিভাগেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। এছাড়া অন্য ইভেন্টগুলোতে এসেছে আরও ৫টি পদক।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
নেপালে দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিসে অংশ নিয়েছে বাংলাদেশ। রোববার,(২৭ এপ্রিল ২০২৫) শেষ হওয়া আসরে লাল-সবুজের প্রতিনিধিরা ৭টি ব্রোঞ্জ জিতেছে। কিন্তু আগেরবারের মতো এশিয়ান টেবিল টেনিসের মূল পর্বে যেতে ব্যর্থ হয়েছে। বছরতিনেক আগে সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিলেন রামহীম বম লিয়ন ও মো. হৃদয়রা।
এছাড়া ২০২৩ সালে দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে এশিয়ান যুব টিটি চ্যাম্পিয়নশিপেও খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তারা। এবার অবশ্য একই ধারাবাহিকতা থাকেনি। নেপালে চলমান এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান টিটিতে যেতে ব্যর্থ হয়েছে। চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৯) ছেলে-মেয়ে দলগত দুই বিভাগেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। এছাড়া অন্য ইভেন্টগুলোতে এসেছে আরও ৫টি পদক।