ফুরিয়ে যাননি দেশের অন্যতম সেরা কারাতেকা হাসান খান সান। ২০১০ ঢাকা এসএ গেসে স্বর্ণপদক জিতেছিলেন। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও ফের জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। শনিবার,(১০ মে ২০২৫) শহিদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় কারাতে প্রতিযোগিতায় পুরুষদের একক কাতায় স্বর্ণ জিতেছেন আনসারের এই কারাতেকা। মেয়েদের এই ইভেন্টে সেনাবাহিনীর নুমে মারমা স্বর্ণ জিতেন। দলগত কাতার ছেলে ও মেয়ে দুই বিভাগের স্বর্ণপদকও ভাগ করে নিয়েছেন যথাক্রমে আনসার ও সেনাবাহিনীর ক্রীড়াবিদরা।
শনিবার, ১০ মে ২০২৫
ফুরিয়ে যাননি দেশের অন্যতম সেরা কারাতেকা হাসান খান সান। ২০১০ ঢাকা এসএ গেসে স্বর্ণপদক জিতেছিলেন। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও ফের জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। শনিবার,(১০ মে ২০২৫) শহিদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় কারাতে প্রতিযোগিতায় পুরুষদের একক কাতায় স্বর্ণ জিতেছেন আনসারের এই কারাতেকা। মেয়েদের এই ইভেন্টে সেনাবাহিনীর নুমে মারমা স্বর্ণ জিতেন। দলগত কাতার ছেলে ও মেয়ে দুই বিভাগের স্বর্ণপদকও ভাগ করে নিয়েছেন যথাক্রমে আনসার ও সেনাবাহিনীর ক্রীড়াবিদরা।