আফগানিস্তান নারী ফুটবল দলের ফাইল ছবি
আফগানিস্তানে এখন মহিলাদের খেলাধুলো নিষিদ্ধ। সে দেশের মহিলা খেলোয়াড়েরা রয়েছেন বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে। ব্যতিক্রম নন আফগান মহিলা ফুটবলারেরাও। সেই ফুটবলারদের পাশে দাঁড়াল ফিফা। পাশাপাশি, মহিলাদের বিশ্বকাপও ৪৮টি দলকে নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
আফগানিস্তানের মহিলা ফুটবলারদের নিয়ে শরণার্থী ফুটবল দল তৈরির অনুমতি দিল ফিফা। গতকাল শুক্রবার ফিফা কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিদেশে বসবাসকারী আফগান মহিলা ফুটবলারদের নিয়ে তৈরি হবে দল। এক বছর পরীক্ষামূলক ভাবে দেখা হবে সব কিছু। তার ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে ফিফা। এই সময়ের মধ্যে ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আফগান শরণার্থী মহিলাদের ফুটবল দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, ‘এই সিদ্ধান্ত যুগান্তকারী। ফিফা প্রতিটি মেয়েকে ফুটবল খেলার সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মহিলাদের বিশ্বকাপও পুরুষদের মতো ৪৮টি দেশকে নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে কাউন্সিল বৈঠকে। ২০৩১ সালের বিশ্বকাপ থেকে মহিলাদের বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। ম্যাচের সংখ্যা ৬৪টি থেকে বেড়ে হবে ১০৪টি। ফিফা জানিয়েছে, ‘বিশ্বজুড়ে মহিলাদের ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতির পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আফগানিস্তান নারী ফুটবল দলের ফাইল ছবি
শনিবার, ১০ মে ২০২৫
আফগানিস্তানে এখন মহিলাদের খেলাধুলো নিষিদ্ধ। সে দেশের মহিলা খেলোয়াড়েরা রয়েছেন বিভিন্ন দেশে শরণার্থী হিসাবে। ব্যতিক্রম নন আফগান মহিলা ফুটবলারেরাও। সেই ফুটবলারদের পাশে দাঁড়াল ফিফা। পাশাপাশি, মহিলাদের বিশ্বকাপও ৪৮টি দলকে নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
আফগানিস্তানের মহিলা ফুটবলারদের নিয়ে শরণার্থী ফুটবল দল তৈরির অনুমতি দিল ফিফা। গতকাল শুক্রবার ফিফা কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিদেশে বসবাসকারী আফগান মহিলা ফুটবলারদের নিয়ে তৈরি হবে দল। এক বছর পরীক্ষামূলক ভাবে দেখা হবে সব কিছু। তার ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে ফিফা। এই সময়ের মধ্যে ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আফগান শরণার্থী মহিলাদের ফুটবল দল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, ‘এই সিদ্ধান্ত যুগান্তকারী। ফিফা প্রতিটি মেয়েকে ফুটবল খেলার সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মহিলাদের বিশ্বকাপও পুরুষদের মতো ৪৮টি দেশকে নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে কাউন্সিল বৈঠকে। ২০৩১ সালের বিশ্বকাপ থেকে মহিলাদের বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। ম্যাচের সংখ্যা ৬৪টি থেকে বেড়ে হবে ১০৪টি। ফিফা জানিয়েছে, ‘বিশ্বজুড়ে মহিলাদের ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতির পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’