আইপিএলের বিদেশিদের ফাইল ছবি
স্থগিত আইপিএলের বাকি অংশ মে মাসেই আয়োজনের জন্য বিকল্প পথ খুঁজছে বিসিসিআই। এসব আলোচনার মাঝেই ভারত ছাড়তে শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, শনিবার,(১০ মে ২০২৫)এর মধ্যে বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেছেন।
এক সপ্তাহের স্থগিতাদেশ শেষে ভারত সরকারের অনুমতি পেলে চলতি মাসেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য বিকল্প পরিকল্পনা করছে বিসিসিআই। প্রতিবেদনে বলা হয়েছে, স্রেফ তিন ভেন্যু বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে আসরের বাকি ১৬ ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
তবে মে মাসেই আইপিএল পুনরায় শুরু করা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্রিকইনফো জানিয়েছে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে স্থগিত হওয়া টুর্নামেন্টের বাকি অংশ।
টাইমস অব ইন্ডিয়া তাদের গতকাল শুক্রবারের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানায়, আগামী আগস্টে হতে পারে আইপিএলের বাকি অংশ। ওই মাসে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে, পরের মাসে ভারতের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ; তবে এই দুটিই নাকি বাদ দেয়ার সিদ্ধান্ত হচ্ছে।
আর মে মাসে ফের আইপিএল শুরু করা গেলেও বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিসিসিআইকে। ভারত ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের আসরের বাকি অংশে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি আইপিএল ম্যাচ শেষ হয়েছে।
১২টি লীগ পর্বের ম্যাচের পর রয়েছে প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে চারটি ম্যাচ। সূচি অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হায়দরাবাদে হবে।
কলকাতায় আগামী ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামার কথা ছিল এবারের আইপিএলের। কিন্তু নতুন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আসর শেষ করার সম্ভাবনা নেই বললেই চলে।
আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে গেছে আইপিএল। সম্ভাব্য বিকল্প না থাকায় আগামী সেপ্টেম্বরে মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গতকাল শুক্রবার লন্ডনের দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ইতোমধ্যেই বিসিসিআইকে টুর্নামেন্ট আয়োজনে পাশে থাকার ব্যাপারে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন।
এখন বিসিসিআই যদি সপ্তাহান্তে আইপিএল পুনরায় চালু করতে ব্যর্থ হয়, তাহলে টুর্নামেন্টের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাবটি বিবেচনায় রাখা হচ্ছে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘ইসিবির একজন বড় কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেপ্টেম্বরে এটি সম্ভব হতে পারে। যদিও বর্তমানে এই ব্যাপারে সক্রিয় কোনো আলোচনা দুই পক্ষ্যের মাঝে হচ্ছে না।’
আইপিএলের বিদেশিদের ফাইল ছবি
শনিবার, ১০ মে ২০২৫
স্থগিত আইপিএলের বাকি অংশ মে মাসেই আয়োজনের জন্য বিকল্প পথ খুঁজছে বিসিসিআই। এসব আলোচনার মাঝেই ভারত ছাড়তে শুরু করেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর বিদেশি ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, শনিবার,(১০ মে ২০২৫)এর মধ্যে বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতেছেন।
এক সপ্তাহের স্থগিতাদেশ শেষে ভারত সরকারের অনুমতি পেলে চলতি মাসেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য বিকল্প পরিকল্পনা করছে বিসিসিআই। প্রতিবেদনে বলা হয়েছে, স্রেফ তিন ভেন্যু বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে আসরের বাকি ১৬ ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
তবে মে মাসেই আইপিএল পুনরায় শুরু করা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্রিকইনফো জানিয়েছে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে স্থগিত হওয়া টুর্নামেন্টের বাকি অংশ।
টাইমস অব ইন্ডিয়া তাদের গতকাল শুক্রবারের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানায়, আগামী আগস্টে হতে পারে আইপিএলের বাকি অংশ। ওই মাসে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে, পরের মাসে ভারতের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ; তবে এই দুটিই নাকি বাদ দেয়ার সিদ্ধান্ত হচ্ছে।
আর মে মাসে ফের আইপিএল শুরু করা গেলেও বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিসিসিআইকে। ভারত ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের আসরের বাকি অংশে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলো বেশিরভাগ বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।
চলতি আসরে এখন পর্যন্ত ৫৭টি আইপিএল ম্যাচ শেষ হয়েছে।
১২টি লীগ পর্বের ম্যাচের পর রয়েছে প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে চারটি ম্যাচ। সূচি অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হায়দরাবাদে হবে।
কলকাতায় আগামী ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামার কথা ছিল এবারের আইপিএলের। কিন্তু নতুন পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আসর শেষ করার সম্ভাবনা নেই বললেই চলে।
আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে গেছে আইপিএল। সম্ভাব্য বিকল্প না থাকায় আগামী সেপ্টেম্বরে মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গতকাল শুক্রবার লন্ডনের দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ইতোমধ্যেই বিসিসিআইকে টুর্নামেন্ট আয়োজনে পাশে থাকার ব্যাপারে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন।
এখন বিসিসিআই যদি সপ্তাহান্তে আইপিএল পুনরায় চালু করতে ব্যর্থ হয়, তাহলে টুর্নামেন্টের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাবটি বিবেচনায় রাখা হচ্ছে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘ইসিবির একজন বড় কর্মকর্তা নিশ্চিত করেছেন, সেপ্টেম্বরে এটি সম্ভব হতে পারে। যদিও বর্তমানে এই ব্যাপারে সক্রিয় কোনো আলোচনা দুই পক্ষ্যের মাঝে হচ্ছে না।’