সাফ অ-১৯ ফুটবল
বাংলাদেশ ৩ : ভুটান ০
ভুটানের বিরুদ্ধে সহজ জয়ের পর বাংলাদেশ অ-১৯ দলের খেলোয়াড়দের উল্লাস
ভুটানের বিপক্ষে কাক্সিক্ষত জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
রোববার,(১১ মে ২০২৫) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। মুর্শেদ আলীর গেলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন সুমন সরেন। তৃতীয় গোলটি করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো রোববার ও বাংলাদেশ প্রথমার্ধে ২ গোলের লিড নেয়। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। মুর্শেদ দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন। ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশ লিড নেয়। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন।
বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন।
মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্রয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে আগামী মঙ্গলবার মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখনও পয়েন্ট পায়নি ভুটান।
মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান ৪ পয়েন্ট দাড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিতে উঠার অপেক্ষায়। আন্তর্জাতিক মা দিবস সামনে রেখে দুই দল বিশেষ সাদা জার্সি পরে শুরুতে। এরপর মা দিবসের শ্রদ্ধা জানিয়ে সেই জার্সি খুলে নিজেদের জার্সি পরে খেলা শুরু করে।
‘বিশ্বাস ছিল, ছেলেরা পারবে’
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ গোলাম রব্বানী ছোটন জানান, প্রথম ম্যাচের ব্যর্থতা সত্বেও দলের প্রতি বিশ্বাস হারাননি তিনি। ‘দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য ছেলেদের অভিনন্দন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যেহেতু আমরা মালদ্বীপের বিপক্ষে দূর্ভাগ্যজনকভাবে ড্র করে এসেছিলাম। ছেলেরা তাদের শতভাগ দিয়ে ৩ পয়েন্ট নিয়ে এসেছে। আমার বিশ্বাস ছিল, ছেলেরা এটা করতে পারবে।’
‘এখন আমরা ভারত, শ্রীলঙ্কা ও নেপালের গ্রুপটা দেখব। যারা আমাদের সামনে আসবে (সেমি-ফাইনালে), সে অনুযায়ী আমাদের পরিকল্পনা ঠিক করব।’
সাফ অ-১৯ ফুটবল
বাংলাদেশ ৩ : ভুটান ০
ভুটানের বিরুদ্ধে সহজ জয়ের পর বাংলাদেশ অ-১৯ দলের খেলোয়াড়দের উল্লাস
রোববার, ১১ মে ২০২৫
ভুটানের বিপক্ষে কাক্সিক্ষত জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
রোববার,(১১ মে ২০২৫) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। মুর্শেদ আলীর গেলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন সুমন সরেন। তৃতীয় গোলটি করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ১৬ মে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রথম ম্যাচের মতো রোববার ও বাংলাদেশ প্রথমার্ধে ২ গোলের লিড নেয়। মুর্শেদ আলীর উদ্দেশ্যে বল বাড়ান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। মুর্শেদ দারুণ দক্ষতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সে প্রবেশ করে জোরালো শটে গোল করেন। ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশ লিড নেয়। কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার যোগানদাতা মুর্শেদ আলী। তিনি ডান প্রান্ত থেকে বক্সে বল ঠেলেন। ভুটানী ডিফেন্ডার বল ক্লিয়ার করতে পারেননি। সুমন সরেন বল পেয়ে গোল করেন।
বিরতির পর ভুটান বাংলাদেশকে একটু চাপে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণও করেছিল। বাংলাদেশের ডিফেন্ডাররা মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এই ম্যাচে বড় ধরনের ভুল করেননি। ম্যাচের অন্তিম মুহুর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে বল ঠেলে স্কোরলাইন ৩-০ করেন।
মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্রয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের দলের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে আগামী মঙ্গলবার মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। এখনও পয়েন্ট পায়নি ভুটান।
মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান ৪ পয়েন্ট দাড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। অন্য গ্রুপ থেকে নেপাল ও ভারত সেমিতে উঠার অপেক্ষায়। আন্তর্জাতিক মা দিবস সামনে রেখে দুই দল বিশেষ সাদা জার্সি পরে শুরুতে। এরপর মা দিবসের শ্রদ্ধা জানিয়ে সেই জার্সি খুলে নিজেদের জার্সি পরে খেলা শুরু করে।
‘বিশ্বাস ছিল, ছেলেরা পারবে’
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ গোলাম রব্বানী ছোটন জানান, প্রথম ম্যাচের ব্যর্থতা সত্বেও দলের প্রতি বিশ্বাস হারাননি তিনি। ‘দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য ছেলেদের অভিনন্দন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যেহেতু আমরা মালদ্বীপের বিপক্ষে দূর্ভাগ্যজনকভাবে ড্র করে এসেছিলাম। ছেলেরা তাদের শতভাগ দিয়ে ৩ পয়েন্ট নিয়ে এসেছে। আমার বিশ্বাস ছিল, ছেলেরা এটা করতে পারবে।’
‘এখন আমরা ভারত, শ্রীলঙ্কা ও নেপালের গ্রুপটা দেখব। যারা আমাদের সামনে আসবে (সেমি-ফাইনালে), সে অনুযায়ী আমাদের পরিকল্পনা ঠিক করব।’