‘এ’ দলের সিরিজ
নিউজিল্যান্ডের নিক কেলির অনবদ্য সেঞ্চুরিতে চারদিনের ম্যাচের তৃতীয় দিন শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে তৃতীয় দিন ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড। কেলি ১১৭ রানে অপরাজিত আছেন।
সিলেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। শুক্রবার,(১৬ মে ২০২৫) তৃতীয় দিন বাকি ২ উইকেটে ২২ রান যোগ করে ২৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত হোসেন ১২ ও এনামুল হক ৫ রানে আউট হন। ১৫ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন ৪৪ রানে ৪ উইকেট নেন। ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট হারালেও অধিনায়ক জো কার্টার ও কেলির দারুণ জুটিতে ১২৫ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কার্টার ৫৮ রানে থামেন।
মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট পড়লেও এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন কেলি। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৯৬ বলে ১১৭ রানে অপরাজিত আছেন কেলি। ১১ রানে অপরাজিত আছেন মিচেল হে।
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ ৩ উইকেট নেন।
‘এ’ দলের সিরিজ
শুক্রবার, ১৬ মে ২০২৫
নিউজিল্যান্ডের নিক কেলির অনবদ্য সেঞ্চুরিতে চারদিনের ম্যাচের তৃতীয় দিন শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে তৃতীয় দিন ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড। কেলি ১১৭ রানে অপরাজিত আছেন।
সিলেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। শুক্রবার,(১৬ মে ২০২৫) তৃতীয় দিন বাকি ২ উইকেটে ২২ রান যোগ করে ২৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত হোসেন ১২ ও এনামুল হক ৫ রানে আউট হন। ১৫ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন ৪৪ রানে ৪ উইকেট নেন। ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট হারালেও অধিনায়ক জো কার্টার ও কেলির দারুণ জুটিতে ১২৫ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কার্টার ৫৮ রানে থামেন।
মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট পড়লেও এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন কেলি। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৯৬ বলে ১১৭ রানে অপরাজিত আছেন কেলি। ১১ রানে অপরাজিত আছেন মিচেল হে।
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ ৩ উইকেট নেন।