নানা দুর্ঘটনায় কিংসের মাঠকে অনিরাপদ আখ্যা দিয়ে সেখানে না খেলার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছিল দেশের ঐতিহ্যবাহী দু’ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান। চিঠি পেয়ে নড়েচড়ে বসে বাফুফের শৃঙ্খলা কমিটি। কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না- এ বিষয়ে কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃংখলা কমিটি। কিংস কর্তৃপক্ষ সেই নোটিশের জবাব দিলেও তাতে মূলত নিজেদের গুণকীর্তনই করেছে এবং কঠোর সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।
কিংসের সেই অনুরোধের ঢেকি গেলেন বাফুফের শৃঙ্খলা কমিটির কর্তারা।
ফলে দর্শকশূন্য কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আপাতত বাস্তবায়ন হচ্ছে না। তবে শাস্তি থাকছে ভবিষ্যতে আবার দর্শক হাঙ্গামার মতো ঘটনা ঘটলে কার্যকর হবে দর্শকশূন্য ছ’ম্যাচের শাস্তি। বাফুফের শৃঙ্খলা কমিটির এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ হলো, কিংসের ওপর বাফুফের নির্ভরতা।
শুক্রবার, ১৬ মে ২০২৫
নানা দুর্ঘটনায় কিংসের মাঠকে অনিরাপদ আখ্যা দিয়ে সেখানে না খেলার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছিল দেশের ঐতিহ্যবাহী দু’ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান। চিঠি পেয়ে নড়েচড়ে বসে বাফুফের শৃঙ্খলা কমিটি। কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না- এ বিষয়ে কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃংখলা কমিটি। কিংস কর্তৃপক্ষ সেই নোটিশের জবাব দিলেও তাতে মূলত নিজেদের গুণকীর্তনই করেছে এবং কঠোর সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানিয়েছে বলে সূত্রে জানা গেছে।
কিংসের সেই অনুরোধের ঢেকি গেলেন বাফুফের শৃঙ্খলা কমিটির কর্তারা।
ফলে দর্শকশূন্য কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আপাতত বাস্তবায়ন হচ্ছে না। তবে শাস্তি থাকছে ভবিষ্যতে আবার দর্শক হাঙ্গামার মতো ঘটনা ঘটলে কার্যকর হবে দর্শকশূন্য ছ’ম্যাচের শাস্তি। বাফুফের শৃঙ্খলা কমিটির এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ হলো, কিংসের ওপর বাফুফের নির্ভরতা।