ইয়ামালকে নিয়ে বার্সার জয় উদযাপন
শেষ দু’টি ম্যাচ জিতলেও দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা।
শুক্রবার,(১৬ মে ২০২৫) রাতে এস্প্যানিয়লকে হারাতেই লা লিগা বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। শেষ দু’টি ম্যাচ জিতলেও মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা।
ম্যাচে ৫৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় গোলটি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফার্মিন লোপেজ। ২-০ গোলে জিততেই ২৮তম লীগ শিরোপা জিতে নিল বার্সেলোনা। গত ছ’বছরে দু’বার লীগ জিতেছে তারা।
প্রথমবারের মতো এই মৌসুমে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই তৃতীয় শিরোপার স্বাদ পেলেন হান্সি ফ্লিক।
এর আগে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ফ্লিকের শিষ্যদের।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ফ্লিক বলেন, ‘আমরা সব সময়ই ইতিবাচক থাকতে চেয়েছি। মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ। বছর জুড়েই আমরা তা করতে চেয়েছিলাম। গত জানুয়ারিতে সুপার কাপ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এজন্য আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ অর্জন।
তিনি আরও বলেন, ‘বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা অসাধারণ ফুটবল খেলেছি। আমরা একটি ম্যাচও হারিনি, এটা আসলেই দুর্দান্ত ব্যাপার। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুব খুশি।’
প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ১৭ বছরের স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে কাট করে ভেতর দিকে ঢুকে আসেন। তার পরেই চকিতে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এমন জায়গা দিয়ে বলটি গোলে ঢোকে যে গোলরক্ষকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। এস্প্যানিয়লের পক্ষে সেই গোল শোধ করা সম্ভব হয়নি।
এই মৌসুমে তিনটি ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছিল তারা। এই মরসুমে কোপা দেল রে-ও জিতেছিল বার্সেলোনা। সেখানেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা। জিতেছিল ৩-২ গোলে।
‘মেসি সেরা, আমিও চাই
আমার গল্প লিখতে’
দৃষ্টিনন্দন গোল করছেন একের পর এক, সতীর্থের গোলে অবদান রাখছেন নিয়মিত, ম্যাচের নির্ণায়ক হয়ে উঠছেন হরহামেশাই। লামিনে ইয়ামাল এই তরুণ বয়সে যে ঝলক দেখাচ্ছেন, দ্যুতি ছড়াচ্ছেন, তাকে ঘিরে প্রত্যাশার পারদ কেবলই চড়ছে উঁচুতে। ইয়ামাল নিজে কী ভাবছেন নিজেকে নিয়ে?
প্রশংসার স্রোত, তুলনার বাড়াবাড়ি- এসব একেবারে পাত্তা দেন না ইয়ামাল। মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তুলনাতে তাই ভীষণ আপত্তি, যেটা তিনি আগেও বলেছেন একাধিকবার।
বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পর ইয়ামাল জানালেন নিজের ভাবনা।
বরাবরের মতোই তিনি মেসিকে পরিয়ে দিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। তাই বলে নিজেকে নিয়েও তার উচ্চাশা কম নয়। নিজেকে ইয়ামাল দেখতে চান প্রাপ্তির সপ্তামাকাশে উড়তে।
‘মেসি সেরা, আমিও চাই আমার গল্প লিখতে।’
সে গল্প লেখার পথে দারুণ গতিতে ছুটছেন ইয়ামাল। সাফল্যে ভরা না হলেও সফল একটা মৌসুম কাটালেন তিনি। বার্সেলোনার অ্যাকাডেমি থেকে উঠে আসা এই তরুণ ম্যাচ শেষে যে বার্তা দিয়েছেন, সেখানে তারুণ্যের অহম আছে। নিজেকে চূড়ায় দেখতে চাওয়ার তীব্র আকাক্সক্ষাও আছে।
‘আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, এটা কেবল শুরু। জিততে জিততে ক্লান্ত হওয়া আমার পক্ষে অসম্ভব। এটা (জয়ের মানসিকতা) আমার মগজে স্থায়ীভাবে আছে।’
এরই মধ্যে বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ইয়ামাল। ব্যক্তিগত অর্জনের শোকেসে আলো ছড়াচ্ছে স্পেনের হয়ে জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও।
১৭ বছর বয়সী এই তরুণ ঘোরলাগা আনন্দ নিয়ে দিয়েছেন আগামী দিনের বার্তা। তার ওপর আস্থা রাখা বার্সেলোনার সাবেক কোচ শাভিকেও কৃতজ্ঞতায় বাঁধলেন ইয়ামাল।
ইয়ামালকে নিয়ে বার্সার জয় উদযাপন
শুক্রবার, ১৬ মে ২০২৫
শেষ দু’টি ম্যাচ জিতলেও দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা।
শুক্রবার,(১৬ মে ২০২৫) রাতে এস্প্যানিয়লকে হারাতেই লা লিগা বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। শেষ দু’টি ম্যাচ জিতলেও মাদ্রিদের পক্ষে বার্সেলোনাকে ছোয়া সম্ভব হবে না। ফলে দু’ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা।
ম্যাচে ৫৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। তরুণ লামিনে ইয়ামালের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় গোলটি হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯৫ মিনিটের মাথায় গোল করেন ফার্মিন লোপেজ। ২-০ গোলে জিততেই ২৮তম লীগ শিরোপা জিতে নিল বার্সেলোনা। গত ছ’বছরে দু’বার লীগ জিতেছে তারা।
প্রথমবারের মতো এই মৌসুমে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই তৃতীয় শিরোপার স্বাদ পেলেন হান্সি ফ্লিক।
এর আগে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ফ্লিকের শিষ্যদের।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ফ্লিক বলেন, ‘আমরা সব সময়ই ইতিবাচক থাকতে চেয়েছি। মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ। বছর জুড়েই আমরা তা করতে চেয়েছিলাম। গত জানুয়ারিতে সুপার কাপ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এজন্য আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ অর্জন।
তিনি আরও বলেন, ‘বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা অসাধারণ ফুটবল খেলেছি। আমরা একটি ম্যাচও হারিনি, এটা আসলেই দুর্দান্ত ব্যাপার। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুব খুশি।’
প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। ১৭ বছরের স্পেনীয় ফুটবলার ডান প্রান্ত থেকে কাট করে ভেতর দিকে ঢুকে আসেন। তার পরেই চকিতে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। এমন জায়গা দিয়ে বলটি গোলে ঢোকে যে গোলরক্ষকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। এস্প্যানিয়লের পক্ষে সেই গোল শোধ করা সম্ভব হয়নি।
এই মৌসুমে তিনটি ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগা জয়ের আগে তারা স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছিল তারা। এই মরসুমে কোপা দেল রে-ও জিতেছিল বার্সেলোনা। সেখানেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল তারা। জিতেছিল ৩-২ গোলে।
‘মেসি সেরা, আমিও চাই
আমার গল্প লিখতে’
দৃষ্টিনন্দন গোল করছেন একের পর এক, সতীর্থের গোলে অবদান রাখছেন নিয়মিত, ম্যাচের নির্ণায়ক হয়ে উঠছেন হরহামেশাই। লামিনে ইয়ামাল এই তরুণ বয়সে যে ঝলক দেখাচ্ছেন, দ্যুতি ছড়াচ্ছেন, তাকে ঘিরে প্রত্যাশার পারদ কেবলই চড়ছে উঁচুতে। ইয়ামাল নিজে কী ভাবছেন নিজেকে নিয়ে?
প্রশংসার স্রোত, তুলনার বাড়াবাড়ি- এসব একেবারে পাত্তা দেন না ইয়ামাল। মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তুলনাতে তাই ভীষণ আপত্তি, যেটা তিনি আগেও বলেছেন একাধিকবার।
বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পর ইয়ামাল জানালেন নিজের ভাবনা।
বরাবরের মতোই তিনি মেসিকে পরিয়ে দিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। তাই বলে নিজেকে নিয়েও তার উচ্চাশা কম নয়। নিজেকে ইয়ামাল দেখতে চান প্রাপ্তির সপ্তামাকাশে উড়তে।
‘মেসি সেরা, আমিও চাই আমার গল্প লিখতে।’
সে গল্প লেখার পথে দারুণ গতিতে ছুটছেন ইয়ামাল। সাফল্যে ভরা না হলেও সফল একটা মৌসুম কাটালেন তিনি। বার্সেলোনার অ্যাকাডেমি থেকে উঠে আসা এই তরুণ ম্যাচ শেষে যে বার্তা দিয়েছেন, সেখানে তারুণ্যের অহম আছে। নিজেকে চূড়ায় দেখতে চাওয়ার তীব্র আকাক্সক্ষাও আছে।
‘আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, এটা কেবল শুরু। জিততে জিততে ক্লান্ত হওয়া আমার পক্ষে অসম্ভব। এটা (জয়ের মানসিকতা) আমার মগজে স্থায়ীভাবে আছে।’
এরই মধ্যে বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, একটি করে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ইয়ামাল। ব্যক্তিগত অর্জনের শোকেসে আলো ছড়াচ্ছে স্পেনের হয়ে জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিও।
১৭ বছর বয়সী এই তরুণ ঘোরলাগা আনন্দ নিয়ে দিয়েছেন আগামী দিনের বার্তা। তার ওপর আস্থা রাখা বার্সেলোনার সাবেক কোচ শাভিকেও কৃতজ্ঞতায় বাঁধলেন ইয়ামাল।