জাপান-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত
অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েরা প্রথমবার অংশ নিচ্ছে। কিন্তু অভিষেক আসরটি সুখকর হয়নি। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার,(৪ জুলাই ২০২৫) সকালে চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে জাপান ১১-০ গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েদের। যদিও প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করেছিল বাংলাদেশ। পরের পনেরো মিনিটে জাপান আরও দুই গোল দেয়। বাংলাদেশ তিন গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে মধ্য বিরতিতে যায়। বিরতির পরও বাংলাদেশ খেলায় লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে। শেষ কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা একেবারে এলেমেলো হয়ে পড়ে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
আজ বালক বিভাগে শ্রীলঙ্কা ও বালিকা বিভাগে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই চীন সময় বিকালে।
জাপান-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
অ-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েরা প্রথমবার অংশ নিচ্ছে। কিন্তু অভিষেক আসরটি সুখকর হয়নি। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার,(৪ জুলাই ২০২৫) সকালে চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে জাপান ১১-০ গোলে হারিয়েছে লাল সবুজের মেয়েদের। যদিও প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করেছিল বাংলাদেশ। পরের পনেরো মিনিটে জাপান আরও দুই গোল দেয়। বাংলাদেশ তিন গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে মধ্য বিরতিতে যায়। বিরতির পরও বাংলাদেশ খেলায় লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে। শেষ কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা একেবারে এলেমেলো হয়ে পড়ে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
আজ বালক বিভাগে শ্রীলঙ্কা ও বালিকা বিভাগে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই চীন সময় বিকালে।