কাবাডির ফাইল ছবি
গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারুণ্যের উৎসব ঘোষণা করেছিলেন। এরপর দেশের ক্রীড়াঙ্গণও মেতে উঠেছিল তারুণ্যের এই উৎসব। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দেশজুড়ে তারুণ্যের উৎসবে অন্য ফেডারেশনগুলোর মতো কাবাডিও নানা প্রতিযোগিতার আয়োজন করেছিল। কিন্তু চার মাস না পেরুতেই ফের তারুণ্যের উৎসব শুরু করছে কাবাডি। ২৬ জুলাই থেকে তারুণ্যের উৎসবের নতুন টুর্নামেন্ট আয়োজনের নিবন্ধণ চেয়েছে। অংশ নিতে আগ্রহী প্রত্যেক দলকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি দিয়ে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। অথচ প্রিমিয়ার বিভাগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ এমনকি জাতীয় চ্যাম্পিয়নশিপ আটকে রয়েছে।
২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লীগ। পরের বছর অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিভাগ। সেখানে আনসার চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার্সআপ হয়েছিল। গত বছর ১৪ নভেম্বর কাবাডিতে নতুন কমিটি এলেও লীগের কোনো সুখবর দিতে পারেনি। তারা ব্যস্ত ছিল কাবাডি টেস্ট সিরিজ ও নেপাল কাবাডি লীগে খেলায়। তারুণ্যের উৎসব আর বিজয় দিবস কাবাডি নিয়ে।
সূত্রে জানা গেছে, গত বছর প্রথম বিভাগের ১০টি ক্লাবের কাছ থেকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি নিয়েছিল ফেডারেশন। কিন্তু সেই লীগ আজও আলোর মুখ দেখেনি। ক্লাবগুলো হলো- মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ, বৃহত্তর কুমিল্লা স্পোর্টিং ক্লাব, ম্যানসিটি ক্লাব, অর্বাচিন ক্রীড়া চক্র, মৌলভীবাজার, স্বর্ণালী সংসদ, সাউথ বাংলা ক্লাব লিমিটেড, মেঘনা কাবাডি ক্লাব, আইডিয়াল ক্রীড়াচক্র ও মৌলভী সুরুজ্জামাল সংসদ। আইডিয়াল ক্রীড়াচক্রের কর্ণধার মেহেদী হাসান বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর নতুন অ্যাডহক কমিটি এসে বিজয় দিবস টুর্নামেন্ট, তিনটি টেস্ট সিরিজ ও তারুণ্যের উৎসব করলেও লীগ আয়োজনের তেকথাই ভাবেননি। অন্যেরা যখন লীগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপ করেছে, তখন কাবাডি এর ধারে কাছেও ঘেষেনি।’
কাবাডির ফাইল ছবি
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারুণ্যের উৎসব ঘোষণা করেছিলেন। এরপর দেশের ক্রীড়াঙ্গণও মেতে উঠেছিল তারুণ্যের এই উৎসব। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দেশজুড়ে তারুণ্যের উৎসবে অন্য ফেডারেশনগুলোর মতো কাবাডিও নানা প্রতিযোগিতার আয়োজন করেছিল। কিন্তু চার মাস না পেরুতেই ফের তারুণ্যের উৎসব শুরু করছে কাবাডি। ২৬ জুলাই থেকে তারুণ্যের উৎসবের নতুন টুর্নামেন্ট আয়োজনের নিবন্ধণ চেয়েছে। অংশ নিতে আগ্রহী প্রত্যেক দলকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি দিয়ে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। অথচ প্রিমিয়ার বিভাগ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ এমনকি জাতীয় চ্যাম্পিয়নশিপ আটকে রয়েছে।
২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লীগ। পরের বছর অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিভাগ। সেখানে আনসার চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার্সআপ হয়েছিল। গত বছর ১৪ নভেম্বর কাবাডিতে নতুন কমিটি এলেও লীগের কোনো সুখবর দিতে পারেনি। তারা ব্যস্ত ছিল কাবাডি টেস্ট সিরিজ ও নেপাল কাবাডি লীগে খেলায়। তারুণ্যের উৎসব আর বিজয় দিবস কাবাডি নিয়ে।
সূত্রে জানা গেছে, গত বছর প্রথম বিভাগের ১০টি ক্লাবের কাছ থেকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি নিয়েছিল ফেডারেশন। কিন্তু সেই লীগ আজও আলোর মুখ দেখেনি। ক্লাবগুলো হলো- মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ, বৃহত্তর কুমিল্লা স্পোর্টিং ক্লাব, ম্যানসিটি ক্লাব, অর্বাচিন ক্রীড়া চক্র, মৌলভীবাজার, স্বর্ণালী সংসদ, সাউথ বাংলা ক্লাব লিমিটেড, মেঘনা কাবাডি ক্লাব, আইডিয়াল ক্রীড়াচক্র ও মৌলভী সুরুজ্জামাল সংসদ। আইডিয়াল ক্রীড়াচক্রের কর্ণধার মেহেদী হাসান বলেন, ‘গত বছরের ১৪ নভেম্বর নতুন অ্যাডহক কমিটি এসে বিজয় দিবস টুর্নামেন্ট, তিনটি টেস্ট সিরিজ ও তারুণ্যের উৎসব করলেও লীগ আয়োজনের তেকথাই ভাবেননি। অন্যেরা যখন লীগ ও জাতীয় চ্যাম্পিয়নশিপ করেছে, তখন কাবাডি এর ধারে কাছেও ঘেষেনি।’