ঋতুপর্ণা চাকমা
প্রথমে বাহরাইন, তারপর মায়ানমার। এশিয়া কাপের বাছাইয়ে দুই প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশের নারী দল প্রথমবার মূল পর্বে জায়গা করে নিয়েছে। বিশেষ করে শক্তিশালী মায়ানমারের বিপক্ষে তাদের জয় ইতিহাস গড়া। জোড়া গোল করে এই অর্জনের নায়ক ঋতুপর্ণা চাকমা। শুক্রবার,(৪ জুলাই ২০২৫) বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।
এশিয়ান কাপে ওঠার অনুভূতি জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারবো না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন।’
জেতার পর পরিবারের সঙ্গে কথা হয়েছে এই ফরোয়ার্ডের। মেয়ের সাফল্যে অসুস্থ মাও খুশি, ‘জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। দুটি গোল করেছি দেখে, মা তো অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
দুটি জয়ে মূল পর্বে উঠলেও চূড়ান্ত উদ্যাপন শেষ ম্যাচের পর করতে চান তিনি, ‘আমরা এখনও উদ্যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
দ্বিতীয় গোলের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি ঋতুপর্ণা। এই প্রসঙ্গে বলেন, ‘কী বলবো, এই অনুভূতি বলে প্রকাশ করতে পারবো না। দ্বিতীয় গোল করার পরে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম।’
দেশবাসীর কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, ‘যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতে আমাদের সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে আমরা ভালো রেজাল্ট করবো এবং বাংলাদেশ দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো।’
দলের লক্ষ্য নিয়ে ঋতুপর্ণার কথা, ‘আমরা দুইবারের সাফ চ্যাম্পিয়ন। এবারে এশিয়ান কাপে কোয়ালিফাই করলাম। আমাদের লক্ষ্য ছিল ধীরে ধীরে এশিয়ান কাপে খেলার এবং বাংলাদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সেটাই আমরা ধীরে ধীরে করছি। আমাদের লক্ষ্য ছিল এশিয়ান কাপে খেলার। আমাদের সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি, এটাই লক্ষ্য ছিল।’
কোচের প্রশংসায় উচ্ছ্বসিত তিনি, ‘সব কিছু মিলিয়ে ভালো। আমরা একজন ভালো কোচ পেয়েছি। উনি সবসময় আমাদের ভালো চান। উনি আমার যে প্রশংসা করেছেন, জানি না আমার এটা কতটুকু প্রাপ্য।’
ঋতুপর্ণা চাকমা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
প্রথমে বাহরাইন, তারপর মায়ানমার। এশিয়া কাপের বাছাইয়ে দুই প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশের নারী দল প্রথমবার মূল পর্বে জায়গা করে নিয়েছে। বিশেষ করে শক্তিশালী মায়ানমারের বিপক্ষে তাদের জয় ইতিহাস গড়া। জোড়া গোল করে এই অর্জনের নায়ক ঋতুপর্ণা চাকমা। শুক্রবার,(৪ জুলাই ২০২৫) বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।
এশিয়ান কাপে ওঠার অনুভূতি জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারবো না। আমরা যখন জানতে পারি যে আমরা কোয়ালিফাই করেছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর এত কষ্ট করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি। এটা আমাদের জন্য বড় অর্জন।’
জেতার পর পরিবারের সঙ্গে কথা হয়েছে এই ফরোয়ার্ডের। মেয়ের সাফল্যে অসুস্থ মাও খুশি, ‘জেতার পর মাকে কল দিয়েছি। পরিবারের সবাইকে। তারা সবাই খুব খুশি। দুটি গোল করেছি দেখে, মা তো অসুস্থ। আমার গোল করার কথা শুনে সে অনেক খুশি, বলছিল যে তার আর নিজেকে অসুস্থ লাগছে না।’
দুটি জয়ে মূল পর্বে উঠলেও চূড়ান্ত উদ্যাপন শেষ ম্যাচের পর করতে চান তিনি, ‘আমরা এখনও উদ্যাপন করিনি। আরেকটা ম্যাচ আছে। তারপর উদ্যাপন করার পরিকল্পনা আছে।’
দ্বিতীয় গোলের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি ঋতুপর্ণা। এই প্রসঙ্গে বলেন, ‘কী বলবো, এই অনুভূতি বলে প্রকাশ করতে পারবো না। দ্বিতীয় গোল করার পরে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম।’
দেশবাসীর কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, ‘যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতে আমাদের সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে আমরা ভালো রেজাল্ট করবো এবং বাংলাদেশ দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো।’
দলের লক্ষ্য নিয়ে ঋতুপর্ণার কথা, ‘আমরা দুইবারের সাফ চ্যাম্পিয়ন। এবারে এশিয়ান কাপে কোয়ালিফাই করলাম। আমাদের লক্ষ্য ছিল ধীরে ধীরে এশিয়ান কাপে খেলার এবং বাংলাদেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সেটাই আমরা ধীরে ধীরে করছি। আমাদের লক্ষ্য ছিল এশিয়ান কাপে খেলার। আমাদের সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি, এটাই লক্ষ্য ছিল।’
কোচের প্রশংসায় উচ্ছ্বসিত তিনি, ‘সব কিছু মিলিয়ে ভালো। আমরা একজন ভালো কোচ পেয়েছি। উনি সবসময় আমাদের ভালো চান। উনি আমার যে প্রশংসা করেছেন, জানি না আমার এটা কতটুকু প্রাপ্য।’