শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোপুরি বাতিল হয়নি। ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন সময়সূচি দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক ইমেইল বার্তায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে বাংলাদেশ ও ভারত বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে জানানো হবে।
আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
বিবিসি বাংলা জানিয়েছিল, ‘রাজনৈতিক কারণে’ ভারত সরকার বাংলাদেশ সফরে সায় দিচ্ছিল না। দিল্লির এক সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরূপ মনোভাবের কারণে ভারত ক্রিকেট দলের সফর ইতিবাচক বার্তা দেবে না বলে মনে করছে ভারত সরকার।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ভারত যদি আগস্টে সফরে না আসে, তবে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজ আয়োজন করা হবে।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোপুরি বাতিল হয়নি। ২০২৫ সালের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন সময়সূচি দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক ইমেইল বার্তায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে বাংলাদেশ ও ভারত বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে জানানো হবে।
আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
বিবিসি বাংলা জানিয়েছিল, ‘রাজনৈতিক কারণে’ ভারত সরকার বাংলাদেশ সফরে সায় দিচ্ছিল না। দিল্লির এক সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরূপ মনোভাবের কারণে ভারত ক্রিকেট দলের সফর ইতিবাচক বার্তা দেবে না বলে মনে করছে ভারত সরকার।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ভারত যদি আগস্টে সফরে না আসে, তবে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজ আয়োজন করা হবে।