গ্র্যান্ড মাস্টার জিয়া মেমোরিয়াল দাবা শনিবার,(০৫ জুলাই ২০২৫) ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালের ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও ১২ জন ফিদে মাস্টারসহ ৬৬ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডের খেলায় মোট ৩৩ টি বোর্ডে ৬৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
খেলার উদ্বাধন করেন দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান। আজ সকাল ১০ টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
শনিবার, ০৫ জুলাই ২০২৫
গ্র্যান্ড মাস্টার জিয়া মেমোরিয়াল দাবা শনিবার,(০৫ জুলাই ২০২৫) ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ, ভারত ও নেপালের ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও ১২ জন ফিদে মাস্টারসহ ৬৬ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডের খেলায় মোট ৩৩ টি বোর্ডে ৬৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
খেলার উদ্বাধন করেন দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ত্রী তাসমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান। আজ সকাল ১০ টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।