কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তানভির ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ভর করে এই জয়ে ফিরে টাইগাররা।
শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয় ২৪৮ রানে। জবাবে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে থামে ২৩২ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার তানজিদ হাসান (৭)। এরপর শান্তকে (১৪) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন পারভেজ হোসেন। দলে নতুন ফিরেই পারভেজ তুলে নেন ৪৬ বলে ফিফটি, শেষ পর্যন্ত ৬৭ রান করে বোল্ড হন হাসারাঙ্গার গুগলিতে।
মধ্যবর্তী সময়ে বারবার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ (৯), শামীম হোসেন (২২), জাকের আলি (২৪) ও হৃদয় (৫১) বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষদিকে তানজিম হাসান ২১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার। হাসারাঙ্গা পান ৩ উইকেট।
শ্রীলঙ্কার রান তাড়ার শুরুতেই আঘাত হানেন তানজিম। দ্বিতীয় ওভারেই ফেরান নিসাঙ্কাকে (৫)। তবে তিনে নামা কুসাল মেন্ডিস পাল্টা আক্রমণে মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ৫৬ রান করা মেন্ডিসকে থামান তানভির। এর আগেই ফিরিয়ে দেন মাদুশকাকে (১৭)।
মিরাজ ও শামীমের টাইট বোলিংয়ে ধুঁকতে থাকে লঙ্কানরা। আসালাঙ্কা (৬) ফেরেন শামীমের বলে। তানভির এরপর কামিন্দু মেন্ডিসকে (৩৩) আউট করে চাপ বাড়িয়ে দেন।
শেষদিকে লড়াইয়ে ছিলেন জানিথ লিয়ানাগে। দুটি জীবন পেয়ে খেলেন ৭৮ রানের ইনিংস। নবম উইকেটে চামিরাকে (১২) সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন তিনি। তবে ৪৮তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে শেষ হয় তাঁর লড়াই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে মঙ্গলবার, পাল্লেকেলেতে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৪৮/১০ (৪৫.৫ ওভারে) শ্রীলঙ্কা: ২৩২/১০ (৪৮.৫ ওভারে) ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী সিরিজ: ১-১ সমতা ম্যান অব দ্য ম্যাচ: তানভির ইসলাম (১০-২-৩৯-৫)
রোববার, ০৬ জুলাই ২০২৫
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তানভির ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ভর করে এই জয়ে ফিরে টাইগাররা।
শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয় ২৪৮ রানে। জবাবে শ্রীলঙ্কা ৪৮.৫ ওভারে থামে ২৩২ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার তানজিদ হাসান (৭)। এরপর শান্তকে (১৪) সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ রান যোগ করেন পারভেজ হোসেন। দলে নতুন ফিরেই পারভেজ তুলে নেন ৪৬ বলে ফিফটি, শেষ পর্যন্ত ৬৭ রান করে বোল্ড হন হাসারাঙ্গার গুগলিতে।
মধ্যবর্তী সময়ে বারবার উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ (৯), শামীম হোসেন (২২), জাকের আলি (২৪) ও হৃদয় (৫১) বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষদিকে তানজিম হাসান ২১ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার। হাসারাঙ্গা পান ৩ উইকেট।
শ্রীলঙ্কার রান তাড়ার শুরুতেই আঘাত হানেন তানজিম। দ্বিতীয় ওভারেই ফেরান নিসাঙ্কাকে (৫)। তবে তিনে নামা কুসাল মেন্ডিস পাল্টা আক্রমণে মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ৫৬ রান করা মেন্ডিসকে থামান তানভির। এর আগেই ফিরিয়ে দেন মাদুশকাকে (১৭)।
মিরাজ ও শামীমের টাইট বোলিংয়ে ধুঁকতে থাকে লঙ্কানরা। আসালাঙ্কা (৬) ফেরেন শামীমের বলে। তানভির এরপর কামিন্দু মেন্ডিসকে (৩৩) আউট করে চাপ বাড়িয়ে দেন।
শেষদিকে লড়াইয়ে ছিলেন জানিথ লিয়ানাগে। দুটি জীবন পেয়ে খেলেন ৭৮ রানের ইনিংস। নবম উইকেটে চামিরাকে (১২) সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন তিনি। তবে ৪৮তম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে শেষ হয় তাঁর লড়াই।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে মঙ্গলবার, পাল্লেকেলেতে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৪৮/১০ (৪৫.৫ ওভারে) শ্রীলঙ্কা: ২৩২/১০ (৪৮.৫ ওভারে) ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী সিরিজ: ১-১ সমতা ম্যান অব দ্য ম্যাচ: তানভির ইসলাম (১০-২-৩৯-৫)