আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা হৃদ রোগে আক্রান্ত হওয়ার পর ডাক্তার এবং নার্সসহ যে আটজন তাঁর চিকিৎসার সাথে জড়িত ছিলেন তাদের বিচারের মুখোমুখি হতে হবে। ম্যারাডোনার মৃত্যুর ঘটনা তদন্ত রিপোর্টের ভিত্তিতে বুধবার আর্জেন্টিনার আদালত এ সিদ্ধান্ত দিয়েছে। ২০২০ সালে ২৫ নভেম্বর ম্যারাডোনা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
২৩৬ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ম্যারাডোনার অসুস্থতার গুরুত্বটা অনুধাবন করতে ব্যর্থ হন বা ইচ্ছাকৃতভাবে সেটাকে গুরুত্ব দেননি। অভিযুক্তদের মধ্যে আছেন ডাক্তার, নার্স এবং মনোবিদ। অসুস্থ হওয়ার পর এরাই ছিলেন ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে। তাদের অবহেলার কারণেই ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ম্যারাডোনার মৃত্যুর পর ঘটনা তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ২০২১ সালে তদন্ত শেষ করে রিপোর্ট দাখিল করে বোর্ড। তাতে উল্লেখ করা হয় চিকিৎসার সাথে জড়িতরা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। তাদের দায়িত্বে অবহেলা ছিল।
ম্যারাডোনাকে মনে করা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার ভক্তরা তাকে ফুটবলের ঈশ^র বলেও ডাকতেন। অবশ্য শেষ দিকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এর ফলে তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল।
ম্যারাডোনার ছেলের নিয়োগ করা আইনজীবী মারিও বাউড্রি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ^কাপ জয়ী তারকা মৃত্যুর সময়ে সাহায্যহীন হয়ে পড়েছিলেন।’ ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। তিনি আরও বলেন, ‘সব কিছু পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে এটা একটি হত্যাকান্ড। তাই আমি লড়াই শুরু করে এ পর্যন্ত এসেছি।’
অভিযুক্ত আটজন হলেন ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার ও নিউরোসার্জন লিওপান্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, নার্স গিসেলা মাদ্রিদ এবং রিকার্ডো আলমিরন, মারিয়ানো পেরোনি, ডাক্তার পেড্রো ডি স্পাগনা এবং ন্যান্সি ফরেইলিন।
অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবী করেন। কয়েকজনের আইনজীবীরা মামলাটি খারিজ করে দেয়ার আহবান জানান বিচারককে। মনোরোগ বিশেষজ্ঞ কোসাচভের আইনজীবী দাবী করেন মৃত্যুর সঙ্গে তার মক্কেলের কোন সম্পর্কই নেই।
এ ধরনের অপরাধে আর্জেন্টিনায় ৮ থেকে ২৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে। মামলার বিচার কার্য শুরু হওয়ার কোন তারিখ এখনও ঠিক হয়নি।
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা হৃদ রোগে আক্রান্ত হওয়ার পর ডাক্তার এবং নার্সসহ যে আটজন তাঁর চিকিৎসার সাথে জড়িত ছিলেন তাদের বিচারের মুখোমুখি হতে হবে। ম্যারাডোনার মৃত্যুর ঘটনা তদন্ত রিপোর্টের ভিত্তিতে বুধবার আর্জেন্টিনার আদালত এ সিদ্ধান্ত দিয়েছে। ২০২০ সালে ২৫ নভেম্বর ম্যারাডোনা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান।
২৩৬ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা ম্যারাডোনার অসুস্থতার গুরুত্বটা অনুধাবন করতে ব্যর্থ হন বা ইচ্ছাকৃতভাবে সেটাকে গুরুত্ব দেননি। অভিযুক্তদের মধ্যে আছেন ডাক্তার, নার্স এবং মনোবিদ। অসুস্থ হওয়ার পর এরাই ছিলেন ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে। তাদের অবহেলার কারণেই ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ম্যারাডোনার মৃত্যুর পর ঘটনা তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ২০২১ সালে তদন্ত শেষ করে রিপোর্ট দাখিল করে বোর্ড। তাতে উল্লেখ করা হয় চিকিৎসার সাথে জড়িতরা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। তাদের দায়িত্বে অবহেলা ছিল।
ম্যারাডোনাকে মনে করা হয় সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার ভক্তরা তাকে ফুটবলের ঈশ^র বলেও ডাকতেন। অবশ্য শেষ দিকে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এর ফলে তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল।
ম্যারাডোনার ছেলের নিয়োগ করা আইনজীবী মারিও বাউড্রি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ^কাপ জয়ী তারকা মৃত্যুর সময়ে সাহায্যহীন হয়ে পড়েছিলেন।’ ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। তিনি আরও বলেন, ‘সব কিছু পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে এটা একটি হত্যাকান্ড। তাই আমি লড়াই শুরু করে এ পর্যন্ত এসেছি।’
অভিযুক্ত আটজন হলেন ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার ও নিউরোসার্জন লিওপান্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, নার্স গিসেলা মাদ্রিদ এবং রিকার্ডো আলমিরন, মারিয়ানো পেরোনি, ডাক্তার পেড্রো ডি স্পাগনা এবং ন্যান্সি ফরেইলিন।
অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবী করেন। কয়েকজনের আইনজীবীরা মামলাটি খারিজ করে দেয়ার আহবান জানান বিচারককে। মনোরোগ বিশেষজ্ঞ কোসাচভের আইনজীবী দাবী করেন মৃত্যুর সঙ্গে তার মক্কেলের কোন সম্পর্কই নেই।
এ ধরনের অপরাধে আর্জেন্টিনায় ৮ থেকে ২৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে। মামলার বিচার কার্য শুরু হওয়ার কোন তারিখ এখনও ঠিক হয়নি।