ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আরো কিছুদিন বাকি আছে। কিন্তু তা সত্ত্বেও ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দল ছাড়ার ইচ্ছা পূরণ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় রোনালদো দল ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেন প্রকাশ্যেই। কিন্তু ম্যানইউ জানায় চুক্তিকালীন সময়ে তারা রোনালদোকে বিক্রি করতে রাজী নয়। তাছাড়া রোনালদোর এজেন্ট যে সব দলের সাথে কথা বলেছেন সে সব দল জানিয়ে দিয়েছে তারা রোনালদোকে নিতে আগ্রহী নয়। যার অর্থ কানা গলিতে আটকে গেছেন রোনালদো।
দল ছাড়ার আশায় রোনালদো প্রাক মৌসুম এশিয় এবং অস্ট্রেলিয়া সফরে যাননি। সে সময়ে তার এজেন্ট জর্জ মেন্ডেজ চেষ্টা করেছেন দল খুজে পেতে। কিন্তু ব্যর্থ হয়েছেন। রোনালদোকে যাকে অনেক বেশী মান্য করেন সেই স্যার অ্যালেক্স ফার্গুসনও চেষ্টা করেছিলেন রোনালদোকে বুঝিয়ে ম্যানইউতে রাখতে। কিন্তু তখন তিনি রাজী হননি।
কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। কোন দল না পেয়ে রোনালদো ফিরেছেন ম্যানইউর প্র্যাকটিসে। রায়ো ভায়েকানোর বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমার্ধে খেলার সুযোগ পান রোনালদো। সে সময়ে তেমন কিছু করতে না পারায় দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। এতে ক্ষুব্ধ হয়ে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান রোনালদো। তার এ আচরণে ক্ষুব্ধ হয়েছেন কোচ এরিক টেন হ্যাগ। কোচ জানিয়েছেন কোন খেলোয়াড়ের এমন আচরণ গ্রহষযোগ্য নয়।
কোচ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই এতে সন্তুষ্ট নই। এটা মেনে নেয়ার মতো নয়। আমরা একটি দল। সবাইকে শেষ পর্যন্ত একত্রে থাকতে হবে।’ রোনালদোর এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন কোচ। যার ফল হিসেবে ৫ আগস্ট লিগের উদ্বোধনী দিনে ব্রাইটনের বিপক্ষে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি। জ্যাডন স্যাঞ্চো, অ্যান্থনি মার্শিয়াল এবং মার্কাস র্যাসফোর্ডের মধ্য থেকে একজন খেলবেন রোনালদোর জায়গায়।
ইউরোপিয়ান ফুটবলে দল বদল চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু রোনালদোর বয়স, তার বেতন ভাতা বিবেচনা করে কোন দলই তাকে নিতে আগ্রহী নয়। যার অর্থ না চাইলেও তাকে থাকতে হচ্ছে ম্যানইউতে। নিজের অবস্থা সম্পর্কে বাস্তব ধারনা না করতে পারার খেসারত দিতে হবে রোনালদোকে।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ
বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২
ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আরো কিছুদিন বাকি আছে। কিন্তু তা সত্ত্বেও ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর দল ছাড়ার ইচ্ছা পূরণ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় রোনালদো দল ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেন প্রকাশ্যেই। কিন্তু ম্যানইউ জানায় চুক্তিকালীন সময়ে তারা রোনালদোকে বিক্রি করতে রাজী নয়। তাছাড়া রোনালদোর এজেন্ট যে সব দলের সাথে কথা বলেছেন সে সব দল জানিয়ে দিয়েছে তারা রোনালদোকে নিতে আগ্রহী নয়। যার অর্থ কানা গলিতে আটকে গেছেন রোনালদো।
দল ছাড়ার আশায় রোনালদো প্রাক মৌসুম এশিয় এবং অস্ট্রেলিয়া সফরে যাননি। সে সময়ে তার এজেন্ট জর্জ মেন্ডেজ চেষ্টা করেছেন দল খুজে পেতে। কিন্তু ব্যর্থ হয়েছেন। রোনালদোকে যাকে অনেক বেশী মান্য করেন সেই স্যার অ্যালেক্স ফার্গুসনও চেষ্টা করেছিলেন রোনালদোকে বুঝিয়ে ম্যানইউতে রাখতে। কিন্তু তখন তিনি রাজী হননি।
কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। কোন দল না পেয়ে রোনালদো ফিরেছেন ম্যানইউর প্র্যাকটিসে। রায়ো ভায়েকানোর বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমার্ধে খেলার সুযোগ পান রোনালদো। সে সময়ে তেমন কিছু করতে না পারায় দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। এতে ক্ষুব্ধ হয়ে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান রোনালদো। তার এ আচরণে ক্ষুব্ধ হয়েছেন কোচ এরিক টেন হ্যাগ। কোচ জানিয়েছেন কোন খেলোয়াড়ের এমন আচরণ গ্রহষযোগ্য নয়।
কোচ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই এতে সন্তুষ্ট নই। এটা মেনে নেয়ার মতো নয়। আমরা একটি দল। সবাইকে শেষ পর্যন্ত একত্রে থাকতে হবে।’ রোনালদোর এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন কোচ। যার ফল হিসেবে ৫ আগস্ট লিগের উদ্বোধনী দিনে ব্রাইটনের বিপক্ষে প্রথম একাদশ থেকে বাদ পড়ছেন তিনি। জ্যাডন স্যাঞ্চো, অ্যান্থনি মার্শিয়াল এবং মার্কাস র্যাসফোর্ডের মধ্য থেকে একজন খেলবেন রোনালদোর জায়গায়।
ইউরোপিয়ান ফুটবলে দল বদল চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু রোনালদোর বয়স, তার বেতন ভাতা বিবেচনা করে কোন দলই তাকে নিতে আগ্রহী নয়। যার অর্থ না চাইলেও তাকে থাকতে হচ্ছে ম্যানইউতে। নিজের অবস্থা সম্পর্কে বাস্তব ধারনা না করতে পারার খেসারত দিতে হবে রোনালদোকে।