লিওনেল মেসির পর সার্জিও রামোসের প্যারিস সেন্ট জার্মেই ছাড়ার কথা জানিয়েছে ফরাসী ক্লাবটি। শুক্রবার রাতে ক্লাবটি একটি বিবৃতির মাধ্যমে রামোসের পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করে। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক দুই মৌসুম পিএসজিতে খেলার পর ফ্রি খেলোয়াড় হিসেবে অন্য কোথাও যোগ দিবেন।
বিবৃতিতে বলা হয়, পিএসজি সার্জিও রামোসকে স্যালুট জানায়। ৩৭ বছর বয়সী এ ডিফেন্ডার দুই মৌসুম এখানে থাকার পর অন্যত্র চলে যাবেন। রামোসের সাথে দুই বছরের চুক্তিই হয়েছিল পিএসজির। বয়স হলেও রামোস দাপটের সাথেই খেলেছেন দুই মৌসুম। ইনজুরির কারণে কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে তার পেশাদারী আচরণ সবাইকে মুগ্ধ করেছে। রামোস সব মিলিয়ে পিএসজির হয়ে খেলেছেন ৫৭টি ম্যাচ। তিনি গোল করেছেন ৫টি। রামোস পিএসজি ছাড়ার পর কোথায় যাবেন তা এখনো জানা যায়নি। আজ তিনি আনুষ্ঠানিকভাবে পিএসজির সমর্থকদের কাছ থেকে বিদায় নিবেন। রামোস জানান, পিএসজি সব সময়ই তার হৃদয়ে থাকবে। এটাকে তিনি নিজের বাড়ী হিসেবেই জানবেন।
শনিবার, ০৩ জুন ২০২৩
লিওনেল মেসির পর সার্জিও রামোসের প্যারিস সেন্ট জার্মেই ছাড়ার কথা জানিয়েছে ফরাসী ক্লাবটি। শুক্রবার রাতে ক্লাবটি একটি বিবৃতির মাধ্যমে রামোসের পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করে। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক দুই মৌসুম পিএসজিতে খেলার পর ফ্রি খেলোয়াড় হিসেবে অন্য কোথাও যোগ দিবেন।
বিবৃতিতে বলা হয়, পিএসজি সার্জিও রামোসকে স্যালুট জানায়। ৩৭ বছর বয়সী এ ডিফেন্ডার দুই মৌসুম এখানে থাকার পর অন্যত্র চলে যাবেন। রামোসের সাথে দুই বছরের চুক্তিই হয়েছিল পিএসজির। বয়স হলেও রামোস দাপটের সাথেই খেলেছেন দুই মৌসুম। ইনজুরির কারণে কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে তার পেশাদারী আচরণ সবাইকে মুগ্ধ করেছে। রামোস সব মিলিয়ে পিএসজির হয়ে খেলেছেন ৫৭টি ম্যাচ। তিনি গোল করেছেন ৫টি। রামোস পিএসজি ছাড়ার পর কোথায় যাবেন তা এখনো জানা যায়নি। আজ তিনি আনুষ্ঠানিকভাবে পিএসজির সমর্থকদের কাছ থেকে বিদায় নিবেন। রামোস জানান, পিএসজি সব সময়ই তার হৃদয়ে থাকবে। এটাকে তিনি নিজের বাড়ী হিসেবেই জানবেন।