প্যারিস সেন্ট জার্মেই তাদের কোচের পদ থেকে ক্রিস্টোফ গ্যালতিয়েরকে বরখাস্ত করেছে। তার জায়গায় বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যানকে নিয়োগ দেয়ার চিন্তা করছে ফরাসী ক্লাবটি।
লা পার্সিয়ান পত্রিকার তথ্যানুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকেই ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস ক্লাবের সিদ্ধান্তের কথা গ্যালতিয়েরকে জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে পরে তাকে বিদায়ের কথা জানানো হবে। গ্যালতিয়ের মাত্র এক মৌসুম কোচ হিসেবে থাকলেন পিএসজিতে। তার অধীনে পিএসজি লিগ-১ জিতলেও মৌসুমের শেষ দিকে দলের খেলায় সমর্থকরা সন্তুষ্ট হতে পারেননি। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল হতে বিদায় নেয়ায় ক্লাব কর্তৃপক্ষ তার উপর সন্তুষ্ট ছিলেন না।
কাতারের নাসের আল খেলাইফি ২০১১ সালে ক্লাবের মালিকানা কিনে নেয়ার পর এ নিয়ে সাতজন কোচ বরখাস্ত হলেন। গ্যালতিয়েরকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হলেও এক বছরের মাথায় বরখাস্ত করা হলো। পিএসজিতে একই সাথে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল এনে দিতে ব্যর্থ হন গ্যালতিয়ের।
বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগেলসম্যানকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিএসজি। ক্লাবের আভ্যন্তরীন বিষয় বান্ধবীর মাধ্যমে ফাস হয়ে যাওয়ায় মার্চ মাসে বায়ার্ন মিউনিখ বরখাস্ত করে নাগেলসম্যানকে। পিএসজি চাচ্ছে সাবেক তারকা খেলোয়াড় থিয়েরি অঁরি যেন নাগেলসম্যানের সহকারী হিসেবে কাজ করেন। বেলজিয়াম জাতীয় দলে রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে ছিলেন অঁরি।
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
প্যারিস সেন্ট জার্মেই তাদের কোচের পদ থেকে ক্রিস্টোফ গ্যালতিয়েরকে বরখাস্ত করেছে। তার জায়গায় বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসম্যানকে নিয়োগ দেয়ার চিন্তা করছে ফরাসী ক্লাবটি।
লা পার্সিয়ান পত্রিকার তথ্যানুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকেই ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস ক্লাবের সিদ্ধান্তের কথা গ্যালতিয়েরকে জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে পরে তাকে বিদায়ের কথা জানানো হবে। গ্যালতিয়ের মাত্র এক মৌসুম কোচ হিসেবে থাকলেন পিএসজিতে। তার অধীনে পিএসজি লিগ-১ জিতলেও মৌসুমের শেষ দিকে দলের খেলায় সমর্থকরা সন্তুষ্ট হতে পারেননি। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল হতে বিদায় নেয়ায় ক্লাব কর্তৃপক্ষ তার উপর সন্তুষ্ট ছিলেন না।
কাতারের নাসের আল খেলাইফি ২০১১ সালে ক্লাবের মালিকানা কিনে নেয়ার পর এ নিয়ে সাতজন কোচ বরখাস্ত হলেন। গ্যালতিয়েরকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হলেও এক বছরের মাথায় বরখাস্ত করা হলো। পিএসজিতে একই সাথে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল এনে দিতে ব্যর্থ হন গ্যালতিয়ের।
বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগেলসম্যানকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পিএসজি। ক্লাবের আভ্যন্তরীন বিষয় বান্ধবীর মাধ্যমে ফাস হয়ে যাওয়ায় মার্চ মাসে বায়ার্ন মিউনিখ বরখাস্ত করে নাগেলসম্যানকে। পিএসজি চাচ্ছে সাবেক তারকা খেলোয়াড় থিয়েরি অঁরি যেন নাগেলসম্যানের সহকারী হিসেবে কাজ করেন। বেলজিয়াম জাতীয় দলে রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে ছিলেন অঁরি।