alt

উপ-সম্পাদকীয়

স্বামী কিংবা স্ত্রীর পরবর্তী বিয়ের আইনি প্রতিকার ও বাস্তবতা

সিরাজ প্রামাণিক

: বুধবার, ২৪ জুলাই ২০২৪

কেউ যদি দ্বিতীয় বিবাহ বা একাধিক বিয়ে করতে চান, তবে তার জন্যও আইনি বিধান রয়েছে। আবার স্ত্রীর অনুমতি ছাড়া পরবর্তী বিয়ে কিংবা আইনি বিধান না মানলে তার জন্য আইনে শাস্তির বিধানও রয়েছে। আমরা সবাই জানি এক স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিবাহ করাকে বহু বিবাহ বলে; কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ধারা ৬ মতেÑ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের নিকট হতে অনুমতি নিতে হয়। নতুবা পরবর্তী বিয়ে আইনগতভাবে রেজিস্ট্রি হবে না।

পরবর্তী বিয়ের অনুমতি নিতে হলে স্বামীর পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা স্থানটি পৌরসভা হলে পৌর মেয়রের কাছে, সিটি কর্পোরেশন হলে সিটি মেয়রের কাছে ২৫ টাকা কোর্ট ফি দিয়ে সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠান একটি বোর্ড গঠন করবে এবং স্ত্রীর উপস্থিতে বিয়ের অনুমতি প্রদানে যে সবাই বিষয়ের প্রতি বোর্ড বিবেচনা করবেন তার মধ্যে অন্যতম হলো- ১. বর্তমান স্ত্রীর বন্ধ্যত্ব, ২. দৈহিক দুর্বলতা, ৩. দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা এবং ৪. মানসিকভাবে অসুস্থতা ইত্যাদি। এগুলো প্রমাণ হলে দ্বিতীয় বিয়ের অনুমতি হতে পারে।

কোনো পুরুষ যদি সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন, তবে তিনি অবিলম্বে ১ম স্ত্রীর দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করবেন। দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী আলাদা বসবাস করেও ভরণপোষণ পাবেন। প্রথম স্ত্রীর সঙ্গে বসবাসরত নাবালক সন্তানদের ভরণপোষণ দিতে বাবা আইনত বাধ্য হবে। ভরণপোষণের পাশাপাশি স্ত্রী ও সন্তানরা উত্তরাধিকারীর অধিকার লাভ করবেন। মোহরানার টাকা পরিশোধ করা না হলে আইনগতভাবে আদায়েরও ব্যবস্থা রয়েছে।

এছাড়া সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬(৫)বি ধারার অভিযোগে ১ম স্ত্রী মামলা করতে পারবেন। দোষী সাব্যস্ত হলে স্বামীর এক বছর পর্যন্ত জেল ও ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদ- কিংবা উভয় দ-ে দ-িত হবেন। তবে এ মামলা করতে হলে পরবর্তী বিয়ের কাবিননামা অর্থাৎ ডকুমেন্টস লাগবে। আবার স্ত্রী ইচ্ছা করলে দন্ডবিধির ৪৯৪ ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা করে তাকে ৭ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারবেন। কারণ এ ধারায় বলা হয়েছে স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও যদি স্বামী ২য় বিয়ে করেন, তাহলে স্বামী দ-নীয় অপরাধ করেছেন বলে গণ্য হইবেন।

পাশাপাশি স্বামী যদি ১ম স্ত্রী আছে এরকম তথ্য গোপন করে পরবর্তী স্ত্রীর কাছে যদি বলে আমিই প্রথম। এরপর ২য় স্ত্রী ১ম স্ত্রীর কথা জানতে পেরে প্রতারক স্বামীর বিরুদ্ধে দ-বিধির ৪৯৫ ধারায় মামলা করে ১০ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারবেন। কারণ এ ধারা বলছে দ্বিতীয় বিয়ে করার সময় ১ম বিয়ের তথ্য গোপন রাখলে এ অপরাধ হবে।

আবার স্ত্রীও যদি স্বামী বহাল থাকা অবস্থায় আইনগতভাবে বিচ্ছেদ না করেই আরেকটি বিয়ে করে থাকেন, তাহলে ১ম স্বামী কিন্তু ওই স্ত্রীর বিরুদ্ধে দ-বিধি আইন ১৮৬০-এর ৪৯৪-এর বিধানমতে মামলা করে ৭ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারেন। তবে এ জাতীয় মামলায় বাদীকে সফল হতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে, দ্বিতীয় বিয়ের সময় প্রথম বৈধ বিয়ের অস্তিত্ব ছিল।

[লেখক : আইনজীবী, সুপ্রিম কোর্ট]

আকস্মিক বন্যা প্রতিরোধ ও প্রস্তুতির কৌশল

পতিতাবৃত্তি কি অপরাধ?

বন্যা-পরবর্তী কৃষকের সুরক্ষা করণীয়

নদী সংস্কার : প্রেক্ষিত বাংলাদেশ

নিজের চরকায় তেল দেবার নাম দেশপ্রেম

রম্যগদ্য : ডাক্তারি যখন আইসিইউতে

ডায়াবেটিস ও মুখের স্বাস্থ্য

বাঙালির ইলিশচর্চা

এসডিজি অর্জনে চ্যালেঞ্জ হতে পারে কুষ্ঠ রোগ

প্রসঙ্গ : পরিসংখ্যানের তথ্য বিকৃতি

বোরো ধান বিষয়ে কিছু সতর্কতা এবং সার ব্যবস্থাপনা

বন্যার জন্য ভারত কতটুকু দায়ী

গ্রাফিতিতে আদিবাসীদের বঞ্চনার চিত্র

স্মরণকালের ভয়াবহ বন্যা

পুলিশের সংস্কার হোক জনগণের কল্যাণে

জলবায়ু পরিবর্তন ও আমাদের মনস্তত্ত্ব

উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাতে হবে

বন্যার বিভিন্ন ঝুঁকি ও করণীয়

প্রশ্নে জর্জরিত মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব

রম্যগদ্য : এ-পাস, না ও-পাস?

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি, উত্তরণের উপায়

গৃহকর্মী নির্যাতনের অবসান হোক

মাঙ্কিপক্স : সতর্কতা ও সচেতনতা

সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে

শিক্ষাক্ষেত্রে দ্রুত যেসব পদক্ষেপ নিতে হবে

বাদী কিংবা বিবাদীর মৃত্যুতে আইনি ফলাফল কী?

নদ-নদীর সংজ্ঞার্থ ও সংখ্যা : প্রেক্ষিত বাংলাদেশ

রাষ্ট্র সংস্কার ও পরিবেশ ন্যায়বিচার

আন্তঃক্যাডার বৈষম্য কি দূর হবে

আইনের শাসন, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা

অন্তর্বর্তী সরকারের অন্তহীন কাজ

নিষ্ঠার সাথে নিজের কাজটুকু করাই দেশপ্রেম

দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে

ছবি

ইসমাইল হানিয়ের করুণ মৃত্যু

ক্যাপিটল : মার্কিনিদের গণতন্ত্রের প্রতীক

হাওর উন্নয়নে চাই সমন্বিত উদ্যোগ

tab

উপ-সম্পাদকীয়

স্বামী কিংবা স্ত্রীর পরবর্তী বিয়ের আইনি প্রতিকার ও বাস্তবতা

সিরাজ প্রামাণিক

বুধবার, ২৪ জুলাই ২০২৪

কেউ যদি দ্বিতীয় বিবাহ বা একাধিক বিয়ে করতে চান, তবে তার জন্যও আইনি বিধান রয়েছে। আবার স্ত্রীর অনুমতি ছাড়া পরবর্তী বিয়ে কিংবা আইনি বিধান না মানলে তার জন্য আইনে শাস্তির বিধানও রয়েছে। আমরা সবাই জানি এক স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিবাহ করাকে বহু বিবাহ বলে; কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ধারা ৬ মতেÑ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের নিকট হতে অনুমতি নিতে হয়। নতুবা পরবর্তী বিয়ে আইনগতভাবে রেজিস্ট্রি হবে না।

পরবর্তী বিয়ের অনুমতি নিতে হলে স্বামীর পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা স্থানটি পৌরসভা হলে পৌর মেয়রের কাছে, সিটি কর্পোরেশন হলে সিটি মেয়রের কাছে ২৫ টাকা কোর্ট ফি দিয়ে সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠান একটি বোর্ড গঠন করবে এবং স্ত্রীর উপস্থিতে বিয়ের অনুমতি প্রদানে যে সবাই বিষয়ের প্রতি বোর্ড বিবেচনা করবেন তার মধ্যে অন্যতম হলো- ১. বর্তমান স্ত্রীর বন্ধ্যত্ব, ২. দৈহিক দুর্বলতা, ৩. দাম্পত্য জীবন সম্পর্কিত শারীরিক অযোগ্যতা এবং ৪. মানসিকভাবে অসুস্থতা ইত্যাদি। এগুলো প্রমাণ হলে দ্বিতীয় বিয়ের অনুমতি হতে পারে।

কোনো পুরুষ যদি সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন, তবে তিনি অবিলম্বে ১ম স্ত্রীর দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করবেন। দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী আলাদা বসবাস করেও ভরণপোষণ পাবেন। প্রথম স্ত্রীর সঙ্গে বসবাসরত নাবালক সন্তানদের ভরণপোষণ দিতে বাবা আইনত বাধ্য হবে। ভরণপোষণের পাশাপাশি স্ত্রী ও সন্তানরা উত্তরাধিকারীর অধিকার লাভ করবেন। মোহরানার টাকা পরিশোধ করা না হলে আইনগতভাবে আদায়েরও ব্যবস্থা রয়েছে।

এছাড়া সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬(৫)বি ধারার অভিযোগে ১ম স্ত্রী মামলা করতে পারবেন। দোষী সাব্যস্ত হলে স্বামীর এক বছর পর্যন্ত জেল ও ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদ- কিংবা উভয় দ-ে দ-িত হবেন। তবে এ মামলা করতে হলে পরবর্তী বিয়ের কাবিননামা অর্থাৎ ডকুমেন্টস লাগবে। আবার স্ত্রী ইচ্ছা করলে দন্ডবিধির ৪৯৪ ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা করে তাকে ৭ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারবেন। কারণ এ ধারায় বলা হয়েছে স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও যদি স্বামী ২য় বিয়ে করেন, তাহলে স্বামী দ-নীয় অপরাধ করেছেন বলে গণ্য হইবেন।

পাশাপাশি স্বামী যদি ১ম স্ত্রী আছে এরকম তথ্য গোপন করে পরবর্তী স্ত্রীর কাছে যদি বলে আমিই প্রথম। এরপর ২য় স্ত্রী ১ম স্ত্রীর কথা জানতে পেরে প্রতারক স্বামীর বিরুদ্ধে দ-বিধির ৪৯৫ ধারায় মামলা করে ১০ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারবেন। কারণ এ ধারা বলছে দ্বিতীয় বিয়ে করার সময় ১ম বিয়ের তথ্য গোপন রাখলে এ অপরাধ হবে।

আবার স্ত্রীও যদি স্বামী বহাল থাকা অবস্থায় আইনগতভাবে বিচ্ছেদ না করেই আরেকটি বিয়ে করে থাকেন, তাহলে ১ম স্বামী কিন্তু ওই স্ত্রীর বিরুদ্ধে দ-বিধি আইন ১৮৬০-এর ৪৯৪-এর বিধানমতে মামলা করে ৭ বছর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- দিতে পারেন। তবে এ জাতীয় মামলায় বাদীকে সফল হতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে, দ্বিতীয় বিয়ের সময় প্রথম বৈধ বিয়ের অস্তিত্ব ছিল।

[লেখক : আইনজীবী, সুপ্রিম কোর্ট]

back to top