alt

opinion » post-editorial

স্বাস্থ্য খাতের উন্নয়নে আয়ুর্বেদের সম্ভাবনা

সমীর কুমার সাহা

: রোববার, ২৮ জুলাই ২০২৪

আয়ুুর্বেদ হলো একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা এই উপমহাদেশে বহু শতাব্দী ধরে চর্চা হয়ে আসছে। এই ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিটি প্রায় ৫,০০০ বছর আগে ভারতবর্ষে উদ্ভূত হয়েছিল। এটি এই বিশ্বাসের ওপর ভিত্তি করে যে মানবদেহ মহাবিশ্বের একটি অণুজীব এবং সেই স্বাস্থ্য অর্জিত হয় যখন শরীর প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখে। বর্তমানে, ৩০টিরও বেশি দেশ আয়ুুর্বেদকে চিরাচরিত চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেয়।

আয়ুুর্বেদ ভেষজ, ওষুধ, ম্যাসেজ, যোগব্যায়াম এবং ডায়েটসহ স্বাস্থ্য এবং কল্যাণ উন্নীত করার জন্য বিভিন্ন ধরনের থেরাপি ব্যবহার করে। আয়ুুর্বেদ হলো স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক পদ্ধতি যা সুস্থতার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলোকে বিবেচনা করে।

মানবদেহ তিনটি দোষ দ্বারা গঠিত, যথা: বাত, পিত্ত এবং কফ। প্রতিটি দোষ আবার বিভিন্ন শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। দোষের ভারসাম্য থাকলে সুস্বাস্থ্য অর্জিত হয়। আর দোষের ভারসাম্যহীনতার কারণে রোগ হয়। আয়ুুর্বেদ চিকিৎসাগুলো মূলত এই দোষের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করার জন্য ডিজাইন করা হয়েছে।

আয়ুুর্বেদ হজম সমস্যা, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, দীর্ঘস্থায়ী রোগসহ বিভিন্ন রোগ-ব্যাধির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

আয়ুুর্বেদ দীর্ঘকাল ধরে ওষুধের অন্যতম প্রাচীন এবং সু-নথিভুক্ত পদ্ধতি হিসেবে স্বীকৃত এবং আজও সমানভাবে প্রাসঙ্গিক। একজন সুস্থ ব্যক্তির সুস্থতা বজায় রাখা বা একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা; যাই হোক না কেন, এটি একটি স্বতন্ত্র সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতির সমাধান দেয়। রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নতিই আয়ুুর্বেদের প্রধান লক্ষ্য।

এই মুহূর্তে বাংলাদেশ তার স্বাস্থ্য খাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। নানা কারণে দেশে সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগে আক্রান্তরা। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থার যন্ত্রপাতি থাকলেও নানাবিধ সমস্যার কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যায় ও ওষুধের ক্ষতিকারক প্রতিক্রিয়ার কারণে রোগীরা আস্থাহীনতায় ভুগছে।

বাংলাদেশ এখন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য কাজ করছে। আমরা যদি এই সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্য খাতে এই লক্ষ্য অর্জন করতে চাই তবে আমাদের স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ করতে হবে। যদি তা না করা হয়, তাহলে এটি আমাদের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান নিশ্চিত করে যে, স্বাস্থ্যের সর্বোচ্চ অর্জনযোগ্য মান উপভোগ করা একটি মৌলিক মানবাধিকার। ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) নিশ্চিত করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। ইউএইচসি মানে প্রত্যেকে আর্থিক কষ্ট ছাড়াই মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারে। এটি একটি সহজাত রাজনৈতিক লক্ষ্য যা মানুষের স্বাস্থ্যের অধিকারের মধ্যে নিহিত।

ইউনানি ও আয়ুর্বেদের ঐতিহ্যবাহী পদ্ধতি দেশের সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বৈচিত্র্য, নমনীয়তা, সহজলভ্যতা, উন্নয়নশীল দেশে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং উন্নত দেশে জনপ্রিয়তা বৃদ্ধি, আপেক্ষিক কম খরচ, প্রযুক্তিগত ইনপুটের নিম্নস্তর, আপেক্ষিক নিম্ন পার্শ্বপ্রতিক্রিয়া এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব ঐতিহ্যগত ওষুধের কিছু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে (বিশ^ স্বাস্থ্য সংস্থা, ২০০২)।

এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যসেবা সুবিধাগুলোতে উন্নত অ্যাক্সেসের লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশের জনস্বাস্থ্যসেবায় ঐতিহ্যগত ওষুধের মূলধারায় আনা একটি গুারুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব স্বাস্থ্য পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদ দেশগুলোকে ‘সাশ্রয়ী মূল্যের এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোতে সর্বজনীন অ্যাক্সেসের দিকে রূপান্তরকে ত্বরান্বিত করার প্রচেষ্টাকে দ্রুত এবং উল্লেখযোগ্যভাবে বাড়াতে আহ্বান জানানোর কারণে বিশ্বব্যাপী সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) আন্দোলন গতি পেয়েছে।

আমাদের স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে, একটি বহু ক্ষেত্রগত সামগ্রিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। ইউএইচসি এর জন্য আয়ুর্বেদ এবং ইউনানির মতো ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহারের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। কারণ, এটি সাশ্রয়ী এবং আমাদের দেশে সহজেই পাওয়া যায়।

এমনকি পশ্চিমা বিজ্ঞানীরাও ঐতিহ্যগত ওষুধের প্রতি ক্রমবর্ধমান মনোযোগ দিচ্ছেন। প্রমিত ফর্মুলেশন এবং আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণের মাধ্যমে প্রাচীন পদ্ধতিটি নতুন মাত্রা পেয়েছে।

যেহেতু আমাদের স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি রয়েছে, তাই আমরা ঐতিহ্যবাহী সেক্টরের কর্মীদের ব্যবহার করতে পারি। সময় এসেছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে চিনতে এবং এর কর্মশক্তিকে কাজে লাগানোর।

ঐতিহ্যগত ব্যবস্থার স্বীকৃতি ও উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে। শ্রীলঙ্কা, ভারত এবং চীন এই ব্যবস্থার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুবিধা পেয়েছে।

সংশ্লিষ্ট সবাই যথাযথ ভূমিকা পালন করলে ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

[লেখক : প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আয়ুুর্বেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ]

শারদীয় পূজার দিনলিপি

ঋণের জন্য আত্মহত্যা, ঋণ নিয়েই চল্লিশা

জাকসু নির্বাচন ও হট্টগোল: আমাদের জন্য শিক্ষণীয় কী?

নরসুন্দর পেশার গুরুত্ব ও সামাজিক অবস্থার উন্নয়ন

বিভাগভিত্তিক এমপিআর নির্বাচন পদ্ধতি

প্ল্যাটফর্ম সমাজে বাংলাদেশ: জ্ঞানের ভবিষ্যৎ কার হাতে?

আনন্দবেদনার হাসপাতাল: সরকারি ও বেসরকারি চিকিৎসা ব্যবস্থার বাস্তবতা

ছবি

ভিন্ন ধরনের নির্বাচন, ভিন্ন ধরনের ফল

বেসরকারি খাতে সিআইবি’র যাত্রা: ঋণ ব্যবস্থার নতুন দিগন্ত

স্বাস্থ্যসেবায় মানবিকতা প্রতিষ্ঠা হোক

ছবি

নেপালে সরকার পতন ও বামপন্থীদের ভবিষ্যৎ

ডাকসু নির্বাচন ও সংস্কারপ্রয়াস: রাজনৈতিক চিন্তার নতুন দিগন্ত

নির্বাচন কি সব সমস্যার সমাধান

জিতিয়া উৎসব

ছবি

অলির পর নেপাল কোন পথে?

রম্যগদ্য: “মরেও বাঁচবি নারে পাগলা...”

অপরিকল্পিত নগরায়ন ও শ্রীপুর পৌরসভা

ভূরিভোজ, উচ্ছেদ এবং আদিবাসী পাহাড়িয়া

অনলাইন সংস্কৃতিতে হাস্যরসের সমাজবিজ্ঞান

মামলাজট নিরসনে দেওয়ানি কার্যবিধির সংস্কার

বাস্তব মস্কো বনাম বিভ্রান্ত ইউরোপ

ছাত্রসংসদ নির্বাচন ও ভবিষ্যৎ ছাত্ররাজনীতির গতিপ্রকৃতি

সড়ক দুর্ঘটনা: কারও মৃত্যু সাধারণ, কারও মৃত্যু বিশেষ

ঐকমত্য ছাড়াও কিছু সংস্কার সম্ভব

আবার বাড়ছে নিত্যপণ্যের দাম : সংকটে সাধারণ মানুষ

ডায়াবেটিস রোগীর সেবা ও জনসচেতনতা

ভিন্ন ধরনের ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন : পেছনে ফেলে আসি

প্রসঙ্গ : এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ

“কোপা চাটিগাঁ...”

ই-কমার্স হতে পারে প্রবৃদ্ধির ইঞ্জিন

ভারত-চীনের নতুন সমীকরণ

সাইবার যুগে মানুষের মর্যাদা ও নিরাপত্তা

ছবি

ভারত-চীন সম্পর্কে কৌশলগত উষ্ণতার সূচনা

ভারত-চীন সম্পর্কে কৌশলগত উষ্ণতার সূচনা

একজন নাগরিকের অভিমানী বিদায় ও রাষ্ট্রের নৈতিক সংকট

tab

opinion » post-editorial

স্বাস্থ্য খাতের উন্নয়নে আয়ুর্বেদের সম্ভাবনা

সমীর কুমার সাহা

রোববার, ২৮ জুলাই ২০২৪

আয়ুুর্বেদ হলো একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা এই উপমহাদেশে বহু শতাব্দী ধরে চর্চা হয়ে আসছে। এই ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিটি প্রায় ৫,০০০ বছর আগে ভারতবর্ষে উদ্ভূত হয়েছিল। এটি এই বিশ্বাসের ওপর ভিত্তি করে যে মানবদেহ মহাবিশ্বের একটি অণুজীব এবং সেই স্বাস্থ্য অর্জিত হয় যখন শরীর প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখে। বর্তমানে, ৩০টিরও বেশি দেশ আয়ুুর্বেদকে চিরাচরিত চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেয়।

আয়ুুর্বেদ ভেষজ, ওষুধ, ম্যাসেজ, যোগব্যায়াম এবং ডায়েটসহ স্বাস্থ্য এবং কল্যাণ উন্নীত করার জন্য বিভিন্ন ধরনের থেরাপি ব্যবহার করে। আয়ুুর্বেদ হলো স্বাস্থ্যের জন্য একটি সামগ্রিক পদ্ধতি যা সুস্থতার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকগুলোকে বিবেচনা করে।

মানবদেহ তিনটি দোষ দ্বারা গঠিত, যথা: বাত, পিত্ত এবং কফ। প্রতিটি দোষ আবার বিভিন্ন শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। দোষের ভারসাম্য থাকলে সুস্বাস্থ্য অর্জিত হয়। আর দোষের ভারসাম্যহীনতার কারণে রোগ হয়। আয়ুুর্বেদ চিকিৎসাগুলো মূলত এই দোষের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি করার জন্য ডিজাইন করা হয়েছে।

আয়ুুর্বেদ হজম সমস্যা, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, দীর্ঘস্থায়ী রোগসহ বিভিন্ন রোগ-ব্যাধির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

আয়ুুর্বেদ দীর্ঘকাল ধরে ওষুধের অন্যতম প্রাচীন এবং সু-নথিভুক্ত পদ্ধতি হিসেবে স্বীকৃত এবং আজও সমানভাবে প্রাসঙ্গিক। একজন সুস্থ ব্যক্তির সুস্থতা বজায় রাখা বা একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা; যাই হোক না কেন, এটি একটি স্বতন্ত্র সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতির সমাধান দেয়। রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের উন্নতিই আয়ুুর্বেদের প্রধান লক্ষ্য।

এই মুহূর্তে বাংলাদেশ তার স্বাস্থ্য খাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। নানা কারণে দেশে সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগে আক্রান্তরা। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থার যন্ত্রপাতি থাকলেও নানাবিধ সমস্যার কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যায় ও ওষুধের ক্ষতিকারক প্রতিক্রিয়ার কারণে রোগীরা আস্থাহীনতায় ভুগছে।

বাংলাদেশ এখন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য কাজ করছে। আমরা যদি এই সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্য খাতে এই লক্ষ্য অর্জন করতে চাই তবে আমাদের স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ করতে হবে। যদি তা না করা হয়, তাহলে এটি আমাদের জন্য একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান নিশ্চিত করে যে, স্বাস্থ্যের সর্বোচ্চ অর্জনযোগ্য মান উপভোগ করা একটি মৌলিক মানবাধিকার। ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) নিশ্চিত করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। ইউএইচসি মানে প্রত্যেকে আর্থিক কষ্ট ছাড়াই মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারে। এটি একটি সহজাত রাজনৈতিক লক্ষ্য যা মানুষের স্বাস্থ্যের অধিকারের মধ্যে নিহিত।

ইউনানি ও আয়ুর্বেদের ঐতিহ্যবাহী পদ্ধতি দেশের সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বৈচিত্র্য, নমনীয়তা, সহজলভ্যতা, উন্নয়নশীল দেশে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং উন্নত দেশে জনপ্রিয়তা বৃদ্ধি, আপেক্ষিক কম খরচ, প্রযুক্তিগত ইনপুটের নিম্নস্তর, আপেক্ষিক নিম্ন পার্শ্বপ্রতিক্রিয়া এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব ঐতিহ্যগত ওষুধের কিছু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে (বিশ^ স্বাস্থ্য সংস্থা, ২০০২)।

এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যসেবা সুবিধাগুলোতে উন্নত অ্যাক্সেসের লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশের জনস্বাস্থ্যসেবায় ঐতিহ্যগত ওষুধের মূলধারায় আনা একটি গুারুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব স্বাস্থ্য পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদ দেশগুলোকে ‘সাশ্রয়ী মূল্যের এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পরিষেবাগুলোতে সর্বজনীন অ্যাক্সেসের দিকে রূপান্তরকে ত্বরান্বিত করার প্রচেষ্টাকে দ্রুত এবং উল্লেখযোগ্যভাবে বাড়াতে আহ্বান জানানোর কারণে বিশ্বব্যাপী সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) আন্দোলন গতি পেয়েছে।

আমাদের স্বাস্থ্য খাতে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে, একটি বহু ক্ষেত্রগত সামগ্রিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। ইউএইচসি এর জন্য আয়ুর্বেদ এবং ইউনানির মতো ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহারের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। কারণ, এটি সাশ্রয়ী এবং আমাদের দেশে সহজেই পাওয়া যায়।

এমনকি পশ্চিমা বিজ্ঞানীরাও ঐতিহ্যগত ওষুধের প্রতি ক্রমবর্ধমান মনোযোগ দিচ্ছেন। প্রমিত ফর্মুলেশন এবং আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণের মাধ্যমে প্রাচীন পদ্ধতিটি নতুন মাত্রা পেয়েছে।

যেহেতু আমাদের স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি রয়েছে, তাই আমরা ঐতিহ্যবাহী সেক্টরের কর্মীদের ব্যবহার করতে পারি। সময় এসেছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে চিনতে এবং এর কর্মশক্তিকে কাজে লাগানোর।

ঐতিহ্যগত ব্যবস্থার স্বীকৃতি ও উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন হবে। শ্রীলঙ্কা, ভারত এবং চীন এই ব্যবস্থার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সুবিধা পেয়েছে।

সংশ্লিষ্ট সবাই যথাযথ ভূমিকা পালন করলে ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

[লেখক : প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আয়ুুর্বেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ]

back to top