alt

উপ-সম্পাদকীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে চাই সচেতনতা

কামরুজ্জামান

: মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নীরব ঘাতকের মতো যে সমস্যাটি দেশে ভয়াবহ আকার ধারণ করে চলেছে তা হলো এডিস মশার উপদ্রব। প্রতি বছরই আমাদের দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে। এ বছর দেশে নানা রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যতিব্যস্ত থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি লোক, রাজনৈতিক নেতা সবাই ভুলে গেছে ডেঙ্গুর বিষয়টি। অথচ অনেক খবরের ভিড়ে প্রতিদিন দেখা যায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মারাও যাচ্ছে মানুষ। কিন্তু এডিস মশা নিয়ে নেই কোনো সচেতনতা, নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ বা কার্যকরী উদ্যোগ।

দেশে এডিস মশার আক্রমণে মানুষ সাধারণত অসুস্থ হয় বর্ষাকালে, জুন থেকে অক্টোবর মাসের শেষ সময় পর্যন্ত। এই সময় এডিস মশার বংশবিস্তার এবং আক্রমণ দুটোই বেড়ে যায়। তবে মিডিয়া থেকে দেখা যায়, এবার এই নভেম্বর মাসেও ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। যেটি খুবই শঙ্কা প্রকাশ করে।

আমাদের দেশে একসময় ধারণা করা হতো এডিস মশা শহরে মশা। এখন ধারণা পরিবর্তন হয়েছে। সারাদেশেই এখন এডিস মশার আক্রমণ দেখা যায়। সারাদেশেই ডেঙ্গুরোগী পাওয়া যায়। এতে বোঝা যায়Ñ এডিস মশার উপদ্রব এখন দেশজুড়েই।

আগে বলা হতো এডিস মশা শুধু দিনের বেলায় কামড়ায়। বিকাল থেকে সন্ধ্যার সময়ে বেশি আক্রমণ করে। কিন্তু এর কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা নেই। এখন দেখা যায় রাতদিন সব সময়ই এডিস মশা আক্রমণ করে থাকে। এডিস মশা সব বয়সী মানুষকেই কামড়ায় তবে শিশু ও কিশোররা বেশি ঝুঁকিতে থাকে। এর কারণ হচ্ছেÑ শিশুরা দীর্ঘসময় ঘুমায়। মশারি টানানো না থাকলে এডিস মশায় আক্রমণ করে। কিশোররা টেবিলে বসে পড়ালেখা করার সময় এডিস মশার আক্রমণের শিকার হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণের মোক্ষম হাতিয়ার হচ্ছে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। দেশে প্রতি বছর বর্ষায় ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোতে নেয়া হয় বাড়তি সুবিধার ব্যবস্থা। করা সুনির্দিষ্ট ডেঙ্গুরোগীর হাসপাতাল। অথবা অনেক হাসপাতালে ডেঙ্গুরোগীর জন্য আলাদা সাইড করা হয়। বাড়তি চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়। বরাদ্দ বাড়ানো হয়। এগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এতসব কিছু করেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয় না। আমাদের ভুলে গেলে চলবে না। এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণ সম্ভব। তাই আগে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।

বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাড়ির আঙ্গিনায়, আশপাশে ডাবের খোসা, টায়ার টিউব, পলিথিন ও চিপসের প্যাকেট ফেলে রাখা যাবে না। এগুলোতে পানি জমতে দেয়া যাবে না। একটা নির্দিষ্ট এলাকার (সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) ময়লা আবর্জনা পরিশোধনের ব্যবস্থা করতে হবে। নদী খাল ও প্রাকৃতিক জলাশয়ে ময়লা আবর্জনা ফেলা যাবে না।

বাসাবাড়িতে ব্যবহৃত ফুলের টব, ফুলদানি, ফ্রিজ, এসি ইত্যাদিতে পানি জমা রাখা যাবে না। ফুলের টব ও ফুলদানির পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে। এসি, ফ্রিজের পানি প্রতিদিন অপসারণ করতে হবে।

সরকারিভাবে ময়লা আবর্জনা অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। বিশেষ বরাদ্দ দিয়ে দেশব্যাপী এডিস মশার উৎসস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করতে হবে। ধোঁয়া দিয়ে মশা নিধনের পাশাপাশি ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা সরাতে হবে।

নির্মাণাধীন বাড়ি, পরিত্যক্ত বাড়িঘর, পরিত্যক্ত গাড়ি ও অব্যবহৃত প্লাস্টিকসামগ্রী যেখানে পানি জমে থাকতে পারে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোতে এডিস মশা বংশবিস্তার করে থাকে।

দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ছেলেমেয়েরা পড়ালেখার টেবিলে বসার সময় মশানিরোধক ওষুধ বা স্প্রে ব্যবহার করতে হবে।

এডিস মশা বংশবিস্তার রোধে প্রচার-প্রচারণা চালাতে হবে। মিডিয়াকে কাজে লাগাতে হবে। অসচেতন বাসাবাড়ির মালিকদের জরিমানার আওতায় আনতে হবে। সাধারণ নাগরিক যারা এডিস মশা বংশবিস্তার রোধে কাজ করবে তাদের পুরস্কৃত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনকে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে। তবেই সম্ভব হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ।

[লেখক : সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

জ্ঞানই শক্তি

বিশ্ব প্রতিবন্ধী দিবস : জোর দিতে হবে প্রতিরোধে

ঋণ ব্যবস্থা : তেলা মাথায় ঢালো তেল, ন্যাড়া মাথায় ভাঙো বেল

বিচারকের ওপর হামলা কেন

বৈশ্বিক নিষ্ক্রিয়তার কবলে রোহিঙ্গা ইস্যু

আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস

বৈষম্য ঘোচাতে চাই একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ

সমস্যার সূতিকাগার

ছবি

বাংলাদেশে আলু চাষে আধুনিক উৎপাদন পদ্ধতি

দলীয় লেজুড়বৃত্তির শিক্ষক রাজনীতি বন্ধের পথ কী?

ব্যাংক সংস্কার : কাটবে কি অন্ধকার?

ছবি

নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস

রম্যগদ্য: ম্যাড় ম্যাড়ে সোনা-কাহিনী

রাষ্ট্র সংস্কারে পাঠাগার

কেন এত ধ্বংস, কেন এত মৃত্যু

জলবায়ু সম্মেলন থেকে আমরা কী পেলাম

উচ্চশিক্ষায় মান বজায় রাখার চ্যালেঞ্জ

ছবি

যানজট আর্থ-সামাজিক বিড়ম্বনাকে প্রকট করে তুলছে

যাচ্ছে দিন, বাড়ছে সড়ক দুর্ঘটনা

ছবি

স্বপ্ন দেখতে তো ভুল নেই

ছবি

আহমদুল কবির : সাংবাদিকতা এবং রাজনীতিতে

ইতিহাসের কাছে মানুষ কী চায়?

আর্থিক সংকট কতটা গভীর

আদিবাসী নেতাদের দেখে নেয়ার হুমকি

সম্পত্তিতে এতিম নাতি-নাতনির অংশ ও বাস্তবতা

দলীয় লেজুড়বৃত্তির শিক্ষক রাজনীতির নেতিবাচক প্রভাব

বোস-আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্বের শতবর্ষ

প্রাকৃতিক জলাশয়গুলো বাঁচানো জরুরি

রঙ্গব্যঙ্গ : শাব্বাশ বিটিভি, জিন্দাবাদ, জিন্দাবাদ

নবজাগরণ : সত্যিই কি জাতি জেগেছে?

গ্রামভিত্তিক কর্মসংস্থানে জোর দিতে হবে

ছবি

কে যাস রে ভাটির গাঙ বাইয়া

লটারিতে ভর্তি : কবে দূর হবে সরকারি স্কুলগুলোর ‘করোনা মহামারী’?

ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি খুব একটা পরিবর্তন হবে কি

অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং প্রাসঙ্গিক কিছু চিন্তা

tab

উপ-সম্পাদকীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে চাই সচেতনতা

কামরুজ্জামান

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নীরব ঘাতকের মতো যে সমস্যাটি দেশে ভয়াবহ আকার ধারণ করে চলেছে তা হলো এডিস মশার উপদ্রব। প্রতি বছরই আমাদের দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে। এ বছর দেশে নানা রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যতিব্যস্ত থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি লোক, রাজনৈতিক নেতা সবাই ভুলে গেছে ডেঙ্গুর বিষয়টি। অথচ অনেক খবরের ভিড়ে প্রতিদিন দেখা যায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে রোগীর সংখ্যা। মারাও যাচ্ছে মানুষ। কিন্তু এডিস মশা নিয়ে নেই কোনো সচেতনতা, নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ বা কার্যকরী উদ্যোগ।

দেশে এডিস মশার আক্রমণে মানুষ সাধারণত অসুস্থ হয় বর্ষাকালে, জুন থেকে অক্টোবর মাসের শেষ সময় পর্যন্ত। এই সময় এডিস মশার বংশবিস্তার এবং আক্রমণ দুটোই বেড়ে যায়। তবে মিডিয়া থেকে দেখা যায়, এবার এই নভেম্বর মাসেও ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। যেটি খুবই শঙ্কা প্রকাশ করে।

আমাদের দেশে একসময় ধারণা করা হতো এডিস মশা শহরে মশা। এখন ধারণা পরিবর্তন হয়েছে। সারাদেশেই এখন এডিস মশার আক্রমণ দেখা যায়। সারাদেশেই ডেঙ্গুরোগী পাওয়া যায়। এতে বোঝা যায়Ñ এডিস মশার উপদ্রব এখন দেশজুড়েই।

আগে বলা হতো এডিস মশা শুধু দিনের বেলায় কামড়ায়। বিকাল থেকে সন্ধ্যার সময়ে বেশি আক্রমণ করে। কিন্তু এর কোনো বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা নেই। এখন দেখা যায় রাতদিন সব সময়ই এডিস মশা আক্রমণ করে থাকে। এডিস মশা সব বয়সী মানুষকেই কামড়ায় তবে শিশু ও কিশোররা বেশি ঝুঁকিতে থাকে। এর কারণ হচ্ছেÑ শিশুরা দীর্ঘসময় ঘুমায়। মশারি টানানো না থাকলে এডিস মশায় আক্রমণ করে। কিশোররা টেবিলে বসে পড়ালেখা করার সময় এডিস মশার আক্রমণের শিকার হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণের মোক্ষম হাতিয়ার হচ্ছে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। দেশে প্রতি বছর বর্ষায় ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোতে নেয়া হয় বাড়তি সুবিধার ব্যবস্থা। করা সুনির্দিষ্ট ডেঙ্গুরোগীর হাসপাতাল। অথবা অনেক হাসপাতালে ডেঙ্গুরোগীর জন্য আলাদা সাইড করা হয়। বাড়তি চিকিৎসা ব্যবস্থা নেয়া হয়। বরাদ্দ বাড়ানো হয়। এগুলো নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এতসব কিছু করেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয় না। আমাদের ভুলে গেলে চলবে না। এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুজ্বর নিয়ন্ত্রণ সম্ভব। তাই আগে এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।

বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাড়ির আঙ্গিনায়, আশপাশে ডাবের খোসা, টায়ার টিউব, পলিথিন ও চিপসের প্যাকেট ফেলে রাখা যাবে না। এগুলোতে পানি জমতে দেয়া যাবে না। একটা নির্দিষ্ট এলাকার (সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) ময়লা আবর্জনা পরিশোধনের ব্যবস্থা করতে হবে। নদী খাল ও প্রাকৃতিক জলাশয়ে ময়লা আবর্জনা ফেলা যাবে না।

বাসাবাড়িতে ব্যবহৃত ফুলের টব, ফুলদানি, ফ্রিজ, এসি ইত্যাদিতে পানি জমা রাখা যাবে না। ফুলের টব ও ফুলদানির পানি প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে। এসি, ফ্রিজের পানি প্রতিদিন অপসারণ করতে হবে।

সরকারিভাবে ময়লা আবর্জনা অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। বিশেষ বরাদ্দ দিয়ে দেশব্যাপী এডিস মশার উৎসস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করতে হবে। ধোঁয়া দিয়ে মশা নিধনের পাশাপাশি ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা সরাতে হবে।

নির্মাণাধীন বাড়ি, পরিত্যক্ত বাড়িঘর, পরিত্যক্ত গাড়ি ও অব্যবহৃত প্লাস্টিকসামগ্রী যেখানে পানি জমে থাকতে পারে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোতে এডিস মশা বংশবিস্তার করে থাকে।

দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ছেলেমেয়েরা পড়ালেখার টেবিলে বসার সময় মশানিরোধক ওষুধ বা স্প্রে ব্যবহার করতে হবে।

এডিস মশা বংশবিস্তার রোধে প্রচার-প্রচারণা চালাতে হবে। মিডিয়াকে কাজে লাগাতে হবে। অসচেতন বাসাবাড়ির মালিকদের জরিমানার আওতায় আনতে হবে। সাধারণ নাগরিক যারা এডিস মশা বংশবিস্তার রোধে কাজ করবে তাদের পুরস্কৃত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনকে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে। তবেই সম্ভব হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ।

[লেখক : সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

back to top