alt

উপ-সম্পাদকীয়

সড়কে কিশোর মোটরবাইকার : নিয়ন্ত্রণ জরুরি

কামরুজ্জামান

: মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সময় পাল্টে গেছে, এখন বিনয়ের বড় অভাব। এখন কেউ কাউকে সম্মান করতে চায় না। সম্মান করে কথা বলে না। নীতি-নৈতিকতা আচরণ পরিবর্তন হয়ে গেছে। কার কতটুকু করণীয়, কার কতটুকু বলা উচিত, কতটুকু পরিমাণ আগাতে হবে এবং কোথায় থামতে হবে সবকিছুই কেমন খাপছাড়া হয়ে গেছে। সবাইকে এখন খুব বেশি চালাক মনে হয়। কিন্তু পরিমিতিবোধ সেভাবে দেখা যায় না। সবাই জ্ঞান দিতে পছন্দ করে। সত্যিকারের জ্ঞান অর্জনের জায়গাটা আসলে ফাঁকা ও মিথ্যে বুলিতে ভরা। বিনয়ের চেয়ে উগ্রতা সর্বাগ্রে।

এখন কিশোরদের এন্ড্রয়েড ফোন লাগে। মোটরবাইক লাগে। কিন্তু কী কাজে ব্যবহার করা হবে এটা তারা একদমই জানে না। তাদের গতি অনেক কিন্তু গন্তব্য অজানা। তারা অনেক ব্যস্ত কিন্তু কাজের ফলাফল শূন্য। তাদের মোটরবাইকে লুকিং গ্লাস লাগে না। সাইলেন্সার পাইপের পেছনের অংশ খুলে ফেলতে হয়। মানুষ বুঝুক এইরকম বিকট শব্দে যারা মোটরবাইক চালায় তারা এই সমাজের বখে যাওয়া কিশোর। তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করলে রাস্তা ছেড়ে দিতে হয়। বিকট শব্দের কারণে কানে তব্দা লাগে, মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে যায়। বেড়ে যায় উচ্চ রক্তচাপ। এরা নিজেদের শো-আপ করে।

এরা বিনয়কে নির্বাসনে রেখে উচ্ছৃঙ্খলতা আর উগ্রতাকে ফ্যাশন হিসেবে গ্রহণ করে এগিয়ে চলেছে অজানা গন্তব্যে। মাঝে মাঝেই ঝরে পড়ছে তরতাজা প্রাণ। বাবা-মা হারায় তার অতি আদরের সন্তান আর সমাজ ব্যাঙ্গ বিদ্রুপ করে তার দায়িত্ব শেষ করে। এদের সঙ্গে না পারছে পরিবার, না পারছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবার অনেকে ভয়ে এড়িয়ে চলছে।

প্রায়শই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনতে হয়। আর ভয়ংকর যে বিষয় তা হলোÑ এদের প্রায় সবাই বয়সে কিশোর ও তরুণ। বিনয় তাদের কাছে আশা করা আকাশকুসুম কল্পনা। এরা অপরিচিত বড় কিংবা মুরব্বিদের সালাম দেয় না বা সৌজন্যতাবোধ দেখায় না। আমরা আসলে যাচ্ছি কোথায়? কেন এমনটা হচ্ছে ভেবে দেখা দরকার।

কিশোর অপরাধ কারো একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদের অপরাধ এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বললে ফলাফল হয় উল্টো। যে বা যিনিই প্রতিবাদ করেন তাকেই হেনস্তার শিকার হতে হয়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। এরা নিজে যেমন বুঝে না অন্য কেউ বুঝতে চায় না। এরা এদের মতো। এদের আচরণ ভাষা, ইশারা ইঙ্গিত সবই আলাদা এবং নিজস্ব সাংকেতিক চিহ্নে ব্যবহার হয়। কিশোর অপরাধের জন্য সমাজের পুরো সিস্টেম দায়ী। এক দিনে এই অপরাধ গড়ে ওঠেনি, তাই রাতারাতি এদের নিয়ন্ত্রণ বা সচেতন করাও সম্ভব নয়।

কিশোর অপরাধ গড়ে ওঠার জন্য যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছেÑ একান্নভুক্ত পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠা এবং স্যোশাল মিডিয়া। পরিবার এবং অভিভাবকদের দায়ও কম নয়।

কিশোর অপরাধী সবসময় দলবেঁধে ঘুরে। এরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে, পাড়া-মহল্লা ও হাটেবাজারের রাস্তার মোড়ে জটলা করে ও আড্ডা মেরে বেড়ায়। এরা উত্যক্ত করে স্কুল কলেজগামী মেয়ে শিক্ষার্থীদের। বিশেষ করে একজন দুজন মেয়ে রাস্তা দিয়ে চলাচলের সময় এরা টিজ করে, বাজে মন্তব্য করে। এমনকি কাপড় ধরে টান দেয় গায়ে স্পর্শ করে, যা খুবই অস্বস্তিকর ও বিব্রত। এরা মাদকাসক্ত। বিড়ি-সিগারেট খাওয়া থেকে শুরু করে মদ-গাঁজাসহ সব ধরনের মাদক গ্রহণ করে।

কিশোর অপরাধীরা কাউকে মানতে চায় না। এরা মুরব্বিদের সম্মান করে না। ছোটদের সঙ্গে ধমকের সুরে কথা বলে। আদব-কায়দা এদের নেই বললেই চলে। এদের অপরাধের বিরুদ্ধে কথা বলা যায় না। যে বা যারাই এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাকেই অপমানিত হতে হয়।

কিশোর মোটরবাইকাররা বেশির ভাগ সময় বাবা-মাকে জিম্মি করে মোটরসাইকেল কিনে নেয়। এদের হাতে থাকে দামি এন্ড্রয়েড মোবাইল ফোন। এরা মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চালায় এবং মোটরসাইকেল আঁকাবাঁকা করে চালায়। মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে ফেলায় বিকট শব্দ হয়। আশপাশের পরিবেশ ও প্রতিবেশ শব্দদূষণে ভয়ংকর অবস্থা হয়। এরা দুর্ঘটনায় পতিত হয় এবং মৃত্যু পর্যন্ত ঘটে থাকে।

কিশোর মোটরবাইকারের মোটরসাইকেল দুর্ঘটনা ঘটলে খুব কমই বেঁচে থাকে। বেঁচে থাকলেও সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আমার পরিচিত একটি ঘটনা দিয়ে লেখাটি শেষ করছি। দশম শ্রেণীতে পড়–য়া ছাত্র বাবা-মায়ের একমাত্র সন্তান গত কয়েক মাস আগে বায়না ধরে মোটরসাইকেল কিনে দেয়ার। তার বক্তব্য হচ্ছেÑ সব বন্ধুদের মোটরসাইকেল আছে, একমাত্র তার নাই। বাবা-মাকে জানায় মোটরসাইকেল কিনে দিতেই হবে এটাই শেষ কথা। বাবা-মা খুব বোঝায়। কিন্তু সে বোঝে না। তার একটাই কথা মোটরসাইকেল লাগবেই। আত্মীয়স্বজন ও শিক্ষকদের দিয়ে বোঝায় কিন্তু কে বোঝে কার কথা। একপর্যায়ে গিয়ে মোটরসাইকেলের জন্য আত্মহত্যা করার হুমকি দিয়ে বসে। বাবা-মা উপায়ন্তর না দেখে শেষপর্যন্ত মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হয়।

কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, মোটরসাইকেল কিনে দেয়ার দুই মাস যেতে না যেতেই দুর্ঘটনার শিকার হয় এবং ছেলেটি মারা যায়। ছেলের মৃত্যুর শোকে বাবা-মা পাগলপ্রায়। এক গবেষণায় দেখা যায় যেÑ বছরে প্রায় ২ হাজার ৫০০টির মতো মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মারা যায় প্রায় ৩ হাজারের মতো মানুষ এবং আহত হয় আরও ৩ হাজার ২০০ জন। এর মধ্যে শতকরা ৮০ ভাগই কিশোর ও তরুণ।

কিশোর মোটরবাইকার এবং তাদের আচরণ নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করা অতিব জরুরি। আর এর জন্য বাবা-মা ও অভিভাবকদের ভূমিকা হতে হবে আরও দায়িত্বশীল। ইমোশনাল ব্ল্যাকমেইল কিংবা অতি আদরে কিশোরদের হাতে মোটরবাইক দেয়া উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। বয়স এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা উচিত। সরকারকেই এই নির্দেশনা জারি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব সচেতন, প্রগতিশীল কিশোর ও তরুণ সমাজ গঠন করা।

[লেখক: সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

প্রাচীন যৌধেয় জাতি ও তাদের সাম্যবাদী শাসন

গণঅভ্যুত্থান-উত্তর ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

tab

উপ-সম্পাদকীয়

সড়কে কিশোর মোটরবাইকার : নিয়ন্ত্রণ জরুরি

কামরুজ্জামান

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫

সময় পাল্টে গেছে, এখন বিনয়ের বড় অভাব। এখন কেউ কাউকে সম্মান করতে চায় না। সম্মান করে কথা বলে না। নীতি-নৈতিকতা আচরণ পরিবর্তন হয়ে গেছে। কার কতটুকু করণীয়, কার কতটুকু বলা উচিত, কতটুকু পরিমাণ আগাতে হবে এবং কোথায় থামতে হবে সবকিছুই কেমন খাপছাড়া হয়ে গেছে। সবাইকে এখন খুব বেশি চালাক মনে হয়। কিন্তু পরিমিতিবোধ সেভাবে দেখা যায় না। সবাই জ্ঞান দিতে পছন্দ করে। সত্যিকারের জ্ঞান অর্জনের জায়গাটা আসলে ফাঁকা ও মিথ্যে বুলিতে ভরা। বিনয়ের চেয়ে উগ্রতা সর্বাগ্রে।

এখন কিশোরদের এন্ড্রয়েড ফোন লাগে। মোটরবাইক লাগে। কিন্তু কী কাজে ব্যবহার করা হবে এটা তারা একদমই জানে না। তাদের গতি অনেক কিন্তু গন্তব্য অজানা। তারা অনেক ব্যস্ত কিন্তু কাজের ফলাফল শূন্য। তাদের মোটরবাইকে লুকিং গ্লাস লাগে না। সাইলেন্সার পাইপের পেছনের অংশ খুলে ফেলতে হয়। মানুষ বুঝুক এইরকম বিকট শব্দে যারা মোটরবাইক চালায় তারা এই সমাজের বখে যাওয়া কিশোর। তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করলে রাস্তা ছেড়ে দিতে হয়। বিকট শব্দের কারণে কানে তব্দা লাগে, মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে যায়। বেড়ে যায় উচ্চ রক্তচাপ। এরা নিজেদের শো-আপ করে।

এরা বিনয়কে নির্বাসনে রেখে উচ্ছৃঙ্খলতা আর উগ্রতাকে ফ্যাশন হিসেবে গ্রহণ করে এগিয়ে চলেছে অজানা গন্তব্যে। মাঝে মাঝেই ঝরে পড়ছে তরতাজা প্রাণ। বাবা-মা হারায় তার অতি আদরের সন্তান আর সমাজ ব্যাঙ্গ বিদ্রুপ করে তার দায়িত্ব শেষ করে। এদের সঙ্গে না পারছে পরিবার, না পারছে শিক্ষাপ্রতিষ্ঠান। আবার অনেকে ভয়ে এড়িয়ে চলছে।

প্রায়শই মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনতে হয়। আর ভয়ংকর যে বিষয় তা হলোÑ এদের প্রায় সবাই বয়সে কিশোর ও তরুণ। বিনয় তাদের কাছে আশা করা আকাশকুসুম কল্পনা। এরা অপরিচিত বড় কিংবা মুরব্বিদের সালাম দেয় না বা সৌজন্যতাবোধ দেখায় না। আমরা আসলে যাচ্ছি কোথায়? কেন এমনটা হচ্ছে ভেবে দেখা দরকার।

কিশোর অপরাধ কারো একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এদের অপরাধ এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বললে ফলাফল হয় উল্টো। যে বা যিনিই প্রতিবাদ করেন তাকেই হেনস্তার শিকার হতে হয়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। এরা নিজে যেমন বুঝে না অন্য কেউ বুঝতে চায় না। এরা এদের মতো। এদের আচরণ ভাষা, ইশারা ইঙ্গিত সবই আলাদা এবং নিজস্ব সাংকেতিক চিহ্নে ব্যবহার হয়। কিশোর অপরাধের জন্য সমাজের পুরো সিস্টেম দায়ী। এক দিনে এই অপরাধ গড়ে ওঠেনি, তাই রাতারাতি এদের নিয়ন্ত্রণ বা সচেতন করাও সম্ভব নয়।

কিশোর অপরাধ গড়ে ওঠার জন্য যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছেÑ একান্নভুক্ত পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠা এবং স্যোশাল মিডিয়া। পরিবার এবং অভিভাবকদের দায়ও কম নয়।

কিশোর অপরাধী সবসময় দলবেঁধে ঘুরে। এরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে, পাড়া-মহল্লা ও হাটেবাজারের রাস্তার মোড়ে জটলা করে ও আড্ডা মেরে বেড়ায়। এরা উত্যক্ত করে স্কুল কলেজগামী মেয়ে শিক্ষার্থীদের। বিশেষ করে একজন দুজন মেয়ে রাস্তা দিয়ে চলাচলের সময় এরা টিজ করে, বাজে মন্তব্য করে। এমনকি কাপড় ধরে টান দেয় গায়ে স্পর্শ করে, যা খুবই অস্বস্তিকর ও বিব্রত। এরা মাদকাসক্ত। বিড়ি-সিগারেট খাওয়া থেকে শুরু করে মদ-গাঁজাসহ সব ধরনের মাদক গ্রহণ করে।

কিশোর অপরাধীরা কাউকে মানতে চায় না। এরা মুরব্বিদের সম্মান করে না। ছোটদের সঙ্গে ধমকের সুরে কথা বলে। আদব-কায়দা এদের নেই বললেই চলে। এদের অপরাধের বিরুদ্ধে কথা বলা যায় না। যে বা যারাই এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাকেই অপমানিত হতে হয়।

কিশোর মোটরবাইকাররা বেশির ভাগ সময় বাবা-মাকে জিম্মি করে মোটরসাইকেল কিনে নেয়। এদের হাতে থাকে দামি এন্ড্রয়েড মোবাইল ফোন। এরা মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চালায় এবং মোটরসাইকেল আঁকাবাঁকা করে চালায়। মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে ফেলায় বিকট শব্দ হয়। আশপাশের পরিবেশ ও প্রতিবেশ শব্দদূষণে ভয়ংকর অবস্থা হয়। এরা দুর্ঘটনায় পতিত হয় এবং মৃত্যু পর্যন্ত ঘটে থাকে।

কিশোর মোটরবাইকারের মোটরসাইকেল দুর্ঘটনা ঘটলে খুব কমই বেঁচে থাকে। বেঁচে থাকলেও সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আমার পরিচিত একটি ঘটনা দিয়ে লেখাটি শেষ করছি। দশম শ্রেণীতে পড়–য়া ছাত্র বাবা-মায়ের একমাত্র সন্তান গত কয়েক মাস আগে বায়না ধরে মোটরসাইকেল কিনে দেয়ার। তার বক্তব্য হচ্ছেÑ সব বন্ধুদের মোটরসাইকেল আছে, একমাত্র তার নাই। বাবা-মাকে জানায় মোটরসাইকেল কিনে দিতেই হবে এটাই শেষ কথা। বাবা-মা খুব বোঝায়। কিন্তু সে বোঝে না। তার একটাই কথা মোটরসাইকেল লাগবেই। আত্মীয়স্বজন ও শিক্ষকদের দিয়ে বোঝায় কিন্তু কে বোঝে কার কথা। একপর্যায়ে গিয়ে মোটরসাইকেলের জন্য আত্মহত্যা করার হুমকি দিয়ে বসে। বাবা-মা উপায়ন্তর না দেখে শেষপর্যন্ত মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হয়।

কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, মোটরসাইকেল কিনে দেয়ার দুই মাস যেতে না যেতেই দুর্ঘটনার শিকার হয় এবং ছেলেটি মারা যায়। ছেলের মৃত্যুর শোকে বাবা-মা পাগলপ্রায়। এক গবেষণায় দেখা যায় যেÑ বছরে প্রায় ২ হাজার ৫০০টির মতো মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মারা যায় প্রায় ৩ হাজারের মতো মানুষ এবং আহত হয় আরও ৩ হাজার ২০০ জন। এর মধ্যে শতকরা ৮০ ভাগই কিশোর ও তরুণ।

কিশোর মোটরবাইকার এবং তাদের আচরণ নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করা অতিব জরুরি। আর এর জন্য বাবা-মা ও অভিভাবকদের ভূমিকা হতে হবে আরও দায়িত্বশীল। ইমোশনাল ব্ল্যাকমেইল কিংবা অতি আদরে কিশোরদের হাতে মোটরবাইক দেয়া উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। বয়স এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা উচিত। সরকারকেই এই নির্দেশনা জারি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব সচেতন, প্রগতিশীল কিশোর ও তরুণ সমাজ গঠন করা।

[লেখক: সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

back to top