alt

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য: “গো টু দ্য ডেভিল”

জাঁ-নেসার ওসমান

: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

“ই...য়ে...ই...য়ে, ঢিংকা চিকা, ঢিংকা চিকা, ঔ... ঔ... ঔ... ঔ। বাঁইচ্চা গেলাম,

বাঁইচ্চা গেলাম, ঔ ঔ ঔ...”

“কিরে তখন থেকে গাঞ্জাখোরের মতো নাচানাচি করছিস!! ব্যাপার কী??

“নাচুম না!! কন কী আপনে! শত শত বছরে যে কাজ হয়নাই অহন ২০২৫ সালে, নতুন

বছরে একধাক্কায় কেল্লাফতে! মানে বুজছেন মিয়া। বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হকের নাম ইতিহাস হয়ালচ্ছে!!”

“মানে কী! এই বল্লি ওরা সব স্বৈরাচারের চর, ওরাই আবার তোর কাছে ইতিহাসের বীর!! নাহ্ মনে হয় সকাল সকাল একটু বেশি মাত্রায় গঞ্জিকা সেবনের খপ্পরে পড়ছিস।”

“ধুর মিয়া আপনে হালায় পিস্যুডৌ ইন্টেলেকচ্যুয়াল। কোনো কিছু না বুঝাই গাঞ্জুট্টির মতুন ফাল পাড়তাছেন? আপনে মিয়া বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হকের অবদানের কথা বুঝেন?”

“বুঝবো না ক্যেনো, স্বৈরাচারের চ্যালাচামুন্ডা হয়ে বস্তা বস্তা ট্যাকা কামিয়েছে আর আলিশান বাড়ি বানিয়েছে!!”

“জ্বি অয়, হালায় ওই আলিশান অট্টালিকা বানাইছে বইলাই পাবলিক গেছিলো বুলডোজার হান্দাইতে; ব্যাস লগে লগে মাইকে ডাকাইত ডাকাইত ঘোষণা দিয়া পাবলিকে দিছে মাইর, আরকী? হাজার বছরে বড় বড় ন্যেতারা যেইডা পারে নাই বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজ্জামেল হক, চোক্ষের নিমিষে হ্যেইডা কইরা দ্যেখায়া দিছে!

হালায় বাঘের বাচ্চা।”

“মানে কী? অর্থলোভী পামারগুলো, বাঘের বাচ্চা! আশ্চার্য্য!!”

“বাঘের বাচ্চা নাতো কী? হ্যেয় যুদি মাল কামায়া অট্টালিকা না বানাইতো,

তায়লে পাবলিকভি অ্যাটাক করতে যাইতো না আর ‘অপারেশন ডেভিল হান্ট’

হইতো না।”

“ওই গদভ ‘অপারেশন ডেভিল হান্ট’ মানে জানিস?”

“জানুম না ক্যেন? এডাতো পানির মতুন সুজা, ‘অপারেশন ডেভিল হান্ট’ যেহানে যতো ‘ডেভিল’ আছে, সবগুলারে হান্ট কইরা মানে খুঁইজ্জা খুঁইজ্জা বাইর কইরা ধইরা আন, খতম করো ব্যাস।”

“কিন্তু এখানে ‘ডেভিল’ বলতে কাদেরকে বোঝাচ্ছে জানিস? এখানেতো ‘ডেভিল’ মানে যারা আ.ক.ম. মোজ্জামেল হকের বাসায় লুট করছিল, তাদের হাত থেকে যারা বিগত স্বৈরাচারের পতনের কারিগর তারাই আবার সেই স্বৈরাচারের দোসর আ.ক.ম. মোজ্জামেল হকের সম্পদ রক্ষা করতে গিয়েছিল, কত বড় মনের সেইসব স্বদেশপ্রেমিক সৎসুন্দর ছাত্রদের বাড়িতে তালা ভেঙে প্রবেশকরা দুষ্কৃতিকারীরা চাপাতি দিয়ে কোপাল-মারলো সেই বাঙালি হয়ে বাঙালির বাড়ি লুণ্ঠনকারীদের সেই বাঙালি দুষ্কৃতিকারীদের ‘ডেভিল’ বলা হচ্ছে।”

“হেঃ... হেঃ... হেঃ...আপনি হালা পারেনও, আরে মিয়া গাজীপুরে স্বৈরাচারের চ্যেলা

আ.ক.ম. মোজ্জামেল হকের বাড়িতে আঠারো কুটি পাবলিকনি লুট করতে গেছিলো?”

“না না, তা কেনো। একটা দেশের সব লোক কি চোর হয় নাকি! কী পাগলের প্রলাপ

বকছিস?”

“তয়মিয়া বুঝেন না, এই ‘ডেভিল’ শুধুু গাজীপুরের না, সারাদেশে চলতাছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ মানে সারা দেশের ব্যেবাক ‘ডেভিল’ ধইরা তবেই শান্ত হোইবো ‘অপারেশন ডেভিল হান্ট’ বুঝছেন।”

“না না, তোর কথায় যুক্তি আছে, এই ‘ডেভিল’ শুধু গাজীপুরের ‘ডেভিল’ না, এই ‘ডেভিল’ সারা বাংলাদেশের ‘ডেভিল’। তো সারা বাংলাদেশের কে ‘ডেভিল’ আর কে ‘ডেভিল’ নয় সে তুই

কীভাবে বিচার করবি?”

“আব্বে হালায় আপনেরে তো এতোদিন চালাক চতুর ভাবছিলাম, আপনে তো দেহী আমাগো শখিনার চায়াও ভুদাই। আপনে হালায় বুঝেন না। “ডেভিল” ক্যেডা? শুনেন আমি কোই; “ডেভিল” হোইলো, পাপাত্মাদের অধিপতি শয়তান ওরফে ইবলিশ, ভূত-প্রেত প্রভৃতি-অনিষ্টকরা আত্মা, অতি অসৎ ব্যাক্তি। এই হোইলো “ডেভিলে”র মানে, বুঝছেন।”

“ওরে তাহলে তো বাংলাদেশের কোটি কোটি অধিবাসী ধরা পড়বে।”

“ক্যান ক্যান, কুটি কুটি ক্যান!!”

“ও আমার কচি খোকা, তুমি বোঝো না!! অতি অসৎ ব্যক্তি যে কিনা তোর ভাষায়

“ডেভিল” তাহলে বাংলাদেশে অতি অসৎলোক তো প্রতিটি প্রতিষ্ঠানে ভুরি ভুরি।

দেখ না তোর বাংলাদেশ ব্যাংকের ভল্ট ভাঙতেই সুর সুর করে সুরের কোটি কোটি

টাকা, ডলার, এক কেজি গোল্ড, বেডরুমে পাঁচ লাখ, ড্রইংরুমে সাত লাখ, বউ’ এর অ্যাকাউন্টে তিন’ কোটি, ঝিয়ের অ্যাকাউন্টে পাঁচ কোটি, বাড়ির কাজের বুয়ার অ্যাকাউন্টে দেড়’ কোটি আবার নিজের নামে সাতটি ফ্ল্যাট, শ্বশুরের নামে তিনটি, শ্যালকের নামে আটটি ফ্ল্যাট শালির নামে সাতটি। এমনিভাবে শাশুড়ি ও গার্লফ্রেন্ডের নামে আর রয়েছে নয়টি। ভাবতে পারিস এমনি সকল “ডেভিল” নিয়ে ঘর করছি আমরা, এবার “অপারেশন ডেভিল হান্ট” ধরবে সকল ভোমরা।”

“হ্যাঁ হ্যাঁ আপনে হালায় স্বভাবকবি। আপনে তো বার লক্ষ টাকার ছাগল,খাটের নিচের

বস্তা ভরা টাকা, সচিবগো বাড়ি ভাড়া কইরা ফ্লোর ভরা ক্যাসিনোর ট্যাকা কতকিছু কোইবেন, কিন্তু আমিকোইকী, আপনে মিয়া আসল কতাটা ধরতে পারেন নাই। সেইটা হইলো হাজার বছরে বড় বড় ন্যেতারা যেইডা পারে নাই এইবার সেই ঘটনা ঘটব আর বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজ্জামেল হকের নাম বিশ্ব দরবারে জ্বলজ্বল কইরা তারার মতুন চমকাইবো।”

“বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হক, এমন কী করেছে যে ওর নাম বিশ্ব ইতিহাসে জ্বলজ্বল করবে??”

“এত দিন না আপনে আমারে কত্তবার বুড়বক কোইছেন আইজ আমি আপনেরে কমু কানিবক। আপনে মিয়া কানা নাকি, দেখতাছেন না ‘অপারেশন ডেভিল হান্ট’ ফাট কইরা ইবলিশরে ধরবো আর সারা বাংলাদেশ থ্যেইক্কা অন্যায় অত্যাচার, মানুষে মানুষে খুনাখুনি, বাঙালি হয়া বাঙালি খুন, ভায়ে ভায়ের জমি দখল, গরিব নিরীহ বেডির ওপর বড়লোকের অত্যাচার সব সব চক্ষুর পলকে মিট্টা যাইবো, ক্যা? কারণ সারা বাংলাদেশে আর ইবলিশ নাই, ইবলিশের সকল দুই নাম্বার কর্মকা- বন্ধ। হালায় ইবলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ এ ধরা পইড়া কাইৎ। ব্যাস সোনার বাংলা হীরার বাংলায় পরিণত। আর পাবলিক কোইবো হালায় আ.ক.ম. মোজ্জামেল হক যুদি মাল কামায়া অট্টালিকা না বানাইতো, তায়লে পাবলিকভি অ্যাটাক করতে যাইতো না আর ‘অপারেশন ডেভিল হান্ট’ ও হইতো না ‘ডেভিল’ মানে ইবলিশভী খতম হোইতো না। তাই কোই আপনে সব থুয়া এবার চলেন হীরার বাংলায় কেমনে হুরপরীর লগে দিন কাটাইবেন হেই চিন্তা করেন।”

“সত্যি বলছিস বাংলাদেশের সকল অন্যায় দূর হয়ে যাবে?? বিশ্বাস হয় না !!”

“আরে ভাই যে দেশে ইবলিশই নাই, খন্নাস নাই; মানে ‘ডেভিল’ নাই, ইবলিশের ওয়সওয়াসা নাই, সে দেশে তো আরকুনো অন্যায় থাকা পারবো না। বাংলার সব মানুষ ফকির দরবেশের মতুন দিন কাটাইবো। চারিদিকে কেবল শান্তি আর শান্তি।”

“তাহলে চল এবার সবাই মিলে চেষ্টা করি যাতে ইবলিশ হান্ট হয় ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হয়।

তাহলে বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না, শয়তানের কুপরামর্শে পি কে হালদার, মালদারও জন্মাবে না।”

“চলেন বাংলার ব্যেবাগত্যে মিল্লা কোরাশে কোই ‘গো টু দ্য ডেভিল’ ডেভিলের কাছে যাও তারে ধর আর ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল কর, সফল কর, সফল কর।”

[লেখক : চলচ্চিত্রকার]

রূপকথার মতো মনে হলেও তিনি ছিলেন বাস্তবেরই নায়ক

গণতন্ত্র, মানবাধিকার ও আইন প্রতিষ্ঠার জন্য মুক্ত মত প্রকাশের গুরুত্ব

নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স প্রবাহ

ভারতব্যাপী সংঘ : বিজেপির নয়া কৌশল

আর্থিক খাত নিয়ে অবিমৃষ্যকারী বক্তব্য

ভূমিকম্পের আগেই ব্যবস্থা নিতে হবে

নারীর প্রতি সহিংসতা বন্ধ করতেই হবে

মনে কী দ্বিধা রেখে নতুন প্রত্যাশায় নতুন দল!

ছবি

উন্নত বিশ্বের নাগরিকত্ব ও দুর্নীতি

যাদবপুর বিশ্ববিদ্যালয় : শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ছাত্র

নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন

আদালতের ভেতরে ভিডিও ধারণের আইনি দিক

আইনের শাসন না গণপিটুনি?

নারীর ভূমি ও কৃষি অধিকার : ন্যায়বিচারের পথে কতদূর?

রাজনৈতিক কর্মকাণ্ডের হালচাল

জনতুষ্টিবাদীরা এগিয়ে আছে যেদিক থেকে

ভিক্ষাবৃত্তি : প্রয়োজন নাকি পেশা?

ছবি

বিনিময় কৌশল নাকি বাণিজ্য যুদ্ধ?

শিশু আদালতের বিচার-প্রক্রিয়ার আইনি ও বাস্তবিক দিক

জনদুর্ভোগের অপসংস্কৃতি ও জনশিক্ষা : আগামীর দিকনির্দেশনা

প্রসঙ্গ : নেপাল থেকে বিদ্যুৎ আমদানি

হরিজনদের পদবি : ঐক্যের পথে বাধা

এল নিনো : দেশের কৃষির চ্যালেঞ্জ ও করণীয়

আর কীভাবে আর্জি জানালে নিরাপত্তা পাওয়া যায়?

স্বপ্ন ভাঙল সাঁওতাল মুংলু বেসরার

কোনো স্কুলই খারাপ না

ঢাকার যানজটের টেকসই সমাধান কী

বই কেন পড়বেন

ডায়াবেটিসের জটিলতা বাড়ায় তামাক ও ধূমপান

জাতীয় বিমা দিবস

পশ্চিমবঙ্গে বামপন্থা

ভাষা আন্দোলনে অংশ নেয়া ভুল হয়ে থাকলে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা সঠিক ছিল!

শিক্ষার গুণগত মান পরিবর্তনে শিক্ষকের মূল্যায়ন

দেশে প্রোগ্রামিংয়ের চ্যালেঞ্জ ও বাস্তবতা

তর্কে সময়, সামর্থ্য এবং শক্তির অপচয় রোধ করুন

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমে জাতীয় অগ্রগতি

tab

উপ-সম্পাদকীয়

রম্যগদ্য: “গো টু দ্য ডেভিল”

জাঁ-নেসার ওসমান

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

“ই...য়ে...ই...য়ে, ঢিংকা চিকা, ঢিংকা চিকা, ঔ... ঔ... ঔ... ঔ। বাঁইচ্চা গেলাম,

বাঁইচ্চা গেলাম, ঔ ঔ ঔ...”

“কিরে তখন থেকে গাঞ্জাখোরের মতো নাচানাচি করছিস!! ব্যাপার কী??

“নাচুম না!! কন কী আপনে! শত শত বছরে যে কাজ হয়নাই অহন ২০২৫ সালে, নতুন

বছরে একধাক্কায় কেল্লাফতে! মানে বুজছেন মিয়া। বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হকের নাম ইতিহাস হয়ালচ্ছে!!”

“মানে কী! এই বল্লি ওরা সব স্বৈরাচারের চর, ওরাই আবার তোর কাছে ইতিহাসের বীর!! নাহ্ মনে হয় সকাল সকাল একটু বেশি মাত্রায় গঞ্জিকা সেবনের খপ্পরে পড়ছিস।”

“ধুর মিয়া আপনে হালায় পিস্যুডৌ ইন্টেলেকচ্যুয়াল। কোনো কিছু না বুঝাই গাঞ্জুট্টির মতুন ফাল পাড়তাছেন? আপনে মিয়া বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হকের অবদানের কথা বুঝেন?”

“বুঝবো না ক্যেনো, স্বৈরাচারের চ্যালাচামুন্ডা হয়ে বস্তা বস্তা ট্যাকা কামিয়েছে আর আলিশান বাড়ি বানিয়েছে!!”

“জ্বি অয়, হালায় ওই আলিশান অট্টালিকা বানাইছে বইলাই পাবলিক গেছিলো বুলডোজার হান্দাইতে; ব্যাস লগে লগে মাইকে ডাকাইত ডাকাইত ঘোষণা দিয়া পাবলিকে দিছে মাইর, আরকী? হাজার বছরে বড় বড় ন্যেতারা যেইডা পারে নাই বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজ্জামেল হক, চোক্ষের নিমিষে হ্যেইডা কইরা দ্যেখায়া দিছে!

হালায় বাঘের বাচ্চা।”

“মানে কী? অর্থলোভী পামারগুলো, বাঘের বাচ্চা! আশ্চার্য্য!!”

“বাঘের বাচ্চা নাতো কী? হ্যেয় যুদি মাল কামায়া অট্টালিকা না বানাইতো,

তায়লে পাবলিকভি অ্যাটাক করতে যাইতো না আর ‘অপারেশন ডেভিল হান্ট’

হইতো না।”

“ওই গদভ ‘অপারেশন ডেভিল হান্ট’ মানে জানিস?”

“জানুম না ক্যেন? এডাতো পানির মতুন সুজা, ‘অপারেশন ডেভিল হান্ট’ যেহানে যতো ‘ডেভিল’ আছে, সবগুলারে হান্ট কইরা মানে খুঁইজ্জা খুঁইজ্জা বাইর কইরা ধইরা আন, খতম করো ব্যাস।”

“কিন্তু এখানে ‘ডেভিল’ বলতে কাদেরকে বোঝাচ্ছে জানিস? এখানেতো ‘ডেভিল’ মানে যারা আ.ক.ম. মোজ্জামেল হকের বাসায় লুট করছিল, তাদের হাত থেকে যারা বিগত স্বৈরাচারের পতনের কারিগর তারাই আবার সেই স্বৈরাচারের দোসর আ.ক.ম. মোজ্জামেল হকের সম্পদ রক্ষা করতে গিয়েছিল, কত বড় মনের সেইসব স্বদেশপ্রেমিক সৎসুন্দর ছাত্রদের বাড়িতে তালা ভেঙে প্রবেশকরা দুষ্কৃতিকারীরা চাপাতি দিয়ে কোপাল-মারলো সেই বাঙালি হয়ে বাঙালির বাড়ি লুণ্ঠনকারীদের সেই বাঙালি দুষ্কৃতিকারীদের ‘ডেভিল’ বলা হচ্ছে।”

“হেঃ... হেঃ... হেঃ...আপনি হালা পারেনও, আরে মিয়া গাজীপুরে স্বৈরাচারের চ্যেলা

আ.ক.ম. মোজ্জামেল হকের বাড়িতে আঠারো কুটি পাবলিকনি লুট করতে গেছিলো?”

“না না, তা কেনো। একটা দেশের সব লোক কি চোর হয় নাকি! কী পাগলের প্রলাপ

বকছিস?”

“তয়মিয়া বুঝেন না, এই ‘ডেভিল’ শুধুু গাজীপুরের না, সারাদেশে চলতাছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ মানে সারা দেশের ব্যেবাক ‘ডেভিল’ ধইরা তবেই শান্ত হোইবো ‘অপারেশন ডেভিল হান্ট’ বুঝছেন।”

“না না, তোর কথায় যুক্তি আছে, এই ‘ডেভিল’ শুধু গাজীপুরের ‘ডেভিল’ না, এই ‘ডেভিল’ সারা বাংলাদেশের ‘ডেভিল’। তো সারা বাংলাদেশের কে ‘ডেভিল’ আর কে ‘ডেভিল’ নয় সে তুই

কীভাবে বিচার করবি?”

“আব্বে হালায় আপনেরে তো এতোদিন চালাক চতুর ভাবছিলাম, আপনে তো দেহী আমাগো শখিনার চায়াও ভুদাই। আপনে হালায় বুঝেন না। “ডেভিল” ক্যেডা? শুনেন আমি কোই; “ডেভিল” হোইলো, পাপাত্মাদের অধিপতি শয়তান ওরফে ইবলিশ, ভূত-প্রেত প্রভৃতি-অনিষ্টকরা আত্মা, অতি অসৎ ব্যাক্তি। এই হোইলো “ডেভিলে”র মানে, বুঝছেন।”

“ওরে তাহলে তো বাংলাদেশের কোটি কোটি অধিবাসী ধরা পড়বে।”

“ক্যান ক্যান, কুটি কুটি ক্যান!!”

“ও আমার কচি খোকা, তুমি বোঝো না!! অতি অসৎ ব্যক্তি যে কিনা তোর ভাষায়

“ডেভিল” তাহলে বাংলাদেশে অতি অসৎলোক তো প্রতিটি প্রতিষ্ঠানে ভুরি ভুরি।

দেখ না তোর বাংলাদেশ ব্যাংকের ভল্ট ভাঙতেই সুর সুর করে সুরের কোটি কোটি

টাকা, ডলার, এক কেজি গোল্ড, বেডরুমে পাঁচ লাখ, ড্রইংরুমে সাত লাখ, বউ’ এর অ্যাকাউন্টে তিন’ কোটি, ঝিয়ের অ্যাকাউন্টে পাঁচ কোটি, বাড়ির কাজের বুয়ার অ্যাকাউন্টে দেড়’ কোটি আবার নিজের নামে সাতটি ফ্ল্যাট, শ্বশুরের নামে তিনটি, শ্যালকের নামে আটটি ফ্ল্যাট শালির নামে সাতটি। এমনিভাবে শাশুড়ি ও গার্লফ্রেন্ডের নামে আর রয়েছে নয়টি। ভাবতে পারিস এমনি সকল “ডেভিল” নিয়ে ঘর করছি আমরা, এবার “অপারেশন ডেভিল হান্ট” ধরবে সকল ভোমরা।”

“হ্যাঁ হ্যাঁ আপনে হালায় স্বভাবকবি। আপনে তো বার লক্ষ টাকার ছাগল,খাটের নিচের

বস্তা ভরা টাকা, সচিবগো বাড়ি ভাড়া কইরা ফ্লোর ভরা ক্যাসিনোর ট্যাকা কতকিছু কোইবেন, কিন্তু আমিকোইকী, আপনে মিয়া আসল কতাটা ধরতে পারেন নাই। সেইটা হইলো হাজার বছরে বড় বড় ন্যেতারা যেইডা পারে নাই এইবার সেই ঘটনা ঘটব আর বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম.মোজ্জামেল হকের নাম বিশ্ব দরবারে জ্বলজ্বল কইরা তারার মতুন চমকাইবো।”

“বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজ্জামেল হক, এমন কী করেছে যে ওর নাম বিশ্ব ইতিহাসে জ্বলজ্বল করবে??”

“এত দিন না আপনে আমারে কত্তবার বুড়বক কোইছেন আইজ আমি আপনেরে কমু কানিবক। আপনে মিয়া কানা নাকি, দেখতাছেন না ‘অপারেশন ডেভিল হান্ট’ ফাট কইরা ইবলিশরে ধরবো আর সারা বাংলাদেশ থ্যেইক্কা অন্যায় অত্যাচার, মানুষে মানুষে খুনাখুনি, বাঙালি হয়া বাঙালি খুন, ভায়ে ভায়ের জমি দখল, গরিব নিরীহ বেডির ওপর বড়লোকের অত্যাচার সব সব চক্ষুর পলকে মিট্টা যাইবো, ক্যা? কারণ সারা বাংলাদেশে আর ইবলিশ নাই, ইবলিশের সকল দুই নাম্বার কর্মকা- বন্ধ। হালায় ইবলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ এ ধরা পইড়া কাইৎ। ব্যাস সোনার বাংলা হীরার বাংলায় পরিণত। আর পাবলিক কোইবো হালায় আ.ক.ম. মোজ্জামেল হক যুদি মাল কামায়া অট্টালিকা না বানাইতো, তায়লে পাবলিকভি অ্যাটাক করতে যাইতো না আর ‘অপারেশন ডেভিল হান্ট’ ও হইতো না ‘ডেভিল’ মানে ইবলিশভী খতম হোইতো না। তাই কোই আপনে সব থুয়া এবার চলেন হীরার বাংলায় কেমনে হুরপরীর লগে দিন কাটাইবেন হেই চিন্তা করেন।”

“সত্যি বলছিস বাংলাদেশের সকল অন্যায় দূর হয়ে যাবে?? বিশ্বাস হয় না !!”

“আরে ভাই যে দেশে ইবলিশই নাই, খন্নাস নাই; মানে ‘ডেভিল’ নাই, ইবলিশের ওয়সওয়াসা নাই, সে দেশে তো আরকুনো অন্যায় থাকা পারবো না। বাংলার সব মানুষ ফকির দরবেশের মতুন দিন কাটাইবো। চারিদিকে কেবল শান্তি আর শান্তি।”

“তাহলে চল এবার সবাই মিলে চেষ্টা করি যাতে ইবলিশ হান্ট হয় ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হয়।

তাহলে বাংলাদেশে আর কোনো অন্যায় থাকবে না, শয়তানের কুপরামর্শে পি কে হালদার, মালদারও জন্মাবে না।”

“চলেন বাংলার ব্যেবাগত্যে মিল্লা কোরাশে কোই ‘গো টু দ্য ডেভিল’ ডেভিলের কাছে যাও তারে ধর আর ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল কর, সফল কর, সফল কর।”

[লেখক : চলচ্চিত্রকার]

back to top