alt

উপ-সম্পাদকীয়

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমে জাতীয় অগ্রগতি

পিযুষ চক্রবর্তী

: রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্বদেশ নিজের জন্মভূমি। জন্মভূমি ও জন্মভূমির মানুষকে ভালোবাসতে হয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধে সহনশীল হতে হয়। সার্বভৌমম-িত জন্মস্থান ও দেশ মাতৃকা বাংলাদেশ। এদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য সুগভীর ও সমৃদ্ধ। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন। ভাষার নামানুসারে আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতি পরিবেশ সবকিছুই এ দেশের মানুষের অর্থাৎ আমাদের সম্পদ। কথায় আছে- মাতা, মাতৃভাষা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও গরীয়সী। আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের জনসমষ্টিকে। জনসমষ্টিই দেশের প্রাণ ও সব ক্ষমতার উৎস। এ দেশের জনসমষ্টির মধ্যে রয়েছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খিষ্টান ধর্মীয় অনুসারী। ধর্মীয় রীতিনীতি যার যার রাষ্ট্রের অগ্রগতি ও সম্প্রীতি সব জনতার। প্রতিনিয়তই সব শ্রেণীর মানুষের মেলামেশা, উঠা-বসা হচ্ছে জীবন জীবিকার কর্মযজ্ঞ। কথায় আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষই সামাজিক কর্মকা- করে সভ্যতার চর্চা করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগায় নিজ হিত ও অপরাপর কল্যাণে। মানুষের কল্যাণেই রাষ্ট্রের সৃষ্টি ও

জাতীয়তার বন্ধন। এদেশে জাতীয়তার বন্ধনে সব জনগণই বাংলাদেশি। এদেশের মানুষ বিভিন্ন সময়ে বৃহৎ ঐক্যের সংগ্রাম করেছে ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ।

মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার লড়াই। এ লড়াইয়ে বাংলার আপামর জনসাধারণ অর্থাৎ কৃষক জেলে তাঁতি কামার-কুমার, বিভিন্ন পেশাজীবী ছাত্র-শিক্ষক, বৃদ্ধিজীবী, চিকিৎসক, শিল্পী, পুলিশ-আনসারসহ সব শ্রেণীর মানুষ ও সব ধর্মানুসারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া অনেকেই নানা ভাবে মুক্তি সংগ্রামীদের সাহায্য সহযোগিতা করেছিলেন। এটা তো কারও একার পক্ষে সম্ভব নয়। বাঙালির সম্মিলিত প্রয়াস ও বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বই মুক্তিযুদ্ধকে স্বাধীনতায় ও স্বাধীন দেশে পরিণত করে। মুক্তিযুদ্ধে এদেশের মানুষকে সহযোগিতা করে ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। প্রতিবেশী ও সম্প্রীতি অন্তর্জাতিক অঙ্গনে যেমন রয়েছে তেমনি রয়েছে স্থানীয় ও জাতীয় অঙ্গনে। বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক লাল-সবুজের পতাকা ও ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র। এদেশের গুরুত্বপূর্ণ লিখিত দলিল হচ্ছে সংবিধান। আর সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতান্ত্রিক ও বহুদলীয় রাজনীতির বাংলাদেশ।

এদেশে প্রায় ১৮ কোটি জনগণ রয়েছেন যাদের কল্যাণে সংসদীয় সরকার ব্যবস্থা গুরুত্ব বহন করে। দেশের কল্যাণেই

রাজনীতি ও রাজনৈতিক দল সৃষ্টি হয়। রাজনীতি হচ্ছে সেবার উদ্দেশ্যে শাসনকার্য পরিচালনা। সর্বদলীয় অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগে সরকার গঠিত হয় দেশ ও জাতির কল্যাণে। জাতির কল্যাণ ও দেশের অগ্রগতির স্বার্থে এদেশে সর্বদলীয় পরিশুদ্ধ রাজনীতির চর্চা ও ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা স্থাপন করতে হবে। রাজনীতিতে ন্যায়, সত্য, আদর্শ ও সঠিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। রাজনৈতিক অনুসারী তথা জনসমাজকে দেশ, সমাজ ও জাতির কল্যাণে যারা আত্মনিয়োগ করতে সমর্থ ও অনুপ্রাণিত তারাই রাজনৈতিক শাসন কার্যে অগ্রগামী হয়ে উঠুক এতে জাতি সুস্থ ধারার উন্নয়ন ও অগ্রগতিতে পরিচালিত হবে। রাজনীতিতে এদেশে গণতান্ত্রিকধারা সু-প্রতিষ্ঠিত হয়ে উঠুক মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার প্রসার লাভ করুক। মানুষের কল্যাণ ও দেশের অগ্রগতিই রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য। তাই দেশে ও দেশের মানুষের অধিকার কাক্সিক্ষত স্র্রোতধারায় প্রবাহিত হয়ে উঠুক। ক্ষমতার লোভ হিংসা-প্রতিহিংসা ও বৈষম্য সৃষ্টি হয়ে পূর্বাপর অস্থিতিশীল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা কারোরই কাম্য নয়। দেশের কল্যাণে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও লিখিত সংবিধানের দেশ। বহুদলীর রাজনৈতিক সরকার ব্যবস্থা এদেশে রয়েছে। রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি সহনশীল ও শ্রদ্ধা পোষণ করবে এতে সবারই কল্যাণ হবে এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কথায় আছে সবার তরে সকলে প্রত্যেকেই মোরা পরের তরে। জাতীয় ঐক্যের দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এ দেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় থাক দেশবাসীর সাধারণজনতা এটা প্রত্যাশা করে। দেশের কল্যাণে ও জনগণের উন্নয়ন অগ্রগতিতে কাজ যারা করবে বাংলার মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে আর মানবতা বিরোধী কাজ যারা করে দেশবাসী তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ও করবে।

[ লেখক : কবি ]

শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের লেখাপড়ায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

ভোটাধিকার পুনরুদ্ধারের সংস্কার

বই পড়ে কী হবে

জনস্বাস্থ্যের আরেক আতঙ্কের নাম ডিমেনশিয়া

ভারতে সঙ্ঘের রাজনৈতিক উদ্দেশ্য

রম্যগদ্য : “বঙ্গ হবে কলিঙ্গ”

আদিবাসী ভাষা সংরক্ষণে উদ্যোগ নিন

ছবি

ভাষা আন্দোলনের পটভূমি ও চেতনার অন্বেষণে

প্রযুক্তি, জলবায়ু ও জনসংখ্যার মোকাবিলায় উন্নয়নশীল অর্থনীতির

চাই একটি জাতীয় ভাষানীতি

অস্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক বায়ুদূষণ

আদিবাসীদের কাঁটাতারে বন্দি জীবন

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন : বাংলাদেশের কৌশল

শিক্ষক আন্দোলন প্রসঙ্গে

আর জি কর ঘিরে শাসক কৌশল প্রসঙ্গে

নিজের পথে ইউরোপ

ছবি

এই দাহ্য আগুন কি বিপ্লবী হতাশার বাহ্য রূপ

ভূমিজ বাঁওড় মৎস্যজীবীদের সমাজভিত্তিক সমবায় মালিকানা

মব থামাবে কে?

ভোটাধিকার পুনরুদ্ধারের সংস্কার

ফিরে দেখা বসন্ত উৎসব

এক যে ছিল স্বৈরাচারের আশির দশক!

রম্যগদ্য : কানামাছির রাজনীতি

চেকের মামলায় জেল খাটলেও টাকা আদায়ের আইনি প্রক্রিয়া

প্রতিক্রিয়াশীলতার ছায়াতলে কেবলই অন্ধকার

স্মরণ : গুরু রবিদাস জী

মাঘী পূর্ণিমা : সম্প্রীতির মধুময় স্মৃতি

ট্রাম্পের গাজা পরিকল্পনার বিপজ্জনক বাস্তবতা

পুলিশে কেমন সংস্কার চাই?

সত্যিই কি ইউএসএআইডি বন্ধ হয়ে যাবে

রম্যগদ্য: “গো টু দ্য ডেভিল”

এত ক্রোধ, প্রতিহিংসা আর অস্থিরতাÑ সবই কি স্বৈরাচারের পার্শ্ব প্রতিক্রিয়া!

কীভাবে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা যায়?

কেন এই ধ্বংস?

প্রসঙ্গ: সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ

পশ্চিমবঙ্গ : রাজনৈতিক হিন্দুত্বের নয়া গবেষণাগার

tab

উপ-সম্পাদকীয়

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমে জাতীয় অগ্রগতি

পিযুষ চক্রবর্তী

রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্বদেশ নিজের জন্মভূমি। জন্মভূমি ও জন্মভূমির মানুষকে ভালোবাসতে হয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধে সহনশীল হতে হয়। সার্বভৌমম-িত জন্মস্থান ও দেশ মাতৃকা বাংলাদেশ। এদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য সুগভীর ও সমৃদ্ধ। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন। ভাষার নামানুসারে আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতি পরিবেশ সবকিছুই এ দেশের মানুষের অর্থাৎ আমাদের সম্পদ। কথায় আছে- মাতা, মাতৃভাষা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও গরীয়সী। আমরা আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের জনসমষ্টিকে। জনসমষ্টিই দেশের প্রাণ ও সব ক্ষমতার উৎস। এ দেশের জনসমষ্টির মধ্যে রয়েছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খিষ্টান ধর্মীয় অনুসারী। ধর্মীয় রীতিনীতি যার যার রাষ্ট্রের অগ্রগতি ও সম্প্রীতি সব জনতার। প্রতিনিয়তই সব শ্রেণীর মানুষের মেলামেশা, উঠা-বসা হচ্ছে জীবন জীবিকার কর্মযজ্ঞ। কথায় আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষই সামাজিক কর্মকা- করে সভ্যতার চর্চা করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগায় নিজ হিত ও অপরাপর কল্যাণে। মানুষের কল্যাণেই রাষ্ট্রের সৃষ্টি ও

জাতীয়তার বন্ধন। এদেশে জাতীয়তার বন্ধনে সব জনগণই বাংলাদেশি। এদেশের মানুষ বিভিন্ন সময়ে বৃহৎ ঐক্যের সংগ্রাম করেছে ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ।

মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার লড়াই। এ লড়াইয়ে বাংলার আপামর জনসাধারণ অর্থাৎ কৃষক জেলে তাঁতি কামার-কুমার, বিভিন্ন পেশাজীবী ছাত্র-শিক্ষক, বৃদ্ধিজীবী, চিকিৎসক, শিল্পী, পুলিশ-আনসারসহ সব শ্রেণীর মানুষ ও সব ধর্মানুসারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া অনেকেই নানা ভাবে মুক্তি সংগ্রামীদের সাহায্য সহযোগিতা করেছিলেন। এটা তো কারও একার পক্ষে সম্ভব নয়। বাঙালির সম্মিলিত প্রয়াস ও বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বই মুক্তিযুদ্ধকে স্বাধীনতায় ও স্বাধীন দেশে পরিণত করে। মুক্তিযুদ্ধে এদেশের মানুষকে সহযোগিতা করে ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। প্রতিবেশী ও সম্প্রীতি অন্তর্জাতিক অঙ্গনে যেমন রয়েছে তেমনি রয়েছে স্থানীয় ও জাতীয় অঙ্গনে। বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক লাল-সবুজের পতাকা ও ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র। এদেশের গুরুত্বপূর্ণ লিখিত দলিল হচ্ছে সংবিধান। আর সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতান্ত্রিক ও বহুদলীয় রাজনীতির বাংলাদেশ।

এদেশে প্রায় ১৮ কোটি জনগণ রয়েছেন যাদের কল্যাণে সংসদীয় সরকার ব্যবস্থা গুরুত্ব বহন করে। দেশের কল্যাণেই

রাজনীতি ও রাজনৈতিক দল সৃষ্টি হয়। রাজনীতি হচ্ছে সেবার উদ্দেশ্যে শাসনকার্য পরিচালনা। সর্বদলীয় অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগে সরকার গঠিত হয় দেশ ও জাতির কল্যাণে। জাতির কল্যাণ ও দেশের অগ্রগতির স্বার্থে এদেশে সর্বদলীয় পরিশুদ্ধ রাজনীতির চর্চা ও ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা স্থাপন করতে হবে। রাজনীতিতে ন্যায়, সত্য, আদর্শ ও সঠিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। রাজনৈতিক অনুসারী তথা জনসমাজকে দেশ, সমাজ ও জাতির কল্যাণে যারা আত্মনিয়োগ করতে সমর্থ ও অনুপ্রাণিত তারাই রাজনৈতিক শাসন কার্যে অগ্রগামী হয়ে উঠুক এতে জাতি সুস্থ ধারার উন্নয়ন ও অগ্রগতিতে পরিচালিত হবে। রাজনীতিতে এদেশে গণতান্ত্রিকধারা সু-প্রতিষ্ঠিত হয়ে উঠুক মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার প্রসার লাভ করুক। মানুষের কল্যাণ ও দেশের অগ্রগতিই রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য। তাই দেশে ও দেশের মানুষের অধিকার কাক্সিক্ষত স্র্রোতধারায় প্রবাহিত হয়ে উঠুক। ক্ষমতার লোভ হিংসা-প্রতিহিংসা ও বৈষম্য সৃষ্টি হয়ে পূর্বাপর অস্থিতিশীল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা কায়েম হোক এটা কারোরই কাম্য নয়। দেশের কল্যাণে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও লিখিত সংবিধানের দেশ। বহুদলীর রাজনৈতিক সরকার ব্যবস্থা এদেশে রয়েছে। রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি সহনশীল ও শ্রদ্ধা পোষণ করবে এতে সবারই কল্যাণ হবে এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। কথায় আছে সবার তরে সকলে প্রত্যেকেই মোরা পরের তরে। জাতীয় ঐক্যের দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এ দেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় থাক দেশবাসীর সাধারণজনতা এটা প্রত্যাশা করে। দেশের কল্যাণে ও জনগণের উন্নয়ন অগ্রগতিতে কাজ যারা করবে বাংলার মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে আর মানবতা বিরোধী কাজ যারা করে দেশবাসী তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ও করবে।

[ লেখক : কবি ]

back to top