alt

উপ-সম্পাদকীয়

যে বিষয়গুলো আড়ালেই থেকে যায়

সাঈদ চৌধুরী

: মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যালের আগুনে দুদিন আগে যে ফুলকি আর ধোঁয়ার দাপট ছিল তাতে বাস্তবিক ভয়াবহতার আড়ালে যা ঘটেছে- তা নিয়ে আমরা আমাদের তেমন উদ্বিগ্ন করিনি। আমরা এখনও কেউ আধুনিকভাবে বিজ্ঞানকে চিন্তা করতে পারিনি সে বিষয়টি এরকম অগ্নিকান্ড, দুর্যোগ বা যে কোন ধরনের বিপর্যয় দেখার পর আরও স্পষ্ট হয়ে ওঠে!

কেউ কেউ পত্রিকায় তুলে এনেছেন এই কোম্পানির ক্ষতি কত হয়েছে সে বিষয়টি। এএসএম কেমিক্যালের মানব সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের!

কিন্তু পরিবেশের কি ক্ষতি হল, আশপাশে যারা আছে বা ছিল তাদের কি ক্ষতি হলো এবং যারা সংস্পর্শে থেকে কাজ করে যাচ্ছে তাদের কি ক্ষতি হলো?

সাধারণ কাঠের মধ্যে আগুন জ্বললেও সেখান থেকে কার্বন ও অন্যান্য যত উপাদান মিশ্রিত হয় তাতে একজন মানুষের শ্বাসতন্ত্র প্রবলভাবে ক্ষতি হয়। এ নিয়ে গবেষণাও আছে। ইইউ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যাগাজিন একটি রিসার্চ তথ্য প্রকাশ করেছিল এ বিষয়ে। সাধারণত বিশ্বে বনে আগুনের ফলে বাতাসে যে পরিবর্তনগুলো হয় তা তারা দেখাতে চেয়েছেন।

সেখানে বলা হয়েছে যেখানে আগুন লাগে তার থেকে দূরবর্তী অঞ্চলে সে আগুনের প্রভাব বিদ্যমান হয় এবং যত সময় বেশি ক্ষেপণ হয় তত বেশি দূষণের মাত্রা ও ভিন্নতা বাড়তে থাকে। গ্রিসের পাত্রাসের ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বায়ুমন্ডলীয় রসায়নবিদ এথানাসিওস নেনেস বলেন, ‘পূর্ব ভূমধ্যসাগরে আমরা রাশিয়ার বনের আগুন থেকে ধোঁয়া পাই এবং যখন এটি ঘটে তখন সর্বত্র শুধু কুয়াশাযুক্ত ধোঁয়া থাকে।’ এটা বেশ নাটকীয় হতে পারে। তারা পুরো অঞ্চল বা মহাদেশের কিছু অংশে বায়ুর গুণমানকে প্রভাবিত করছে।

সময়ের সঙ্গে সঙ্গে নেনেস এবং তার দল বায়ুমন্ডল, সূর্যালোক এবং অন্ধকারের সংস্পর্শে এলে ধোঁয়ায় কণার রসায়ন কিভাবে পরিবর্তিত হয় তা দেখতে সক্ষম হয়েছে। ২০১৭ সালে পাঁচ বছরের প্রকল্প শুরু হওয়ার পর থেকে দলটি যে মূল অনুসন্ধান করেছে, তার মধ্যে একটি হলো, বনভূমিতে আগুনে পুড়ে যাওয়া গাছ থেকে নির্গত কণাগুলো আরও বিষাক্ত হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে।

বাতাসে থাকাকালীন ধোঁয়ার কণাগুলো রাসায়নিকভাবে ট্রেস বা র‌্যাডিকেলের সঙ্গে বিক্রিয়া করে- অযৌক্তিক বা অজানা ইলেকট্রনসহ অণু- একটি প্রক্রিয়া উৎপন্ন করে, যা অক্সিডেশন নামে পরিচিত। এটি ধোঁয়া কণার যৌগগুলোকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল যৌগগুলোতে রূপান্তরিত করে। যখন তারা শ্বাস নেয়, তখন এই প্রতিক্রিয়াশীল যৌগগুলো- ফ্রি রেডিক্যাল নামে পরিচিত এবং এই ফ্রি রেডিক্যাল শরীরের কোষ এবং টিস্যুকে ক্ষতি করতে পারে।

এখন আসি কেমিক্যাল মিশ্রিত কোন দ্রব্যে আগুন লাগলে কি ধরনের বিপর্যয় বা ক্ষতি হতে পারে। গত দুদিন আগে ব্লিচিং পাউডার প্লান্টে আগুন লাগে গাজীপুরের শ্রীপুরে। ব্লিচিং পাউডারে থাকে এভেইলবেল ক্লোরিন যা মানব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর দ্রব্য । এখন ব্লিচিং পাউডারে যখন আগুন ধরে তখন ক্লোরিন বেইজড হওয়ায় সে আগুন আরও বেশি পরিমাণে দাহ্য বৈশিষ্ট্য প্রদর্শণ করে। যার ফলে প্রচুর ধোঁয়া এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা দেখা দেয় ।

বাতাসে হাইপো ক্লোরাইড বেইজড ধোঁয়া মানুষের ইনহলেশনের জন্য খুব বেশি ক্ষতিকর। আগুন লাগার দূরবর্তী স্থানে এই পার্টিকেলগুলো যেতে শিশির ও রোদের কণার সঙ্গে বিক্রিয়ায় আরও ভয়ানক রিএকশনেবল প্রতিলিপি তৈরি করতে পারে।

এই অঞ্চলে বাতাস পরীক্ষার দাবি অনেক দিনের। প্রচুর গজাড়ি বন আর বৃক্ষ শোভিত হওয়ার কারণে তাৎক্ষণিক ক্ষতি বোঝা না গেলেও এই কেমিক্যাল ফ্যাক্টরির কারণে মানব স্বাস্থ্যের প্রভাব যে খুব বিরূপ তা স্পষ্ট হলেও কোন গবেষণা এখন পর্যন্ত হলো না। এখানকার বাতাস যেমনি পরীক্ষা করা প্রয়োজন তেমনি ব্লিচিং পুড়ে যাবার পর এগুলো মাটির সঙ্গে কন্টামিনেশন করে যে ধরনের যৌগ উৎপন্ন করছে তা দেখাও প্রয়োজন।

[লেখক : রসায়নবিদ]

ছবি

স্মরণ : কাঙ্গাল হরিনাথ মজুমদার

ঐতিহাসিক মুজিবনগর দিবস

দাবদাহে সুস্থ থাকবেন কীভাবে

কত দিন পরে এলে, একটু শোনো

রম্যগদ্য : আনন্দ, দ্বিগুণ আনন্দ...

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

ঈদ নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি, বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ

প্রসঙ্গ: বিদেশি ঋণ

ছাত্ররাজনীতি কি খারাপ?

জাকাত : বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ স্কাউটস দিবস : শুরুর কথা

ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

প্রবাসীর ঈদ-ভাবনা

বিশ্ব স্বাস্থ্য দিবস

ধানের ফলন বাড়াতে ক্লাইমেট স্মার্ট গুটি ইউরিয়া প্রযুক্তি

কমিশন কিংবা ভিজিটে জমি রেজিস্ট্রির আইনি বিধান ও প্রাসঙ্গিকতা

ছবি

ঈদের অর্থনীতি

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে ‘পোস্ট পার্টিশন সিনড্রম’

শিক্ষকের বঞ্চনা, শিক্ষকের বেদনা

নিরাপদ সড়ক কেন চাই

রম্যগদ্য : ‘প্রহরীর সাতশ কোটি টাকা...’

ছবি

অবন্তিকাদের আত্মহনন

শিক্ষাবিষয়ক ভাবনা

অপ্রয়োজনে সিজারিয়ান নয়

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

ছবি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আতুড়ঘর

চেক ডিজঅনার মামলার অধিক্ষেত্র ও প্রাসঙ্গিকতা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের কৃষি

ছবি

‘হৃৎ কলমের’ পাখি এবং আমাদের জেগে ওঠা

ছবি

ভূগর্ভস্থ পানি সুরক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ

tab

উপ-সম্পাদকীয়

যে বিষয়গুলো আড়ালেই থেকে যায়

সাঈদ চৌধুরী

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যালের আগুনে দুদিন আগে যে ফুলকি আর ধোঁয়ার দাপট ছিল তাতে বাস্তবিক ভয়াবহতার আড়ালে যা ঘটেছে- তা নিয়ে আমরা আমাদের তেমন উদ্বিগ্ন করিনি। আমরা এখনও কেউ আধুনিকভাবে বিজ্ঞানকে চিন্তা করতে পারিনি সে বিষয়টি এরকম অগ্নিকান্ড, দুর্যোগ বা যে কোন ধরনের বিপর্যয় দেখার পর আরও স্পষ্ট হয়ে ওঠে!

কেউ কেউ পত্রিকায় তুলে এনেছেন এই কোম্পানির ক্ষতি কত হয়েছে সে বিষয়টি। এএসএম কেমিক্যালের মানব সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের!

কিন্তু পরিবেশের কি ক্ষতি হল, আশপাশে যারা আছে বা ছিল তাদের কি ক্ষতি হলো এবং যারা সংস্পর্শে থেকে কাজ করে যাচ্ছে তাদের কি ক্ষতি হলো?

সাধারণ কাঠের মধ্যে আগুন জ্বললেও সেখান থেকে কার্বন ও অন্যান্য যত উপাদান মিশ্রিত হয় তাতে একজন মানুষের শ্বাসতন্ত্র প্রবলভাবে ক্ষতি হয়। এ নিয়ে গবেষণাও আছে। ইইউ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যাগাজিন একটি রিসার্চ তথ্য প্রকাশ করেছিল এ বিষয়ে। সাধারণত বিশ্বে বনে আগুনের ফলে বাতাসে যে পরিবর্তনগুলো হয় তা তারা দেখাতে চেয়েছেন।

সেখানে বলা হয়েছে যেখানে আগুন লাগে তার থেকে দূরবর্তী অঞ্চলে সে আগুনের প্রভাব বিদ্যমান হয় এবং যত সময় বেশি ক্ষেপণ হয় তত বেশি দূষণের মাত্রা ও ভিন্নতা বাড়তে থাকে। গ্রিসের পাত্রাসের ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বায়ুমন্ডলীয় রসায়নবিদ এথানাসিওস নেনেস বলেন, ‘পূর্ব ভূমধ্যসাগরে আমরা রাশিয়ার বনের আগুন থেকে ধোঁয়া পাই এবং যখন এটি ঘটে তখন সর্বত্র শুধু কুয়াশাযুক্ত ধোঁয়া থাকে।’ এটা বেশ নাটকীয় হতে পারে। তারা পুরো অঞ্চল বা মহাদেশের কিছু অংশে বায়ুর গুণমানকে প্রভাবিত করছে।

সময়ের সঙ্গে সঙ্গে নেনেস এবং তার দল বায়ুমন্ডল, সূর্যালোক এবং অন্ধকারের সংস্পর্শে এলে ধোঁয়ায় কণার রসায়ন কিভাবে পরিবর্তিত হয় তা দেখতে সক্ষম হয়েছে। ২০১৭ সালে পাঁচ বছরের প্রকল্প শুরু হওয়ার পর থেকে দলটি যে মূল অনুসন্ধান করেছে, তার মধ্যে একটি হলো, বনভূমিতে আগুনে পুড়ে যাওয়া গাছ থেকে নির্গত কণাগুলো আরও বিষাক্ত হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে।

বাতাসে থাকাকালীন ধোঁয়ার কণাগুলো রাসায়নিকভাবে ট্রেস বা র‌্যাডিকেলের সঙ্গে বিক্রিয়া করে- অযৌক্তিক বা অজানা ইলেকট্রনসহ অণু- একটি প্রক্রিয়া উৎপন্ন করে, যা অক্সিডেশন নামে পরিচিত। এটি ধোঁয়া কণার যৌগগুলোকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল যৌগগুলোতে রূপান্তরিত করে। যখন তারা শ্বাস নেয়, তখন এই প্রতিক্রিয়াশীল যৌগগুলো- ফ্রি রেডিক্যাল নামে পরিচিত এবং এই ফ্রি রেডিক্যাল শরীরের কোষ এবং টিস্যুকে ক্ষতি করতে পারে।

এখন আসি কেমিক্যাল মিশ্রিত কোন দ্রব্যে আগুন লাগলে কি ধরনের বিপর্যয় বা ক্ষতি হতে পারে। গত দুদিন আগে ব্লিচিং পাউডার প্লান্টে আগুন লাগে গাজীপুরের শ্রীপুরে। ব্লিচিং পাউডারে থাকে এভেইলবেল ক্লোরিন যা মানব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর দ্রব্য । এখন ব্লিচিং পাউডারে যখন আগুন ধরে তখন ক্লোরিন বেইজড হওয়ায় সে আগুন আরও বেশি পরিমাণে দাহ্য বৈশিষ্ট্য প্রদর্শণ করে। যার ফলে প্রচুর ধোঁয়া এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা দেখা দেয় ।

বাতাসে হাইপো ক্লোরাইড বেইজড ধোঁয়া মানুষের ইনহলেশনের জন্য খুব বেশি ক্ষতিকর। আগুন লাগার দূরবর্তী স্থানে এই পার্টিকেলগুলো যেতে শিশির ও রোদের কণার সঙ্গে বিক্রিয়ায় আরও ভয়ানক রিএকশনেবল প্রতিলিপি তৈরি করতে পারে।

এই অঞ্চলে বাতাস পরীক্ষার দাবি অনেক দিনের। প্রচুর গজাড়ি বন আর বৃক্ষ শোভিত হওয়ার কারণে তাৎক্ষণিক ক্ষতি বোঝা না গেলেও এই কেমিক্যাল ফ্যাক্টরির কারণে মানব স্বাস্থ্যের প্রভাব যে খুব বিরূপ তা স্পষ্ট হলেও কোন গবেষণা এখন পর্যন্ত হলো না। এখানকার বাতাস যেমনি পরীক্ষা করা প্রয়োজন তেমনি ব্লিচিং পুড়ে যাবার পর এগুলো মাটির সঙ্গে কন্টামিনেশন করে যে ধরনের যৌগ উৎপন্ন করছে তা দেখাও প্রয়োজন।

[লেখক : রসায়নবিদ]

back to top