alt

উপ-সম্পাদকীয়

গ্লাসগো সম্মেলন থেকে কী মিলল?

শঙ্কর প্রসাদ দে

: সোমবার, ২২ নভেম্বর ২০২১

১২ নভেম্বর ২০২১, শেষ হলো দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন। এটি ‘কপ২৬’ নামে খ্যাত হয়েছে একটি ব্যর্থ সম্মেলন হিসেবে। সমাজ জীবনে রড় লোক যেমন গরিবকে মানুষ গণ্য করে না তেমনি বিশ্বের ধনী দেশগুলো এবার গরিব ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রীতিমতো অপমান করেছে। বাঙালি সমাজে ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে বলে থাকি ‘মাফ করো’। ২০১৫ সালে প্যারিস কনসোটিয়ামে বলা হয়েছিল, বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন করে দেবে ২০২০ সাল পর্যন্ত। গ্লাসগোতে যখন সবাই কেন ওই টাকা দেয়নি জিজ্ঞেস করল, তখন ক্ষতিকারক দেশগুলো বলল মাফ চাই এই টাকা দেয়া সম্ভব নয়। অথচ বাংলাদেশের মতো ৪৬টি দেশ চরম ঝুঁকিতে। এই দেশগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার উচ্ছতায় অবস্থিত। ইতোমধ্যে শিল্প বিপ্লবের পর থেকে তাপমাত্রা প্রায় দু’ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে। ফলে বিগত শতাব্দীতে পানির নিচে চলে গেছে বহুদ্বীপ এবং নদী তীরের জনপদ। সন্দ্বীপ তার প্রকৃষ্ঠ উদাহরণ।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ১) একবিংশ শতাব্দীতে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ শতাংশের মধ্যে আটকাতে হবে। ২) কয়লা, তেল, গ্যাসভিত্তিক বিদ্যুৎ, ইট, শিল্পপণ্য উৎপাদন বন্ধ করার রোডম্যাপ প্রণয়ন ৩) দায়ী শিল্পন্নোত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়।

পরিষ্কার কথা হলো, গত দুই দশকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার যে বিষ্ময়কর অর্থনৈতিক উন্নতি হয়েছে তার পেছনে ছিল শিল্পবিপ্লবে ব্যাপক হারে তেল, কয়লা ও গ্যাসের ব্যবহার। ফলে এই ধনী দেশগুলো এতবেশি কার্বণ নিসরণ করেছে যে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় ২ শতাংশ। বেড়েছে বায়ুদুষণ, নদী দুষণ, সমুদ্র দুষণ। গত অর্ধশতকে এই বড় লোকদের সঙ্গে যোগ দিয়েছে চীন, ভারত ও অস্ট্রেলিয়া। এই তিনটি দেশ কয়লা ও তেল পুড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়ে গেছে ১০ শতাংশের উপরে। চীনের কয়লার ধোঁয়ায় গোটা বিশ্ব আক্রান্ত।

কত দরখাস্ত, কত আবেদন, কত মিছিল, কত সম্মেলন। দিল্লি, বেইজিং আর ক্যানবেরা এসব দরখাস্ত সরাসরি খারিজ করে দিয়ে বলেছে, আগে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটুক তারপর বায়ুদুষণ আর তাপমাত্রার বিষয়টি আমলে নেয়া হবে।

নভেম্বর ৭ তারিখে এসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে একটি দলিল পেশ করে বলা হয় আগামীতে আর কোন কয়লাভিত্তিক প্রকল্প কোন দেশ স্থাপন করবে না। বাংলাদেশসহ ৪৬টি দেশ স্বাক্ষর করার পর অস্ট্র্রেলিয়ার কাছে নেয়া হলে, অস্ট্রেলিয়া স্বাক্ষর করতে অস্বীকার করে। ভারত, চীন, আমেরিকা এই প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকার করায় দলিলটিকে ডাস্টবিনে নিক্ষেপ করা ছাড়া অবশিষ্ট কিছু ছিল না।

৩১ অক্টোবর থেকে গ্লাসগোতে দুটো অনুষ্ঠান হয়েছে। একটি হলো ধনী দেশগুলোর জমজমাট পিকনিক। কারণ ধনী দেশগুলোর শাসকরা যে পিকনিক ভালোবাসে। অন্য দিকে হাজার হাজার পরিবেশকর্মী ও বাকি রাষ্ট্রপ্রধানদের দরখাস্ত আর কান্নাকাটি। কারণ এরা যে গরিব বা উন্নয়নশীল দেশ।

এই কান্নাকাটি শুরু ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন থেকে। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনকে রক্ষা করতে ব্রাজিলকে অনুরোধ করা হল। ব্রাজিল কর্কশ ভাষায় বলেছিল, আমাজনের গাছ না কাটলে আমাদের অর্থনীতি মুখ ধুবড়ে পড়বে। হ্যাঁ, যদি আমাজনের গাছ না কাটার জন্য বাকি বিশ্ব ক্ষতিপূরণ দেয়- তবে ব্রাজিল অবশ্যই গাছ কাটবে না। টাকা তো কেউ দিল না। এবং ২০০৯ থেকে আজ পর্যন্ত ওই প্রসঙ্গ আর সামনে আনলো না। হক কথা বললে, হক দাবি করলে এভাবে বিশ্ব মোড়লরা চুপ মেরে যায়।

উন্নত বিশ্ব নিজেদের প্রকৃতিকে স্বর্গতুল্য গড়ে তোলার পেছনে দুটো অপরাধ কর্মকা-ই ভিত্তি। প্রথমটি হলো ইউরোপ প্রায় ৫০০ বছর পৃথিবী ভাগ করে শাসন ও শোষণ করে পৃথিবীর ধনসম্পদ জমা করেছে। দ্বিতীয়ত গত প্রায় ৪০ বছর ধরে শিল্পবিপ্লব ঘটিয়ে গোটা পৃথিবীকে বাজারে পরিণত করেছে। এখনও অবশিষ্ট বিশ্ব থেকে সব ডলার, পাউন্ড নিয়ে যাচ্ছে আমেরিকা। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন। বিনিময়ে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড। ওজন স্তরে ফুটো দেখা দিয়েছে বহু আগে। সূর্যের ক্ষতিকারক রশ্মি ভূ-পৃষ্ঠে আঘাত হেনে নিয়ে যাচ্ছে প্রাণের গণ বিলুপ্তির দিকে।

অনিন্দ্য সুন্দর এই পৃথিবী ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে বলে এখনও জানা যায়নি। এই ধরনীতেও পাঁচবার প্রাণের গণবিলুপ্তি ঘটেছে। এর মধ্যে বরফ যুগে গণবিলুপ্তি আর মহাজাগতিক আঘাতে ডাইনোসরসহ প্রায়সব প্রাণীর বিলুপ্তি হয়েছিল। পাঁচটি গণবিলুপ্তিই ছিল প্রাকৃতিক অনিবার্যতা।

কিন্তু পৃথিবী আজ ষষ্ঠবারের মতো গণবিলুপ্তির মুখোমুখি শুধুমাত্র মানুষ তথা তথাকথিত উন্নত বিশ্বের অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে। অতীতের গণবিলুপ্তিগুলোতে তেলাপোকাসহ বেশকিছু প্রাণী রক্ষা পেয়েছিল। বিজ্ঞানীরা বলেছেন এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি থামানো না গেলে ষষ্ঠ গণবিলুপ্তিতে কোন প্রাণীই রক্ষা পাবে না। প্রায় চূড়ান্তভাবে মনুষ্য প্রজাতির গণ-বিলুপ্তি ঘটে যেতে পারে। এত হতাশাজনক ফলাফল নিয়ে কেউ বাড়ি ফিরতে চায়নি। মশকরার সীমা রইলো না। লাগেজ গুছোতে গুছোতে ধনী দেশগুলো বলল, আগের টাকা মাপ করে দিও। এবার ক্ষতিপূরণ দেব- তবে ২০২৩ সাল থেকে।

স্টিফেন হকিং আগে বলেছিলেন, মানবজাতির হাতে একশ বছরের বেশি সময় নাই, তথাকথিত উন্নত বিশ্ব কি মানবজাতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে?

[লেখক : আইনজীবী, হাইকোর্ট]

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান

তিন দিক থেকে স্বাস্থ্যঝুঁকি : করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া

দেশের অর্থ পাচারের বাস্তবতা

খাদ্য নিরাপত্তার নতুন দিগন্ত

আবারও কি রোহিঙ্গাদের ত্যাগ করবে বিশ্ব?

প্লান্ট ক্লিনিক বদলে দিচ্ছে কৃষির ভবিষ্যৎ

ঢাকাকে বাসযোগ্য নগরী করতে করণীয়

রম্যগদ্য : ‘ডন ডনা ডন ডন...’

ইরান-ইসরায়েল দ্বন্দ্ব : কে সন্ত্রাসী, কে শিকার?

সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব

প্রতিরোধই উত্তম : মাদকমুক্ত প্রজন্ম গড়ার ডাক

ছবি

বিকাশের পথকে পরিত্যাগ করা যাবে না

বর্ষা ও বৃক্ষরোপণ : সবুজ বিপ্লবের আহ্বান

প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে শিক্ষকের করণীয়

পারমাণবিক ন্যায়বিচার ও বৈশ্বিক ভণ্ডামির প্রতিচ্ছবি

পরিবেশের নীরব রক্ষক : শকুন সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

মশার উপদ্রব : জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা

ভুল স্বীকারে গ্লানি নেই

ভাঙনের বুকে টিকে থাকা স্বপ্ন

tab

উপ-সম্পাদকীয়

গ্লাসগো সম্মেলন থেকে কী মিলল?

শঙ্কর প্রসাদ দে

সোমবার, ২২ নভেম্বর ২০২১

১২ নভেম্বর ২০২১, শেষ হলো দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন। এটি ‘কপ২৬’ নামে খ্যাত হয়েছে একটি ব্যর্থ সম্মেলন হিসেবে। সমাজ জীবনে রড় লোক যেমন গরিবকে মানুষ গণ্য করে না তেমনি বিশ্বের ধনী দেশগুলো এবার গরিব ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রীতিমতো অপমান করেছে। বাঙালি সমাজে ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে বলে থাকি ‘মাফ করো’। ২০১৫ সালে প্যারিস কনসোটিয়ামে বলা হয়েছিল, বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন করে দেবে ২০২০ সাল পর্যন্ত। গ্লাসগোতে যখন সবাই কেন ওই টাকা দেয়নি জিজ্ঞেস করল, তখন ক্ষতিকারক দেশগুলো বলল মাফ চাই এই টাকা দেয়া সম্ভব নয়। অথচ বাংলাদেশের মতো ৪৬টি দেশ চরম ঝুঁকিতে। এই দেশগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার উচ্ছতায় অবস্থিত। ইতোমধ্যে শিল্প বিপ্লবের পর থেকে তাপমাত্রা প্রায় দু’ডিগ্রির কাছাকাছি বেড়ে গেছে। ফলে বিগত শতাব্দীতে পানির নিচে চলে গেছে বহুদ্বীপ এবং নদী তীরের জনপদ। সন্দ্বীপ তার প্রকৃষ্ঠ উদাহরণ।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ১) একবিংশ শতাব্দীতে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ শতাংশের মধ্যে আটকাতে হবে। ২) কয়লা, তেল, গ্যাসভিত্তিক বিদ্যুৎ, ইট, শিল্পপণ্য উৎপাদন বন্ধ করার রোডম্যাপ প্রণয়ন ৩) দায়ী শিল্পন্নোত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়।

পরিষ্কার কথা হলো, গত দুই দশকে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার যে বিষ্ময়কর অর্থনৈতিক উন্নতি হয়েছে তার পেছনে ছিল শিল্পবিপ্লবে ব্যাপক হারে তেল, কয়লা ও গ্যাসের ব্যবহার। ফলে এই ধনী দেশগুলো এতবেশি কার্বণ নিসরণ করেছে যে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় ২ শতাংশ। বেড়েছে বায়ুদুষণ, নদী দুষণ, সমুদ্র দুষণ। গত অর্ধশতকে এই বড় লোকদের সঙ্গে যোগ দিয়েছে চীন, ভারত ও অস্ট্রেলিয়া। এই তিনটি দেশ কয়লা ও তেল পুড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়ে গেছে ১০ শতাংশের উপরে। চীনের কয়লার ধোঁয়ায় গোটা বিশ্ব আক্রান্ত।

কত দরখাস্ত, কত আবেদন, কত মিছিল, কত সম্মেলন। দিল্লি, বেইজিং আর ক্যানবেরা এসব দরখাস্ত সরাসরি খারিজ করে দিয়ে বলেছে, আগে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটুক তারপর বায়ুদুষণ আর তাপমাত্রার বিষয়টি আমলে নেয়া হবে।

নভেম্বর ৭ তারিখে এসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে একটি দলিল পেশ করে বলা হয় আগামীতে আর কোন কয়লাভিত্তিক প্রকল্প কোন দেশ স্থাপন করবে না। বাংলাদেশসহ ৪৬টি দেশ স্বাক্ষর করার পর অস্ট্র্রেলিয়ার কাছে নেয়া হলে, অস্ট্রেলিয়া স্বাক্ষর করতে অস্বীকার করে। ভারত, চীন, আমেরিকা এই প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকার করায় দলিলটিকে ডাস্টবিনে নিক্ষেপ করা ছাড়া অবশিষ্ট কিছু ছিল না।

৩১ অক্টোবর থেকে গ্লাসগোতে দুটো অনুষ্ঠান হয়েছে। একটি হলো ধনী দেশগুলোর জমজমাট পিকনিক। কারণ ধনী দেশগুলোর শাসকরা যে পিকনিক ভালোবাসে। অন্য দিকে হাজার হাজার পরিবেশকর্মী ও বাকি রাষ্ট্রপ্রধানদের দরখাস্ত আর কান্নাকাটি। কারণ এরা যে গরিব বা উন্নয়নশীল দেশ।

এই কান্নাকাটি শুরু ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন থেকে। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনকে রক্ষা করতে ব্রাজিলকে অনুরোধ করা হল। ব্রাজিল কর্কশ ভাষায় বলেছিল, আমাজনের গাছ না কাটলে আমাদের অর্থনীতি মুখ ধুবড়ে পড়বে। হ্যাঁ, যদি আমাজনের গাছ না কাটার জন্য বাকি বিশ্ব ক্ষতিপূরণ দেয়- তবে ব্রাজিল অবশ্যই গাছ কাটবে না। টাকা তো কেউ দিল না। এবং ২০০৯ থেকে আজ পর্যন্ত ওই প্রসঙ্গ আর সামনে আনলো না। হক কথা বললে, হক দাবি করলে এভাবে বিশ্ব মোড়লরা চুপ মেরে যায়।

উন্নত বিশ্ব নিজেদের প্রকৃতিকে স্বর্গতুল্য গড়ে তোলার পেছনে দুটো অপরাধ কর্মকা-ই ভিত্তি। প্রথমটি হলো ইউরোপ প্রায় ৫০০ বছর পৃথিবী ভাগ করে শাসন ও শোষণ করে পৃথিবীর ধনসম্পদ জমা করেছে। দ্বিতীয়ত গত প্রায় ৪০ বছর ধরে শিল্পবিপ্লব ঘটিয়ে গোটা পৃথিবীকে বাজারে পরিণত করেছে। এখনও অবশিষ্ট বিশ্ব থেকে সব ডলার, পাউন্ড নিয়ে যাচ্ছে আমেরিকা। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন। বিনিময়ে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড। ওজন স্তরে ফুটো দেখা দিয়েছে বহু আগে। সূর্যের ক্ষতিকারক রশ্মি ভূ-পৃষ্ঠে আঘাত হেনে নিয়ে যাচ্ছে প্রাণের গণ বিলুপ্তির দিকে।

অনিন্দ্য সুন্দর এই পৃথিবী ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে বলে এখনও জানা যায়নি। এই ধরনীতেও পাঁচবার প্রাণের গণবিলুপ্তি ঘটেছে। এর মধ্যে বরফ যুগে গণবিলুপ্তি আর মহাজাগতিক আঘাতে ডাইনোসরসহ প্রায়সব প্রাণীর বিলুপ্তি হয়েছিল। পাঁচটি গণবিলুপ্তিই ছিল প্রাকৃতিক অনিবার্যতা।

কিন্তু পৃথিবী আজ ষষ্ঠবারের মতো গণবিলুপ্তির মুখোমুখি শুধুমাত্র মানুষ তথা তথাকথিত উন্নত বিশ্বের অপরিণামদর্শী কর্মকাণ্ডের কারণে। অতীতের গণবিলুপ্তিগুলোতে তেলাপোকাসহ বেশকিছু প্রাণী রক্ষা পেয়েছিল। বিজ্ঞানীরা বলেছেন এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি থামানো না গেলে ষষ্ঠ গণবিলুপ্তিতে কোন প্রাণীই রক্ষা পাবে না। প্রায় চূড়ান্তভাবে মনুষ্য প্রজাতির গণ-বিলুপ্তি ঘটে যেতে পারে। এত হতাশাজনক ফলাফল নিয়ে কেউ বাড়ি ফিরতে চায়নি। মশকরার সীমা রইলো না। লাগেজ গুছোতে গুছোতে ধনী দেশগুলো বলল, আগের টাকা মাপ করে দিও। এবার ক্ষতিপূরণ দেব- তবে ২০২৩ সাল থেকে।

স্টিফেন হকিং আগে বলেছিলেন, মানবজাতির হাতে একশ বছরের বেশি সময় নাই, তথাকথিত উন্নত বিশ্ব কি মানবজাতিকে সেদিকেই নিয়ে যাচ্ছে?

[লেখক : আইনজীবী, হাইকোর্ট]

back to top