alt

উপ-সম্পাদকীয়

রোজায় দ্রব্যমূল্য বাড়ে কেন

শাহ মো. জিয়াউদ্দিন

: শনিবার, ০১ এপ্রিল ২০২৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করছে রোজা শুরু হওয়ার আগেই। রোজার মাঝেও বেড়েই চলেছে পণ্যের দাম। সরকারের প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, খাদ্য দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই, কাষ্টমস, স্বাস্থ্য দপ্তরের স্যানেটারি ইন্সপেক্টরসহ অনেকগুলো সরকারি বিভাগ গলদঘর্ম পরিশ্রম করছে মাঠপর্যায়ে, তবে তারা পণ্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে পারছে না।

আজ থেকে ৩০ বছর আগে এত সরকারি দপ্তর পণ্য মূল্য ও নিরাপদ ভেজালমুক্ত খাদ্য নিয়ে কাজ করেনি। সরকার নিরাপদ খাদ্য ও বাজার মূল্য যথাযথ রাখেতে দপ্তর বাড়িয়েছেন, কিন্তু পণ্যের মূল্য এবং গুণগতমান ও খাবারে বিশুদ্ধতার আগের চেয়ে খারাপ অবস্থায় চলে গেছে। তাহলে এত দপ্তর বাড়িয়ে কী লাভ হলো। মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে তা সরকারি দপ্তর দিয়ে কি নিয়ন্ত্রণ করা যাবে। দেশে নৈতিক মূল্যবোধের ঘটেছে মারাত্বক অবক্ষয়।

ধর্মের নামে যে নৈতিক শিক্ষাব্যবস্থা চালু আছে তা শুধু ধর্মান্ধতাই শেখায়। জাতির সামষ্টিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে নৈতিকতার উন্মেষ ঘটায় না। রোজা বা অন্য কোন বিশেষ পার্বণ উপলক্ষে যখন পণ্যের চাহিদা বাড়ে তখন একদল স্বার্থান্বেষীগোষ্ঠী কৌশলে মুনাফা লুটে নেয়। বাংলাদেশে ইসলাম ধর্মপালকারী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। রোজা আসলে মানুষের বিশেষ করে খাদ্যপণ্যগুলোর চাহিদা বেড়ে যায় অন্য সময়ের বেশি। অসমর্থিত এক পরিসংখ্যনে দেখা যায় যে , রোজার সময় খাবার তৈরির বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে দাঁড়ায় সাধারণ সময়ের চেয়ে তিন চার গুণ বেশি। যদিও রোজার মাসকে বলা হয়ে থাকে সংযমের মাস। তবে বাস্তবে খাদ্য পণ্য কেনার বিষয়ে রোজার সময় ক্রেতাও হয়ে যান অসংযমী। আহারের জন্য ও রসনাতৃপ্তির জন্য বেশি করে কিনে খাদ্যপণ্যগুলো, অন্য মাসে তাদের এত বেশি পরিমাণে লাগত না যে পরিমাণ রোজার মাসে প্রয়োজন হয়।

যেমন, বাজারে সাধারণ সময়ে যত পরিমাণ জিলাপির চাহিদা ছিল, রোজা আসলে সেই জিলাপির চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। রোজায় মসুর ডালের বাড়ে বহুবিধ ব্যবহার, যেমন পেঁয়াজু তৈরিসহ বিভিন্ন বড়া জাতীয় ও নানা পদের খাবার তৈরিতে মসুরের ডালের ব্যবহার হয়। বেগুনের ব্যবহার বাড়ে বেগুনি, তরকারিতে ঠিক এমন করেই প্রতিটি খাদ্য পণ্যের ব্যবহার বাড়ে। ফলে এগুলোর বাজার চাহিদা বেড়ে যায়।

বাজারকে স্থিতিশীল রাখতে হলে চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্যতা রাখতে হবে। রোজা আসলে হঠাৎ করেই বা অপরিকল্পিতভাবে বা অনুমেয়তার পরিমাপ না করেই চাহিদা বাড়ে। এই চাহিদা জোগানটা কত পূরণ করতে পারে বিদ্যমান বাজারের জোগান চ্যানেল- তা কিন্তু দেখার বিষয়। চাহিদার সঙ্গে মিল রেখে জোগান না বাড়লেই বাজার অস্থিতিশীল হয়ে উঠবে, এটাই স্বাভাবিক।

বাজারে পণ্য কমলে আর ভোক্তার সংখ্যা বাড়লে, পণ্য বিক্রয় পদ্ধতি অনেকটা নিলাম প্রথার মতো হয়ে ওঠে। যেমন, উদাহরণ হিসেবে বলা যায়, একটি পণ্য কেনার জন্য পাঁচজন ভোক্তা উপস্থিত। পণ্যটা সবারই দরকার। একটু দাম বেশি হলেও তারা এটা কিনবে, তখন চলে প্রতিযোগিতা আর বিক্রেতা কৌশললে পণ্যটির দাম বাড়িয়ে দেন, আর পাঁচজন ক্রেতা কে কার চেয়ে আগে পণ্যটি পাবে সেই মনোভাব থেকে মূল্যটা বেশি দিয়ে দেয়।

প্রায়ই বলতে শোনা যায়, রোজার মাসে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে বেশি মুনাফা করে। এ ধরনের মুনাফা করাটা ঠিক না। যখন একজন ক্রেতা নিজেই অসংযমী হয়ে ওঠে পণ্যটি পাওয়ার আশায়, আর ক্রেতা নিজেই বেশি দাম হলেও পণ্য কিনে নেয় তখন দোষটা কার। ক্রেতার অসংযমী মনোভাবটাও পণ্যমূল্য বাড়িয়ে দেয়ার একটি কারণ। এই অসংযমী হওয়ার মনোভাবটা আমলে নিয়ে পণ্য মূল্য বাড়ার বিষয়টা দেখা উচিত।

এদেশে সবার আয় সমান না, যাদের আয় বেশি তারা পণ্যের মূল্যটা বিবেচনা নেয় না তারা অধিক মূল্য হলেও চাহিদার পণ্যটি কেনে। কারণ ক্রেতার কেনার প্রবণতার গতি নিরীক্ষণ করেই বিক্রেতা দাম বাড়ায়। রোজার মধ্যে মাছ, মাংস, দুধ , ডিম, সবজি চাহিদা সাধারণ সময়ের চেয়ে বেড়ে যায় কয়েক গুণ। এই পণ্যগুলোর উৎপাদন কি রোজার মাসে বেড়ে যায়, যদি না বাড়ে তাহলে চাহিদার বিপরীতে জোগান কমাটা স্বাভাবিক। জোগান কম, কেনার প্রতিযোগিতা বেশি এই ধরনের পরিবেশটা সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়ায়। তাই দেখা যায়, সাপ্লাই চেইনটা মাঝে মাঝে চাহিদার প্রবল তোড়ে ভেঙে পড়ে আর বাজারে সৃষ্টি হয় ভ্যকুয়াম, তখনই পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। গ্রামের কৃষকরা কৃষির খাদ্য পণ্য উৎপাদন করে যেমন- ছোলা, ডাল, মটরদানা এরকম। এই কৃষকরাও বাড়িতে এই পণ্যগুলো মজুত করে রাখে রোজার মাসে বিক্রি করার জন্য। রোজা শুরু আগে বা রোজার মধ্যে কৃষকরা গ্রামের হাটে পণ্যগুলো বিক্রি করে দেয়। প্রশ্ন হতে পারে তাহলে তো পণ্যটির দাম কমার কথা। কিন্তু কমে না কেন? না কমার কারণ হলো- উৎপাদনের সময় থেকে পণ্য সংরক্ষণের ব্যয় ও সময় এর বিষয়টি আমলে নিলে দেখা যাবে পণ্যটির দাম অটোমেটিকলি বাড়ারই কথা।

সরকারের বিভিন্ন দপ্তর খুচরা বাজারে গিয়ে পাইকারিভাবে কেনা মূল্যের ভাউচার চেক করছেন। এই বিষয়টি কি সঠিক সমাধানের পথ হলো? কারণ পাইকারি বাজার ভাউচার তৈরি করার সময় খুচরা ব্যবসায়ীর দিকটাই দেখবে। পাইকারি বিক্রেতা নানা কৌশলে ভাউচারের দাম লিখতে পারেন। ভোক্তা অধিকার দপ্তরের কর্তা ব্যক্তিরা নিজেরাও কিন্তু বিষয়টি বোঝেন। কারণ সরকারি দপ্তরের অনেক কর্তা ব্যক্তিরা অফিসসামগ্রী কেনার সময় ভাউচারে বেশি দাম লিখিয়ে নিয়ে যান। আর বেশি দাম লিখা ভাউচার দিয়ে সরকারি কোষাগার থেকে বিল নেন। আবার এটাও দেখা যায় যে, পরিমাণে অফিস সরঞ্জাম লেগেছে তার পরিমাণটা বেশি লেখেও দোকানির কাছ থেকে ভাউচার নেন। এরকম ফাঁকফোকরের কথা সবারই জানা।

মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে তা সরকারি দপ্তর দিয়ে কি নিয়ন্ত্রণ করা যাবে

ভোক্তা অধিকার দপ্তর জোরেসোরে মাঠে নেমেছেন পণ্যের মূল্য সঠিক রাখতে বা দাম কমাতে। কিন্তু তারা কত পারছেন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে প্রশ্ন- এখানে কি পাইকারী বাজার থেকে কেনা ভাউচার দেখার প্রয়োজন আদৌ আছে বা তা দেখে কি কোন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তারা। সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এ বাজারের দাম কমার চেয়ে বেড়েই চলেছে। বিষয়টা এনজিওর ক্ষুদ্র ঋণ গ্রহিতার গল্পের মতো। এক গ্রামের দরিদ্র নারী একটি এনজিও থেকে ঋণ নেন সাপ্তাহিক কিস্তিতে, তিন সপ্তাহ তিনি কিস্তি দিতে পারেননি। মাঠকর্মী এসে তাকে শাসিয়ে বলে আজ কিস্তি না দিলে বড় স্যার আসবেন। দরিদ্র নারীটি কাঁপতে কাঁপতে বলেন ঘরে টাকা নাই- বড় স্যার কেন দারোগা আসলেও কোন লাভ হবে না।

সুতরাং রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই জোগানের বিষয়টি নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহনে জায়গায় জায়গায় পুলিশের চাঁদা নেয়ার প্রবণতা রোধ করতে হবে। শুধু প্রান্তিক খুচরা বিক্রেতার ওপর ছড়ি ঘুরালেও কোন লাভ হবে না। তাই জোগানের চ্যানেলটা আগে নিশ্চিত করুন। উল্লেখিত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারলে তাহলে পণ্যের দাম আর বাড়বে না বলে আশা করা যায়।

[লেখক: উন্নয়নকর্মী]

দুর্নীতির দৌলতে বিভাজনের রাজনীতি সহজ হয়েছে

ছবি

বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব

ছবি

হাতি ও মানুষের সংঘাত বাড়ল কেন?

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন : সাদামাটা কিছু কথা

ছবি

পানি সংকট মোকাবিলায় করণীয়

বাজেটের চ্যালেঞ্জগুলো কী

রসনাবাদ : উপকূলের একটি গ্রামের আত্মকথা

মার্কিন ভিসানীতি : লক্ষ্য কি শুধুই অবাধ সুষ্ঠু নির্বাচন?

বাজেটে শিক্ষার প্রাপ্তি কী?

প্লাস্টিক ও পরিবেশ

ছবি

ছয় দফা : স্বাধীনতা অভিমুখে চলার মহাসড়ক

মিথ্যা মামলায় জড়ালে কী করবেন?

প্লাস্টিক দূষণ বন্ধে চাই সামাজিক সচেতনতা

স্বাধীনতার প্রথম গণনাট্য ‘এক নদী রক্ত’ ও শেখ কামাল

ফিরে দেখা : একাত্তরে কিছু গণহত্যার কথা

ছবি

স্মরণ : বৃক্ষের মতো সবুজ এক মানুষ

ভিসানীতি, রাজনীতি

ফিরে দেখা : একাত্তরে কিছু গণহত্যার কথা

ভারতের নতুন সংসদ ভবন এবং হিন্দু আধিপত্যবাদ

প্রত্যাশা পূরণে চাই গতিময় প্রশাসন

ফিরে দেখা : একাত্তরে কিছু গণহত্যার কথা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও আমি

পংকজ ভট্টাচার্যের ‘আদিবাসী জিজ্ঞাসা’

চিঠি : একটি ব্রিজ চাই

ফিরে দেখা : একাত্তরে কিছু গণহত্যার কথা

মার্কিন ভিসানীতি ও কিছু প্রশ্ন

ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আসবে কিভাবে

জ্বালানি সংকটে আশার আলো ইলিশা গ্যাসক্ষেত্র

তামাক নয়, খাদ্য ফলান

খাদ্য নিরাপত্তা ও কৃষিতে জৈবপ্রযুক্তি

আপনি তো আছেন নিজের সঙ্গে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কি প্রাথমিক থাকা যৌক্তিক?

কর্নাটকের ভোট বনাম ভারতের আসন্ন লোকসভার ভোট

স্মার্ট কৃষি বাস্তবায়নে প্রয়োজন স্মার্ট কৃষক

দূতাবাসের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার ও অবরোধের আশঙ্কা

দাদা ও নানার বাড়ির সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন?

tab

উপ-সম্পাদকীয়

রোজায় দ্রব্যমূল্য বাড়ে কেন

শাহ মো. জিয়াউদ্দিন

শনিবার, ০১ এপ্রিল ২০২৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়তে শুরু করছে রোজা শুরু হওয়ার আগেই। রোজার মাঝেও বেড়েই চলেছে পণ্যের দাম। সরকারের প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, খাদ্য দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই, কাষ্টমস, স্বাস্থ্য দপ্তরের স্যানেটারি ইন্সপেক্টরসহ অনেকগুলো সরকারি বিভাগ গলদঘর্ম পরিশ্রম করছে মাঠপর্যায়ে, তবে তারা পণ্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে পারছে না।

আজ থেকে ৩০ বছর আগে এত সরকারি দপ্তর পণ্য মূল্য ও নিরাপদ ভেজালমুক্ত খাদ্য নিয়ে কাজ করেনি। সরকার নিরাপদ খাদ্য ও বাজার মূল্য যথাযথ রাখেতে দপ্তর বাড়িয়েছেন, কিন্তু পণ্যের মূল্য এবং গুণগতমান ও খাবারে বিশুদ্ধতার আগের চেয়ে খারাপ অবস্থায় চলে গেছে। তাহলে এত দপ্তর বাড়িয়ে কী লাভ হলো। মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে তা সরকারি দপ্তর দিয়ে কি নিয়ন্ত্রণ করা যাবে। দেশে নৈতিক মূল্যবোধের ঘটেছে মারাত্বক অবক্ষয়।

ধর্মের নামে যে নৈতিক শিক্ষাব্যবস্থা চালু আছে তা শুধু ধর্মান্ধতাই শেখায়। জাতির সামষ্টিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে নৈতিকতার উন্মেষ ঘটায় না। রোজা বা অন্য কোন বিশেষ পার্বণ উপলক্ষে যখন পণ্যের চাহিদা বাড়ে তখন একদল স্বার্থান্বেষীগোষ্ঠী কৌশলে মুনাফা লুটে নেয়। বাংলাদেশে ইসলাম ধর্মপালকারী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। রোজা আসলে মানুষের বিশেষ করে খাদ্যপণ্যগুলোর চাহিদা বেড়ে যায় অন্য সময়ের বেশি। অসমর্থিত এক পরিসংখ্যনে দেখা যায় যে , রোজার সময় খাবার তৈরির বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে দাঁড়ায় সাধারণ সময়ের চেয়ে তিন চার গুণ বেশি। যদিও রোজার মাসকে বলা হয়ে থাকে সংযমের মাস। তবে বাস্তবে খাদ্য পণ্য কেনার বিষয়ে রোজার সময় ক্রেতাও হয়ে যান অসংযমী। আহারের জন্য ও রসনাতৃপ্তির জন্য বেশি করে কিনে খাদ্যপণ্যগুলো, অন্য মাসে তাদের এত বেশি পরিমাণে লাগত না যে পরিমাণ রোজার মাসে প্রয়োজন হয়।

যেমন, বাজারে সাধারণ সময়ে যত পরিমাণ জিলাপির চাহিদা ছিল, রোজা আসলে সেই জিলাপির চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। রোজায় মসুর ডালের বাড়ে বহুবিধ ব্যবহার, যেমন পেঁয়াজু তৈরিসহ বিভিন্ন বড়া জাতীয় ও নানা পদের খাবার তৈরিতে মসুরের ডালের ব্যবহার হয়। বেগুনের ব্যবহার বাড়ে বেগুনি, তরকারিতে ঠিক এমন করেই প্রতিটি খাদ্য পণ্যের ব্যবহার বাড়ে। ফলে এগুলোর বাজার চাহিদা বেড়ে যায়।

বাজারকে স্থিতিশীল রাখতে হলে চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্যতা রাখতে হবে। রোজা আসলে হঠাৎ করেই বা অপরিকল্পিতভাবে বা অনুমেয়তার পরিমাপ না করেই চাহিদা বাড়ে। এই চাহিদা জোগানটা কত পূরণ করতে পারে বিদ্যমান বাজারের জোগান চ্যানেল- তা কিন্তু দেখার বিষয়। চাহিদার সঙ্গে মিল রেখে জোগান না বাড়লেই বাজার অস্থিতিশীল হয়ে উঠবে, এটাই স্বাভাবিক।

বাজারে পণ্য কমলে আর ভোক্তার সংখ্যা বাড়লে, পণ্য বিক্রয় পদ্ধতি অনেকটা নিলাম প্রথার মতো হয়ে ওঠে। যেমন, উদাহরণ হিসেবে বলা যায়, একটি পণ্য কেনার জন্য পাঁচজন ভোক্তা উপস্থিত। পণ্যটা সবারই দরকার। একটু দাম বেশি হলেও তারা এটা কিনবে, তখন চলে প্রতিযোগিতা আর বিক্রেতা কৌশললে পণ্যটির দাম বাড়িয়ে দেন, আর পাঁচজন ক্রেতা কে কার চেয়ে আগে পণ্যটি পাবে সেই মনোভাব থেকে মূল্যটা বেশি দিয়ে দেয়।

প্রায়ই বলতে শোনা যায়, রোজার মাসে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে বেশি মুনাফা করে। এ ধরনের মুনাফা করাটা ঠিক না। যখন একজন ক্রেতা নিজেই অসংযমী হয়ে ওঠে পণ্যটি পাওয়ার আশায়, আর ক্রেতা নিজেই বেশি দাম হলেও পণ্য কিনে নেয় তখন দোষটা কার। ক্রেতার অসংযমী মনোভাবটাও পণ্যমূল্য বাড়িয়ে দেয়ার একটি কারণ। এই অসংযমী হওয়ার মনোভাবটা আমলে নিয়ে পণ্য মূল্য বাড়ার বিষয়টা দেখা উচিত।

এদেশে সবার আয় সমান না, যাদের আয় বেশি তারা পণ্যের মূল্যটা বিবেচনা নেয় না তারা অধিক মূল্য হলেও চাহিদার পণ্যটি কেনে। কারণ ক্রেতার কেনার প্রবণতার গতি নিরীক্ষণ করেই বিক্রেতা দাম বাড়ায়। রোজার মধ্যে মাছ, মাংস, দুধ , ডিম, সবজি চাহিদা সাধারণ সময়ের চেয়ে বেড়ে যায় কয়েক গুণ। এই পণ্যগুলোর উৎপাদন কি রোজার মাসে বেড়ে যায়, যদি না বাড়ে তাহলে চাহিদার বিপরীতে জোগান কমাটা স্বাভাবিক। জোগান কম, কেনার প্রতিযোগিতা বেশি এই ধরনের পরিবেশটা সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়ায়। তাই দেখা যায়, সাপ্লাই চেইনটা মাঝে মাঝে চাহিদার প্রবল তোড়ে ভেঙে পড়ে আর বাজারে সৃষ্টি হয় ভ্যকুয়াম, তখনই পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। গ্রামের কৃষকরা কৃষির খাদ্য পণ্য উৎপাদন করে যেমন- ছোলা, ডাল, মটরদানা এরকম। এই কৃষকরাও বাড়িতে এই পণ্যগুলো মজুত করে রাখে রোজার মাসে বিক্রি করার জন্য। রোজা শুরু আগে বা রোজার মধ্যে কৃষকরা গ্রামের হাটে পণ্যগুলো বিক্রি করে দেয়। প্রশ্ন হতে পারে তাহলে তো পণ্যটির দাম কমার কথা। কিন্তু কমে না কেন? না কমার কারণ হলো- উৎপাদনের সময় থেকে পণ্য সংরক্ষণের ব্যয় ও সময় এর বিষয়টি আমলে নিলে দেখা যাবে পণ্যটির দাম অটোমেটিকলি বাড়ারই কথা।

সরকারের বিভিন্ন দপ্তর খুচরা বাজারে গিয়ে পাইকারিভাবে কেনা মূল্যের ভাউচার চেক করছেন। এই বিষয়টি কি সঠিক সমাধানের পথ হলো? কারণ পাইকারি বাজার ভাউচার তৈরি করার সময় খুচরা ব্যবসায়ীর দিকটাই দেখবে। পাইকারি বিক্রেতা নানা কৌশলে ভাউচারের দাম লিখতে পারেন। ভোক্তা অধিকার দপ্তরের কর্তা ব্যক্তিরা নিজেরাও কিন্তু বিষয়টি বোঝেন। কারণ সরকারি দপ্তরের অনেক কর্তা ব্যক্তিরা অফিসসামগ্রী কেনার সময় ভাউচারে বেশি দাম লিখিয়ে নিয়ে যান। আর বেশি দাম লিখা ভাউচার দিয়ে সরকারি কোষাগার থেকে বিল নেন। আবার এটাও দেখা যায় যে, পরিমাণে অফিস সরঞ্জাম লেগেছে তার পরিমাণটা বেশি লেখেও দোকানির কাছ থেকে ভাউচার নেন। এরকম ফাঁকফোকরের কথা সবারই জানা।

মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে তা সরকারি দপ্তর দিয়ে কি নিয়ন্ত্রণ করা যাবে

ভোক্তা অধিকার দপ্তর জোরেসোরে মাঠে নেমেছেন পণ্যের মূল্য সঠিক রাখতে বা দাম কমাতে। কিন্তু তারা কত পারছেন? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে প্রশ্ন- এখানে কি পাইকারী বাজার থেকে কেনা ভাউচার দেখার প্রয়োজন আদৌ আছে বা তা দেখে কি কোন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তারা। সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এ বাজারের দাম কমার চেয়ে বেড়েই চলেছে। বিষয়টা এনজিওর ক্ষুদ্র ঋণ গ্রহিতার গল্পের মতো। এক গ্রামের দরিদ্র নারী একটি এনজিও থেকে ঋণ নেন সাপ্তাহিক কিস্তিতে, তিন সপ্তাহ তিনি কিস্তি দিতে পারেননি। মাঠকর্মী এসে তাকে শাসিয়ে বলে আজ কিস্তি না দিলে বড় স্যার আসবেন। দরিদ্র নারীটি কাঁপতে কাঁপতে বলেন ঘরে টাকা নাই- বড় স্যার কেন দারোগা আসলেও কোন লাভ হবে না।

সুতরাং রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই জোগানের বিষয়টি নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহনে জায়গায় জায়গায় পুলিশের চাঁদা নেয়ার প্রবণতা রোধ করতে হবে। শুধু প্রান্তিক খুচরা বিক্রেতার ওপর ছড়ি ঘুরালেও কোন লাভ হবে না। তাই জোগানের চ্যানেলটা আগে নিশ্চিত করুন। উল্লেখিত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারলে তাহলে পণ্যের দাম আর বাড়বে না বলে আশা করা যায়।

[লেখক: উন্নয়নকর্মী]

back to top