ভোজ্যতেল মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় ভোজ্যতেলের ব্যবহার অপরিহার্য। তবে তেল নিয়ে বছরের পর বছর তেলেসমাতি কারবার চলছেই। নানা কারসাজির মাধ্যমে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার অপতৎপরতার কথা কারও অজানা নয়। বারবার দাম বাড়ানো এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করায় সাধারণ মানুষের দুর্ভোগেরও অন্ত নেই। ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সরকারকেও হিমশিম খেতে হয়।
গত কয়েক বছরে নজিরবিহীনভাবে বেড়েছে তেলের দাম। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়েও ভোজ্যতেলের দাম ব্যাপকহারে বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত বছর যেভাবে বাজার থেকে ভোজ্যতেল উধাও করে দাম বাড়ানো হলো, তা এক কথায় নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট নিয়ে ভোক্তারা আবার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তেলের দাম বাড়াতে ফের কৃত্রিম সংকটের ফাঁদ রচনা করা হচ্ছে।
কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদদারি রোধে শক্তিশালী আইন প্রয়োগ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তেল মজুদকারী এবং দাম বাড়ানোর জন্য দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রণয়ন করতে হবে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হলে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো এবং দেশীয় উৎপাদন শক্তিশালী করতে হবে এবং ভোজ্যতেলের বাজারে অস্থিরতা কমিয়ে স্বচ্ছতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারের সাথে সাথে সব মহলের বিশেষ করে ব্যবসায়ী ও ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
ইডেন মহিলা কলেজ
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
ভোজ্যতেল মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় ভোজ্যতেলের ব্যবহার অপরিহার্য। তবে তেল নিয়ে বছরের পর বছর তেলেসমাতি কারবার চলছেই। নানা কারসাজির মাধ্যমে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার অপতৎপরতার কথা কারও অজানা নয়। বারবার দাম বাড়ানো এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করায় সাধারণ মানুষের দুর্ভোগেরও অন্ত নেই। ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে সরকারকেও হিমশিম খেতে হয়।
গত কয়েক বছরে নজিরবিহীনভাবে বেড়েছে তেলের দাম। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়েও ভোজ্যতেলের দাম ব্যাপকহারে বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত বছর যেভাবে বাজার থেকে ভোজ্যতেল উধাও করে দাম বাড়ানো হলো, তা এক কথায় নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট নিয়ে ভোক্তারা আবার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তেলের দাম বাড়াতে ফের কৃত্রিম সংকটের ফাঁদ রচনা করা হচ্ছে।
কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদদারি রোধে শক্তিশালী আইন প্রয়োগ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তেল মজুদকারী এবং দাম বাড়ানোর জন্য দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রণয়ন করতে হবে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হলে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো এবং দেশীয় উৎপাদন শক্তিশালী করতে হবে এবং ভোজ্যতেলের বাজারে অস্থিরতা কমিয়ে স্বচ্ছতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সরকারের সাথে সাথে সব মহলের বিশেষ করে ব্যবসায়ী ও ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
ইডেন মহিলা কলেজ