একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। আর ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম। ছাত্র সংসদই একমাত্র শিক্ষার্থীদের পক্ষে স্বাধীন ভাবে কাজ করে। ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয় শিক্ষার্থীদের মধ্য থেকেই যার ফলে ক্যাম্পাস ভিত্তিক সব সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের পথ আরও সহজ হয়। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই ছাত্র সংসদ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি মূলত ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি হলেও যা বর্তমানে একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উৎকৃষ্ট নেতা তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চর্চার চেয়ে অপচর্চাই বেশি। রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসাত্মক মনোভাব ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
ছাত্র সংসদ নির্বাচন হলে জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো নেতৃত্ব উঠে আসবে। রাজনীতি হলো দেশের মৌলিক পরিবর্তন যার মাধ্যমে হবে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন। আমরা জানি, একটি রাষ্ট্র সফলভাবে পরিচালনার জন্য অবশ্যই যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ছাত্র সংসদ যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্র সংসদ নির্বাচনের ফলে জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো নেতৃত্ব উঠে আসবে। রাজনীতি হচ্ছে সমাজ ও দেশ সেবার সর্বোৎকৃষ্ট মাধ্যম। রাজনীতিবিদদের মধ্য থেকেই গড়ে উঠে ভবিষ্যৎ নেতৃত্ব। দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব প্রদানের জন্য ছাত্র সংসদের প্রয়োজনীয়তা অপরিসীম।তাই, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংসদ চালু করা এখন সময়ের দাবি।
সাইফুল ইসলাম সাব্বির
সরকারি বাঙলা কলেজ, ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। আর ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম। ছাত্র সংসদই একমাত্র শিক্ষার্থীদের পক্ষে স্বাধীন ভাবে কাজ করে। ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচিত হয় শিক্ষার্থীদের মধ্য থেকেই যার ফলে ক্যাম্পাস ভিত্তিক সব সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের পথ আরও সহজ হয়। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই ছাত্র সংসদ।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি মূলত ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি হলেও যা বর্তমানে একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উৎকৃষ্ট নেতা তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চর্চার চেয়ে অপচর্চাই বেশি। রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসাত্মক মনোভাব ক্যাম্পাসে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
ছাত্র সংসদ নির্বাচন হলে জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো নেতৃত্ব উঠে আসবে। রাজনীতি হলো দেশের মৌলিক পরিবর্তন যার মাধ্যমে হবে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন। আমরা জানি, একটি রাষ্ট্র সফলভাবে পরিচালনার জন্য অবশ্যই যোগ্য নেতৃত্বের প্রয়োজন। ছাত্র সংসদ যোগ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্র সংসদ নির্বাচনের ফলে জাতীয় পর্যায়ে অনেক ভালো ভালো নেতৃত্ব উঠে আসবে। রাজনীতি হচ্ছে সমাজ ও দেশ সেবার সর্বোৎকৃষ্ট মাধ্যম। রাজনীতিবিদদের মধ্য থেকেই গড়ে উঠে ভবিষ্যৎ নেতৃত্ব। দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব প্রদানের জন্য ছাত্র সংসদের প্রয়োজনীয়তা অপরিসীম।তাই, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংসদ চালু করা এখন সময়ের দাবি।
সাইফুল ইসলাম সাব্বির
সরকারি বাঙলা কলেজ, ঢাকা