জয়পুরহাট সদরের বম্বু ইউনিয়নের বৃহৎ গ্রাম ধারকী। প্রায় ১০ হাজার মানুষের বাস এখানে। ধারকী বাজারের পাশেই শতবর্ষী স্কুল মদনমোহনপুর সঃপ্রাঃবিঃ মোড়ে দীর্ঘদিন থেকে একটি বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট বিকল হয়ে পড়ে আছে। কয়েক বছর আগে স্থাপিত এ আলোর খুঁটি একসময় আলো দিলেও এখন অকেজো। বাজারের পাশের এ মোড়, বেশ কয়েকটি পাড়ার সংযোগকেন্দ্র । ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে সন্ধ্যার পরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়।
শীতকালে একদম ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করে। ফলে, বাসিন্দাদের সন্ধ্যার পর বাজারে যাতায়াত বা চলাচলে কষ্ট হচ্ছে। অন্ধকারে যানবাহন চলাচলে দূর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই, বাজারে নতুন ল্যাম্পপোস্ট স্থাপন সহ অকেজোগুলো মেরামত করা হলে বাসিন্দারা নির্বিঘেœ যাতায়াত করতে পারবে। দ্রুত এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
তাওহীদ ইসলাম সজীব
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
জয়পুরহাট সদরের বম্বু ইউনিয়নের বৃহৎ গ্রাম ধারকী। প্রায় ১০ হাজার মানুষের বাস এখানে। ধারকী বাজারের পাশেই শতবর্ষী স্কুল মদনমোহনপুর সঃপ্রাঃবিঃ মোড়ে দীর্ঘদিন থেকে একটি বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট বিকল হয়ে পড়ে আছে। কয়েক বছর আগে স্থাপিত এ আলোর খুঁটি একসময় আলো দিলেও এখন অকেজো। বাজারের পাশের এ মোড়, বেশ কয়েকটি পাড়ার সংযোগকেন্দ্র । ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে সন্ধ্যার পরে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়।
শীতকালে একদম ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করে। ফলে, বাসিন্দাদের সন্ধ্যার পর বাজারে যাতায়াত বা চলাচলে কষ্ট হচ্ছে। অন্ধকারে যানবাহন চলাচলে দূর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই, বাজারে নতুন ল্যাম্পপোস্ট স্থাপন সহ অকেজোগুলো মেরামত করা হলে বাসিন্দারা নির্বিঘেœ যাতায়াত করতে পারবে। দ্রুত এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
তাওহীদ ইসলাম সজীব