রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : অটোরাইস মিল -সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত অটোরাইস মিলের বিরুদ্ধে একাধিক তদন্তের পরও মিলছে না প্রতিকার। ফলে অভিযোগ করে বিপাকে পড়েছেন বাদী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটোরাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটোরাইস মিল।
একই এলাকারভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরসমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এসএম সোহাগ।
তিনি জানান, আমি চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়টির অদূরে ও আমার নিজ জমির সিমানাঘেঁষে অবৈধভাবে ওই রাইস মিলটি গড়ে উঠেছে।
অভিযোগের পর গত ২০২৩ সালের ৮ জানুয়ারি তৎকালীন ইউএনও তৃপ্তি কতা মন্ডল তদন্ত করেন। এরপর গত ২০২৪ সালের ২০ নভেম্বর বর্তমান ইউএনও মো. হুমাছুন কবির পূণরায় তদন্ত করেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেন। জেলার সহকারী কমিশনার মো. ফজলে রাব্বী চলতি বছরের ৫ এপ্রিল উপজেলা প্রশাসনকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপরও কোনো ব্যবস্থা না নিয়েই আবারও আগামী ২৮ মে পুনরায় তদন্তের তারিখ নির্ধারণ করায় বাদী উষ্মা প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আহসান হাবীব জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নথিটি ঢাকায় মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ পাঠানো হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : অটোরাইস মিল -সংবাদ
রোববার, ১৮ মে ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত অটোরাইস মিলের বিরুদ্ধে একাধিক তদন্তের পরও মিলছে না প্রতিকার। ফলে অভিযোগ করে বিপাকে পড়েছেন বাদী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলি জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটোরাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটোরাইস মিল।
একই এলাকারভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরসমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এসএম সোহাগ।
তিনি জানান, আমি চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়টির অদূরে ও আমার নিজ জমির সিমানাঘেঁষে অবৈধভাবে ওই রাইস মিলটি গড়ে উঠেছে।
অভিযোগের পর গত ২০২৩ সালের ৮ জানুয়ারি তৎকালীন ইউএনও তৃপ্তি কতা মন্ডল তদন্ত করেন। এরপর গত ২০২৪ সালের ২০ নভেম্বর বর্তমান ইউএনও মো. হুমাছুন কবির পূণরায় তদন্ত করেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেন। জেলার সহকারী কমিশনার মো. ফজলে রাব্বী চলতি বছরের ৫ এপ্রিল উপজেলা প্রশাসনকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপরও কোনো ব্যবস্থা না নিয়েই আবারও আগামী ২৮ মে পুনরায় তদন্তের তারিখ নির্ধারণ করায় বাদী উষ্মা প্রকাশ করেন।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আহসান হাবীব জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নথিটি ঢাকায় মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ পাঠানো হয়েছে।