image
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম -সংবাদ

শীতের সবজির সরবরাহ বেড়েছে, ‘এই দামে সবজি খাইতে পারলে ভালোই’

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

শীতের সবজির সরবরাহ বেড়েছে রাজধানী ঢাকার বাজারগুলোতে। তাতে টমেটো ও করলা ছাড়া সবধরনের সবজিতে দাম কিছুটা কমেছে সপ্তাহের ব্যবধানে। আরও দু’মাসের মতো সবজির এমন সরবরাহ থাকার আশা করে গৃহিণী সালমা বেগম কিছুটা স্বস্তি নিয়ে বললেন, ‘এই দামে সবজি পাইলেই ভালো। দাম হয়তো আরেকটুক কমবো, না কমলেও টেনশন নাই।’

মৌসুমের এই সময়ে সর্বনিম্ন ২০ টাকা কেজি দরে নেমেছে শিম, শালগম, প্রতি পিস ফুলকপি। সর্বোচ্চ ৮০ টাকা দরের মধ্যে সব সবজি পাওয়া গেলেও শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) টমেটো বিক্রি হয় ১০০-১২০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে এ দর ছিল ৮০-১০০ টাকার মধ্যে। শীতের এ সবজি মাসের শুরুতে ১২০ টাকা দরে বিক্রি হয়ে পরের সপ্তাহে কমেছিল কিছুটা। প্রতি কেজি ৮০ টাকায় সপ্তাহখানেক বিক্রি হওয়ার পর ?পুনরায় দাম বেড়ে যায়।

বিচিযুক্ত শিমের বেলাতেও দাম বাড়ার ঘটনা ঘটলেও তা আবার ৮০ টাকায় নেমেছে। কিন্তু টমেটোর দাম এখনও নাগালে আসেনি। ঢাকার রায়েরবাগ, শনিরআখড়া ও যাত্রাবাড়ী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে এমন দরে বিক্রি হচ্ছে নানা জাতের সবজি।

শুক্রবার, একটু বেশিই বাজার করে থাকেন গৃহিণী সালমা বেগম। তিনি বলেন, রায়েরবাগ বাজারে জিনিসপত্রের দাম যাই হোক একটু নাগালের মধ্যে থাকলে সমস্যা নাই। একটা না একটা কম দামে পাওন যায় তহন। যেডার দাম বেশি হেইডা না হয় পড়ে খাইলাম। এহন যা দাম, তাতে কৃষকও বাঁচবো, দোকানিরও লাভ। আমরাও একটু খাইতে পারুম।’

অবশ্য পেঁয়াজের বাজারে খুব একটা সুখবর আসেনি। যাত্রাবাড়ী বাজারে মুড়ি কাটা পেঁয়াজের দাম ১০ টাকা কমে ৫০ টাকা, পেঁয়াজ পাতা এক মুঠো বিক্রি হয় ২০ টাকায়। দোকানি আবুল কাশেম বলেন, এক কেজি দেশি পেঁয়াজ ১৩০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে পেঁয়াজ দেশি সর্বোচ্চ ১৫০ টাকা ও আমদানিকৃত সর্বোচ্চ ৮০-১০০ টাকা দরে বিক্রি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার দরের তথ্য অনুযায়ী, শুক্রবার, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০-১২০ টাকা কেজি দরে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ১০০-১১০ টাকা দরে।

শনিরআখাড়া কাঁচাবাজারে ঢেঁড়স ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন দোকানি মোহাম্মদ রাসেল। তিনি বলেন, এক কেজিতে ১০ টাকা কমছে এক সপ্তাহে। যাত্রাবাড়ীতে প্রতি কেজি গোলবেগুন ৭০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা ও চিকনটা বিক্রি হয় ৩০ টাকা দরে। আগের সপ্তাহে যা ছিল যথাক্রমে ১০০, ৬০ ও ৪০ টাকা। কয়েক ধরনের শিম বাজারে আসায় প্রতি কেজি ৩০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিচিযুক্ত শিম বিক্রি হয় প্রতি কেজি ৮০ টাকা। আগের সপ্তাহেও একই দর ছিল।

যাত্রাবাড়ীতে ক্রেতা আওলাদ হোসেন টিটু বলেন, ‘শুক্রবার (শুক্রবার) সকাল সকাল আসি বাজার করতে। ছাত্রনেতা হাদির ঘটনা শোনার পর তো সব রাস্তা বন্ধ হইয়া গেল। টেনশনে ছিলাম, মাছের ট্রাক ঢুকতে পারবো কিনা তাই দেরি করে আসছি। ‘সবজি-টবজি তো পাওয়া গেল। মাছ কিনতেও সমস্যা হয় নাই। আড়তওয়ালারা লোকসান থেকে বাঁচলো, নইলে তো সমস্যা হয়ে যাইতো।’

যাত্রাবাড়ীতে দাম কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১২০ টাকা। নতুন আলু প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করছেন কাজলা বৌবাজারের দোকানি রাজিব হোসেন। আগের সপ্তাহের দর ছিল ৮০ টাকা। এছাড়া বাঁধাকপি প্রতিটি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, করলা ৮০ টাকা দরে বিক্রি হয় এ বাজারে। একই দরে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

যাত্রাবাড়ীতে প্রতি কেজি রুই মাছ ২০ টাকা কমে শুক্রবার, বিক্রি হয় ৩১০ টাকায়। তেলাপিয়ার দর ১০ টাকা কমে ২১০ টাকা, পাঙ্গাস ২০ টাকা কমে প্রতি কেজি ১৮০ টাকায় বিক্রির কথা জানিয়েছেন বিক্রেতা তৈয়ব আলী। এ বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা দরে অপরিবর্তিত রয়েছে। দাম না বেড়ে আগের সপ্তাহের মতো শুক্রবারও প্রতি হালি ডিম বিক্রি হয় ৪০ টাকা দরে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি