কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঠানো হয় রাজধানীতে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফেরদৌস আরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, ইউএনও ফেরদৌস আরার আসলে কী হয়েছিল, তা জানা সম্ভব হয়নি। সোমবার (১২ জানুয়ারি) কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড মাথাব্যথা ছিল। ঢাকার হাসপাতালে নেওয়ার পরে বুধবার তাঁর মৃত্যু হয়।
ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। ফেরদৌস আরা এক কন্যাসন্তানের জননী।
ফেরদৌস আরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সহকারী কমিশনার হিসেবে ফেরদৌস আরার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। পরে ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন ফেরদৌস আরা।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।
অর্থ-বাণিজ্য: আইপিওতে লটারি ব্যবস্থা আবারও ফিরছে
আন্তর্জাতিক: ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইরান
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের অভিযোগে একজন গ্রেপ্তার