মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলু চাষী কৃষকদের মাঝে মালচিং পদ্বতিতে আলুর জমি পরিচর্যা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আলু চাষী কৃষক ও শ্রমিকদের সূত্রে জানা যায়, আলু রোপণ করা জমিতে রোপণকৃত আলুর দুটি সারির মাঝখানের ফাঁকা স্হানে শুকনো কচুরী,ঘাস ও খড় দিয়ে আবৃত করে দেয়াকে বলা হয় মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা। এতে আলুর জমির মাটির আদ্রতা ধরে রেখে মাটি ঠান্ডা রাখতে সাহায্য করে। রোপণ কৃত আলুর চারা বড় হলে ব্যবহৃত শুকনো কচুরী,খড় ও ঘাস পঁচে মাটিতে মিশে জৈব সার তৈরী হলে চারা বাড়তি খাদ্যের যোগান পায়। মালচিং পদ্ধতিতে জমি পরিচর্যায় ব্যবহার করা জৈব সামগ্রী মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ আগাছা জম্মাতে বাঁধা সৃষ্টি করে এবং মাটির উপরি ভাগে আবরণ তৈরী করে। এর ফলে জমিতে দেয়া সেচের পানি বাষ্পীভূত হওয়া প্রতিরোধ করে জমির আদ্রতার সুষম ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
গতকাল বৃহস্পতিবার গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষীপুরা,বাউশিয়া ও করিমখাঁ এলাকা সংলগ্ন মাঠে গিয়ে কৃষক ও কৃষি শ্রমিকদের আলু জমিতে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যা করতে দেখা গেছে।
লক্ষীপুরা গ্রাম সংলগ্ন পুবচকে কথা হয় কৃষি শ্রমিক আলম মিয়ার সাথে, তিনি বলেন আলু রোপণ মৌসুমে তার নেতৃত্বে কুড়িগ্রাম থেকে ১১ জন শ্রমিক এসছেন আলু রোপণ ও জমির পরিচর্যার কাজে, ওইদিন তিনিসহ তার দুই সঙ্গী কৃষক সাইফুল মিয়ার আলু জমিতে শুকনো কচুরী দিয়ে মালচিং পদ্ধতিতে জমির পরিচর্যার কাজ করছিলেন।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা যায়, চলতি আলু রোপণ মৌসুমে ২ হাজার হেক্টরের অধিক পরিমান জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম
আন্তর্জাতিক: ওয়ানএমডিবি কেলেঙ্কারি: দোষী সাব্যস্ত নাজিব রাজাক