গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে পূজার প্রস্তুতির সময় ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের জানানো তথ্যে জানা যায়, পূজার জন্য তৈরি হচ্ছিল প্রতিমাগুলো। কাজ আংশিক শেষ হলেও রং করা হয়নি। দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগররা কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় এসে দেখেন পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা শুরুর আগেই এ ঘটনা ঘটায় কোনো পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরাও নেই। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল। বিকেলে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমা ভেঙেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে পূজার প্রস্তুতির সময় ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের জানানো তথ্যে জানা যায়, পূজার জন্য তৈরি হচ্ছিল প্রতিমাগুলো। কাজ আংশিক শেষ হলেও রং করা হয়নি। দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগররা কাজ বন্ধ রেখে চলে যান। পরে সন্ধ্যায় এসে দেখেন পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পূজা শুরুর আগেই এ ঘটনা ঘটায় কোনো পাহারার ব্যবস্থা করা হয়নি। মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরাও নেই। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বলেন, প্রতিমাগুলো ঢেকে রাখা হয়েছিল। বিকেলে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমা ভেঙেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন।
কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।