গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো নাদির উজ্জামান জানান মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় গেল রাত সাড়ে এগারোটার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন নিহত হন। পরে গুরুতর আহত হেলপার ও ড্রাম ট্রাকের মালিক বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল খানের মৃত্যু হয়।
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো নাদির উজ্জামান জানান মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দাক্ষিনখান এলাকায় গেল রাত সাড়ে এগারোটার দিকে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ট্রাকের চালক উজ্জ্বল হোসেন নিহত হন। পরে গুরুতর আহত হেলপার ও ড্রাম ট্রাকের মালিক বাবুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবুল খানের মৃত্যু হয়।
ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।