জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে (১২ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ডা. কে.এম. ইফতেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।