ন্যাশনাল গ্রিডে কারিগরি সমস্যার কারণে শনিবার বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১০টার পর থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখনো কিছু কিছু জায়গায় লোডশেডিং অব্যাহত রয়েছে।
ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান, গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বলেন, তাদের আওতাধীন ২১ জেলায় শনিবারের গ্রিড সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কমবেশি বিঘ্ন ঘটে। তবে রাত সোয়া ১০টায় তিনি জানান, বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, আর বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, গ্রিড থেকে সরবরাহ বন্ধ ছিল মাত্র ২০ মিনিট। এরপর ধাপে ধাপে সরবরাহ শুরু হয় এবং একের পর এক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করা হয়। ইতোমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র সচল হয়েছে বলেও তিনি জানান।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
ন্যাশনাল গ্রিডে কারিগরি সমস্যার কারণে শনিবার বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১০টার পর থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখনো কিছু কিছু জায়গায় লোডশেডিং অব্যাহত রয়েছে।
ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী জানান, গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. রোকনউজ্জামান বলেন, তাদের আওতাধীন ২১ জেলায় শনিবারের গ্রিড সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কমবেশি বিঘ্ন ঘটে। তবে রাত সোয়া ১০টায় তিনি জানান, বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে, আর বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, গ্রিড থেকে সরবরাহ বন্ধ ছিল মাত্র ২০ মিনিট। এরপর ধাপে ধাপে সরবরাহ শুরু হয় এবং একের পর এক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করা হয়। ইতোমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র সচল হয়েছে বলেও তিনি জানান।