ঢাকার দোহার উপজেলায় গলায় ফাঁস দিয়ে হাসিনা বেগম (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসিনা সুতারপাড়ার আ. লতিফের স্ত্রী। হাসিনা বেগমের ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
হাসিনা বেগমের ভাতিজা মো. বাপ্পি জানান, আমার ফুফু অনেক দিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝে মাঝেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। সোমবার সকালে ঘর বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।