বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয় বলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান। তবে সংগীতশিল্পীর পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের ‘অবহেলা’ ও ‘বিনা চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
অপরাধ ও দুর্নীতি: দুমকিতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
সারাদেশ: মহেশখালীতে টমটম চাপায় শিশুর মৃত্যু