সব ভয়ভীতি উপেক্ষা করে নারী জাগরণের মাইলস্টোন বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে। প্রত্যেকের উচ্চ শিক্ষার আগ্রহ থাকতে হবে। দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে। গত সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেশবপুরের আয়োজনে দরিদ্র মহিলাদের জন্যে সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় এর আওতায় পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরী সংঘের ১০০ ছাত্রী নিয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক, উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন। পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির যশোরের উপপরিচালক বিএম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক।
বিআরডিবির হিসাব রক্ষক অদ্যহিত রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠানে ৭ জন কিশোরীর মাঝে ৮১ হাজার ৭৫৯ টাকার চেক বিতরণ করা হয়।
সারাদেশ: চকরিয়ায় বিদেশি পিস্তলসহ নারী আটক
সারাদেশ: কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযান
সারাদেশ: চকরিয়ায় চলছে ফসলি জমি কাটার মহোৎসব