গতকাল বৃহস্পতিবর সন্ধ্যায় ভালুকা সিডস্টোর বাটাজোর সড়কের মেম্বার বাড়ি মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মুত্যু হয়েছে। এ সময় অন্য আরোহী আজাহারুল ইসলাম গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায় পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক নির্বাচনী প্রশিক্ষণ শেষে ভালুকা হতে গতকাল বৃহস্পতিবর সন্ধ্যায় মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় উল্লেখিত স্থানে একটি মাছভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।