image
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় মাদক জব্দ করেছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ও সদর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর, আলাইপুর ও শাহাপুর বিওপি ৩টি পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বলে জানান বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন। গত বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়ন সদর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাটে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এছাড়া গতকাল শুক্রবার ভোর ৪টায় বাঘা থানার কিশোরপুৃর মাদ্রাসার মোড়ের আমাবাগানে অভিযান চালিয়ে ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৫ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক জব্দ করেছে। জব্দকৃত কীটনাশক শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান। একই দিন রাতে শাহাপুর বিওপি কাটাখালী থানার নওদাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কর্তৃক ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ বোতল সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রকিয়াধীন আছে বলেও তিনি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি