image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শেরপুরে পুলিশ কর্মকর্তার বাসায় চুরির অভিযোগ

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর শহরের ধুনটমোড় জামে মসজিদের পশ্চিম পার্শে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের বাসায় চুরি হয়েছে। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে নাটোর জেলার সিংড়া থানার কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নিজ বাড়িতে এই দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী এসআই মো. কামরুজ্জামান জানান, গত মঙ্গলবার বিকালে বিশেষ প্রয়োজনে স্ত্রী শেরপুর বাসস্ট্যান্ড ডাচবাংলা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাসায় আসেন। পরে বাসার প্রয়োজনীয় কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাতে ২টার দিকে শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল ওয়াল টপকে পালিয়ে যায়। এ সময় ব্যাগের মধ্যে থেকে নগদ দুই লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি অভিযোগ করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, পুলিশ কর্মকর্তার বাসায় সংঘটিত এ চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সম্প্রতি