image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শ্রীমঙ্গলে টিকরিয়া ও উঠনা ছড়ায় অবৈধ বালু জব্দ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বিগত দুদিনে আশীদ্রোণ ইউনিয়নের টিকরিয়া এলাকা ও সিন্দুরখান ইউনিয়নের উঠনা (উদনা) ছড়া থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে।

জব্দকৃত বালু অতি দ্রুত উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করার প্রস্তুতি চলছে। এর আগের দিন, সিন্দুরখান ইউনিয়নের উদনা ছড়ায় অভিযান চালিয়ে আরও ৬০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। তবে বালু উত্তোলনে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা হয়নি বলে জানানো হয়েছে। এদিকে গত ৮ ডিসেম্বর নোয়াগাঁও গ্রামের হেলতি চয়েজ অ্যান্ড ফুড ইউজার লিমিটেড এর পূর্ব পাশে অবস্থিত জাগছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করেন উপজেলা ভূমি কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বর্তমানে ওই এলাকায় বালু উত্তোলন আপাতত বন্ধ রয়েছে। উল্লেখ্য, শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি ছড়া ও ছোট নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অতীতে বুনাবির ইউনিয়নের আলিশার কুল এবং সিন্দুরখান এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রসহ তিনজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি