চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় পরিত্যক্ত বাজারের ব্যাগ থেকে দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। শুক্রবার প্লাস্টিকের বাজারের ব্যাগে অস্ত্র দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন নূরজাহান (ছদ্মনাম) নামে এক নারী । সঙ্গে সঙ্গে থানার ভ্রাম্যমাণ একটি দল উক্ত থানাধীন ফুলছড়ি পাড়া বিল থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পাশে আরেকটি গোলাপী রঙের শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলিও (কার্তুজ)।
সিএমপি বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত দুইটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। রাইফেলটির বাড, বডি ও ব্যারেল সহ দৈর্ঘ্য ১৭ ইঞ্চি সাড়ে চার সেন্টিমিটার। লোহার তৈরি ব্যারেল ১১ ইঞ্চি, বাট ও বডি ৯ ইঞ্চি, বাটের পেছনে কাঠের অংশ ৪ ইঞ্চি। কাটা রাইফেল অন্যটির বাট বডি ও ব্যারেল সহ দৈর্ঘ্য সাড়ে ২২ ইঞ্চি। যার লোহার তৈরি ব্যারেল ১৪ ইঞ্চি, বাট ও বডি ১২ ইঞ্চি। এছাড়া অন্য একটি গোলাপি রংয়ের বাজারে শপিং ব্যাগের ভিতর রাখা দুই রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। কমলা কালারের রাবার বুলেটের একটির পিছনে পিতলের অংশে লেখা নোবেল-১২ স্পোর্ট (ঘঙইঊখ ১২ ঝচঙজঞ) এবং অন্যটি সবুজ রঙের রাবার বুলেট যার পিছনে পিতলের অংশে লেখা রিওয়াম্মো-১২।
শনিবার, ২৯ জুন ২০২৪
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন এলাকায় পরিত্যক্ত বাজারের ব্যাগ থেকে দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। শুক্রবার প্লাস্টিকের বাজারের ব্যাগে অস্ত্র দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন নূরজাহান (ছদ্মনাম) নামে এক নারী । সঙ্গে সঙ্গে থানার ভ্রাম্যমাণ একটি দল উক্ত থানাধীন ফুলছড়ি পাড়া বিল থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পাশে আরেকটি গোলাপী রঙের শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলিও (কার্তুজ)।
সিএমপি বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার শাকিলা সোলতানা বলেন, প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত দুইটি কাটা রাইফেল উদ্ধার করা হয়েছে। রাইফেলটির বাড, বডি ও ব্যারেল সহ দৈর্ঘ্য ১৭ ইঞ্চি সাড়ে চার সেন্টিমিটার। লোহার তৈরি ব্যারেল ১১ ইঞ্চি, বাট ও বডি ৯ ইঞ্চি, বাটের পেছনে কাঠের অংশ ৪ ইঞ্চি। কাটা রাইফেল অন্যটির বাট বডি ও ব্যারেল সহ দৈর্ঘ্য সাড়ে ২২ ইঞ্চি। যার লোহার তৈরি ব্যারেল ১৪ ইঞ্চি, বাট ও বডি ১২ ইঞ্চি। এছাড়া অন্য একটি গোলাপি রংয়ের বাজারে শপিং ব্যাগের ভিতর রাখা দুই রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। কমলা কালারের রাবার বুলেটের একটির পিছনে পিতলের অংশে লেখা নোবেল-১২ স্পোর্ট (ঘঙইঊখ ১২ ঝচঙজঞ) এবং অন্যটি সবুজ রঙের রাবার বুলেট যার পিছনে পিতলের অংশে লেখা রিওয়াম্মো-১২।