‘ঘরে স্বর্ণ রাখলে সন্তান হবে না’ এমন কুসংস্কার মূলক কথা ছড়িয়ে স্বর্ণ হাতিয়ে নিতো একটি। চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দিতো। সেই বিজ্ঞাপন দেখে নিঃসন্তান কোনো নারী যোগাযোগ করলে তাকে এমন কুসংস্কারমূলক কথা বলে স্বর্ণ হাতিয়ে নিতো। অনলাইনে অভিনব কৌশলে এমন প্রতারণা করা চক্রের তিন সদস্যকে মোহাম্মদপুরের বছিলা ও সাভার থেকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণ এবং তিন লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা।
নিউমার্কেট এলাকায় বসবাসকারী আফরোজা বেগম নামের একজন নারী ফেইসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারকরা ভিকটিমকে জানায়, তার ঘরে বা ব্যবহৃত কোনো স্বর্ণ থাকলে বাচ্চা হবে না। সেই কথা বিশ্বাস করে ভিকটিম প্রতারকদের কাছে তার ব্যবহৃত ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন।
কিন্তু স্বর্ণ ও মালামাল হাতে পেয়েই প্রতারকরা ওই নারীকে ব্লক করে দেয়। এ ঘটনায় আফরোজা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার নিউমার্কেট থানার এসআই ফিরোজ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, প্রথমে চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মাদপুর বছিলা এলাকার ৪০ ফিট থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার, ১৮ মে ২০২৫
‘ঘরে স্বর্ণ রাখলে সন্তান হবে না’ এমন কুসংস্কার মূলক কথা ছড়িয়ে স্বর্ণ হাতিয়ে নিতো একটি। চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দিতো। সেই বিজ্ঞাপন দেখে নিঃসন্তান কোনো নারী যোগাযোগ করলে তাকে এমন কুসংস্কারমূলক কথা বলে স্বর্ণ হাতিয়ে নিতো। অনলাইনে অভিনব কৌশলে এমন প্রতারণা করা চক্রের তিন সদস্যকে মোহাম্মদপুরের বছিলা ও সাভার থেকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণ এবং তিন লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা।
নিউমার্কেট এলাকায় বসবাসকারী আফরোজা বেগম নামের একজন নারী ফেইসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারকরা ভিকটিমকে জানায়, তার ঘরে বা ব্যবহৃত কোনো স্বর্ণ থাকলে বাচ্চা হবে না। সেই কথা বিশ্বাস করে ভিকটিম প্রতারকদের কাছে তার ব্যবহৃত ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন।
কিন্তু স্বর্ণ ও মালামাল হাতে পেয়েই প্রতারকরা ওই নারীকে ব্লক করে দেয়। এ ঘটনায় আফরোজা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার নিউমার্কেট থানার এসআই ফিরোজ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, প্রথমে চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মাদপুর বছিলা এলাকার ৪০ ফিট থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।