সিলেট জেলায় ৩৫ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেইসঙ্গে নতুন করে আরও ১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান ।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ৯জন, মৌলভীবাজারের ১জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
শুক্রবার (৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনার রােগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৬২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৬ জন রয়েছেন।
আন্তর্জাতিক: কী কারণে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা
সারাদেশ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
সারাদেশ: কুমিল্লায় ভ্যাট দিবস পালন